তুরস্কের ক্ষমতাসীন দল বিতর্কিত এক বিবাহ বিল প্রত্যাহার করেছে, যেটি জাতিসংঘের বিবেচনায় শিশু ধর্ষণের আইনি বৈধতা দেয়ার সমতুল্য ছিল৷ মুসলিম অধ্যুষিত দেশটিতে বিয়ের বয়স ১৮ হলেও ইসলামী বিধিতে অনেক মেয়ের অল্প বয়সেই বিয়ে হয়৷
বিজ্ঞাপন
তুরস্কের ক্ষমতাসীন ‘একে পার্টি' অপ্রাপ্ত বয়স্কদের বিয়ে সংক্রান্ত একটি বিল আরো আলোচনার জন্য আপাতত সরিয়ে রেখেছে৷ দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলডিরিম মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন৷ বিরোধী দল এবং মানবাধিকার সংস্থাগুলো মনে করে, এই বিল কার্যত শিশুদের যৌন সম্পর্কের পর অভিযুক্তকে শাস্তি থেকে রেহাই পাওয়ার সুযোগ করে দেবে৷ কার্যত ব্যাপক সমালোচনার মুখে তুরস্ক সরকার বিলটিকে প্রত্যাহার করে নিয়েছে৷
প্রস্তাবিত আইনটি আজ সংসদে চূড়ান্ত ভোটাভুটির জন্য তোলার কথা৷ এতে অপ্রাপ্ত বয়স্কের সঙ্গে যৌন সম্পর্ক গড়ার পর তাকে বিয়ে করলে ধর্ষককে রাজক্ষমার বিধান রাখার প্রস্তাব করা হয়েছিল৷ একাধিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেছিল, এই আইন কার্যত শিশুদের যৌন নিগ্রহকারীদের রাজক্ষমার পাশাপাশি ভবিষ্যতে নিগ্রহকারীরা যাতে আরো অপকর্মের সুযোগ পায় সেই সম্ভাবনা তৈরি করবে৷ জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং তুরস্কে জাতিসংঘের আরো চারটি সংস্থা এক যৌথ বিবৃতিতে জানায়, ‘‘শিশুদের প্রতি যে কোনো ধরনের যৌন সহিংসতাই অপরাধ এবং সেই অপরাধের শাস্তি হওয়া উচিত৷''
শিশুদের নিয়ে মন খারাপ করা কিছু খবর
বাংলাদেশে ২০১৩ সালে প্রণীত শিশু আইন অনুযায়ী, ১৮ বছর বয়স পর্যন্ত সকলকে শিশু বলে গণ্য করা হয়৷ শিশুদের নিয়ে ছবিঘরে থাকছে এমন কিছু তথ্য, যা পড়ে আপনার মন খারাপ হতে বাধ্য৷
ছবি: picture-alliance/dpa
সাত মাসে ৬১ গণধর্ষণ
শিশু অধিকার নিয়ে কাজ করে এমন ২৬৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ শিশু অধিকার ফোরাম’ এর হিসেবে, চলতি বছরের প্রথম সাত মাসে ৬১টি শিশু গণধর্ষণের শিকার হয়েছে৷ সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই তথ্য জানায় ফোরামটি৷ একই সময়ে ধর্ষণ, উত্ত্যক্তসহ যৌন সহিংসতার শিকার হয় ৩৪৭টি শিশু৷ এর মধ্যে চারটি ছেলেশিশুও রয়েছে৷
ছবি: Getty Images/A. Joyce
বয়স ১৫ হওয়ার আগেই বিয়ে
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসেব অনুযায়ী, বাংলাদেশে গড়ে ২৯ শতাংশ মেয়ের বিয়ে হয় তাদের বয়স ১৫ পার হওয়ার আগে৷ আর ৬৫ শতাংশের বিয়ে হয় বয়স ১৮ পার হওয়ার আগে৷
ছবি: Getty Images/A. Joyce
ঝুঁকিপূর্ণ কাজে শিশু
সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৪৫ লাখেরও বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত৷ এর মধ্যে প্রায় ১৭ লাখেরও বেশি শিশুর বাস খোদ ঢাকা শহরে৷ বাংলাদেশ সরকার ঝুঁকিপূর্ণ ৩৮টি কাজে শিশুশ্রম নিষিদ্ধ করলেও আদতে তা মানা হচ্ছে না৷ সরকারিভাবে নেই কোনো নজরদারির ব্যবস্থা৷
ছবি: Mustafiz Mamun
কিশোর অপরাধী
পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, বাংলাদেশে গড়ে প্রতিবছর কমপক্ষে দুই হাজার শিশুকে নানা অপরাধে আটক করা হয়৷ শিশু অধিকার ফোরামের হিসেবে, চলতি বছরের প্রথম ছয় মাসে ২৭৬ জন শিশুকে অস্ত্র ও মাদক বহনসহ নানা অভিযোগে আটক করা হয়৷
ছবি: bilderbox
মাত্র তিনটি
আইন অনুযায়ী শিশু-কিশোর অপরাধীদের বিচার করা হয় কিশোর আদালতে৷ এরপর বিচার শেষে শাস্তি ভোগের জন্য তাদের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর কথা৷ কিন্তু বাংলাদেশে এমন কেন্দ্র আছে মাত্র তিনটি৷ গাজীপুরে দু’টি এবং যশোরে একটি৷ এর মধ্যে গাজীপুরের একটি মেয়েদের জন্য৷ সব মিলিয়ে এই তিনটির ধারণ ক্ষমতা ৬০০৷ অর্থাৎ আটক শিশুদের বড় একটি অংশের জায়গা উন্নয়ন কেন্দ্রে হয় না৷ ফলে তাদের কারাগারে থাকতে হয়৷
ছবি: picture-alliance/dpa
5 ছবি1 | 5
তবে আপাতত বিলটি প্রত্যাহার হলেও তা পুরোপুরি বাতিল করা হয়নি৷ তুরস্কের প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকার এখন সব দলের সমন্বয়ে তৈরি একটি কমিশনকে প্রস্তাবিত বিলটি পুর্নমূল্যায়নের সুযোগ দেবে৷ বিরোধী দলগুলোর অনেক সদস্যই ইতোমধ্যে বিলটির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন৷ তুরস্কের অধিকাংশ সাধারণ মানুষও এর বিরুদ্ধে রয়েছে৷ চলতি সপ্তাহে একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন আট লাখের বেশি মানুষ, সেখানে প্রস্তাবিত বিলটি বাতিল করতে তুর্কি সংসদের প্রতি অনুরোধ জানানো হয়েছে৷