1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশুশ্রম নিষিদ্ধকরণ প্রসঙ্গ

ক্নুট হেনকেল/আরবি২ জুন ২০১৪

বলিভিয়ায় শিশুশ্রমিকরা শিশু ও কিশোরদের জন্য একটি ন্যায়সঙ্গত আইন প্রবর্তনের দাবি জানাচ্ছে৷ সংশ্লিষ্টরাও মনে করেন, শিশুশ্রমকে অপরাধের আওতায় না এনে একে নিয়ন্ত্রণ করা উচিত৷ কেননা অনেক পরিবার শিশুদের আয়ের ওপর নির্ভরশীল৷

বলিভিয়ায় ১৮ বছরের নীচে ৮৫০,০০০ শিশু-কিশোর নিয়মিত কাজ করে থাকেছবি: Noah Friedman-Rudovsky

বাসড্রাইভারের সহকারী এক ১৩ বছর বয়সি কিশোর৷ বিভিন্ন স্টপেজের নাম জোরে ঘোষণা করা ও যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা তার দায়িত্ব৷ ‘‘আমিও এই কিশোরটির মতো অল্পবয়সে মিনিবাসে সহকারী হিসাবে কাজ করেছি৷ ভাড়া আদায় করেছি৷ স্টপেজের নাম ঘোষণা করেছি'', বলেন আজকের ২৫ বয়সি যাত্রী ডেভিড মামানি৷ যতদূর মনে পরে সেই ছোটবেলা থেকেই কাজ করে আসছেন তিনি৷ এরপর সমমনাদের সঙ্গে নিয়ে তিনি বলিভিয়ায় শিশুশ্রমিকদের সর্বপ্রথম এক প্রতিষ্ঠান গড়ে তোলেন৷ শিশুশ্রম তাঁর স্বদেশ ও প্রতিবেশী দেশ পেরুতে দৈনন্দিন জীবনের অঙ্গ৷

ছবি: Sara Shahriari

প্রতি চারজনে এক শিশু কাজ করে

ল্যাটিন অ্যামেরিকার সবচেয়ে দরিদ্র দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্যমতে ১৮ বছরের নীচে ৮৫০,০০০ শিশু-কিশোর নিয়মিত কাজ করে থাকে৷ পরিবারকে সাহায্য করার জন্য বলিভিয়ার প্রতি চার জনে এক জন শিশুকে কাজ করতে হয়৷ ‘‘এটাই বলিভিয়ার বাস্তবতা'', বলেন মানবাধিকার সংস্থা ‘ত্যার দেজ অম'-এর শিশু অধিকার বিশেষজ্ঞ এলিজাবেথ পাটিনো ডুরান৷

তাঁর মতে, ‘‘আমরা এই বিষয়টির দিক থেকে চোখ বন্ধ করে রাখতে পারবো না৷ কেননা এরা তো কর্মরত শিশু ও কিশোর, যারা আইনকে খাপ খাওয়ানোর জন্য রাস্তায় নেমেছে৷''

সম্প্রতি বলিভিয়ায় নতুন শিশুশ্রম প্রতিরোধক আইন প্রণয়নের ব্যাপারে সংসদে আলাপ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হলে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে শিশু শ্রমিকরা৷ এ ব্যাপারে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হচ্ছে না৷ অভিযোগ করেন মামানি৷ তিনি বলিভিয়ার শিশু শ্রমিকদের ছাতা সংগঠন ইউএনএটিএসবিও-এর সক্রিয় কর্মী৷ তাঁর ভাষায়, ‘‘শিশু শ্রমিকরা সাংসদদের সংবেদনশীল করতে সমর্থ হয়েছে৷ এর কারণ সাংসদদের অধিকাংশই একাডেমিক পরিবার থেকে আসেননি৷ পরিবারকে সহায়তা করার জন্য কাজ করতে হয়েছে অনেককেই৷''

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস ছোটবেলায় আখ ও কোকো খেতে কাজ করেছেনছবি: REUTERS

সাংসদদের বেশিরভাগই শিশু শ্রমিক ছিলেন

শিশু শ্রমিকদের প্রতিনিধিরা সাংসদদের প্রশ্ন করেছিল তাঁদের অল্পবয়সে কাজ করতে হয়েছে কিনা৷ বেশিরভাগের উত্তর ছিল ‘হ্যাঁ' সূচক৷ এইভাবে শিশুশ্রমিকরা সাফল্যের পথে এগিয়ে যায়৷ অবশেষে তাদের একটি প্রতিনিধিদল বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস-এর সঙ্গে দেখা করারও সুযোগ পায়৷ তিনি নিজেও ছোটবেলায় আখ ও কোকো খেতে কাজ করেছেন৷ তাই তিনি শিশুদের এই দাবিটা বুঝতে পারেন৷ পরিবারকে সাহায্য করার জন্য কাজ করা বলিভিয়ার সামাজিক সংস্কৃতিতে পরিণত হয়েছে৷

একটি কমিশন এখন সিদ্ধান্ত নেবে ১৪ বছরের নীচে বাচ্চাদের কাজ করা নিষিদ্ধ করা উচিত কিনা৷ ল্যাটিন অ্যামেরিকার অন্যান্য দেশের শিশু শ্রমিকরাও এই বিষয়ে জানতে আগ্রহী৷ এপ্রিল মাসে প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার শিশুশ্রমিকদের এক প্রতিনিধিদল বলিভিয়ায় এসেছিল৷ ১৩ বছর বয়সি গেরাল্ড ভিনো ভিদাল-ও এর বিরুদ্ধে প্রতিবাদ করে৷ স্কুলের ক্লাস ও কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে চলতে পারছে সে৷ ছোটবেলায় মামানিও পেরেছিলেন৷ এল আলটোয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি৷ এখন শিক্ষাবিদ হিসাবে শিশু শ্রমিকদের একটি সামাজিক প্রতিষ্ঠানে কাজ করছেন৷

তবে আন্তর্জাতিক শ্রমসংস্থা আইএলও-র গুইয়ের্মো দেমা বলেন, সবাই এটা পারে না৷ ‘‘আমরা মনে করি ছোটবেলায় কাজ করলে বৈষম্য ও দারিদ্রের আবর্তেই থাকতে হয় মানুষকে৷'' এছাড়াও এই কর্ম অধিকার বিশেষজ্ঞ আরো জানান যে, আইএলও-র চুক্তিতে বলিভিয়াও স্বাক্ষর দিয়েছে৷

অন্যদিকে এলিজাবেথ পাটিনো ডুরান বলেন, বাস্তবের সঙ্গে আইএলও চুক্তির মিল কমই রয়েছে৷ তিনি কিছুটা নমনীয় আইনের প্রস্তাব রাখেন৷ অন্যথায় শিশুশ্রমকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে৷ সেখানে শিশুরা আরো শোষণের শিকার হবে৷

এই প্রসঙ্গে তিনি বলেন ইউরোপে কয়েক দশক আগেও শিশুশ্রম প্রচলিত ছিল৷ বলিভিয়া, ভারত, নাইজেরিয়া, আইভরি কোস্টের মতো ইউরোপের ছেলে-মেয়েরাও মা-বাবাকে কৃষিকাজে সাহায্য করতো৷ তাই এক্ষেত্রে কার্যকরি নিয়ন্ত্রণ প্রয়োজন৷ কয়লাখনি, পাথরখনি কিংবা আখ খেতে কাজ করা নিষিদ্ধ করতে হবে৷ এই নীতিমালা ২০০৭ সাল থেকে বলিভিয়ার সংবিধানে যুক্ত, বলেন মামানি৷ তিনি সংসদের শিশুশ্রম আইনের ব্যাপারে আলাপ-আলোচনায় অংশ নিয়েছিলেন এবং জানেন কিছু কিছু অংশ বিতর্কিত৷ তবে শিশু শ্রমিকদের সর্বনিম্ন বয়স কত হওয়া উচিত, তা নিয়ে মতৈক্যে পৌঁছানো যায়নি এখনও৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ