1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু পতিতাবৃত্তি

২০ মে ২০১৪

‘তোমার জীবন বদলাও’– স্লোগানকে সামনে রেখে ব্রাজিলে চলছে অন্যরকম এক লড়াই৷ বিশ্বকাপের সময় ৬ লক্ষের মতো পর্যটক যাবেন ব্রাজিলে৷ তাঁদের একটা অংশ অপ্রাপ্তবয়স্ক পতিতাদের দিকে ঝুঁকবে৷ তাই শুরু হয়েছে কম বয়সি পতিতা সরানোর কাজ৷

Prostitution Brasilien
ব্রাজিলের রাস্তায় এক যৌনকর্মীছবি: Yasuyoshi Chiba/AFP/Getty Images

‘ভিরা ভিডা', অর্থাৎ ‘তোমার জীবন বদলাও' নামের বেসরকারি সংস্থাটি এ কাজই করছে সারা দেশে৷ সংস্থার কর্মী আদ্রিয়ানা ডি মোরাইস গভীর রাতে নামছেন রাস্তায়৷ তাঁর সঙ্গে আছে টাইনা৷ টাইনার বয়স এখন ১৮৷ ব্রাজিলে ১৮ বা তার বেশি বয়সি মেয়েদের জন্য পতিতাবৃত্তি আইনগতভাবে স্বীকৃত৷ তবে টাইনা এখন এ পেশায় নেই৷ যৌন নিপীড়নের শিকার হওয়ার পর ১০ বছর বয়সেই ঘর ছেড়েছিল সে৷ একটা সময় নানা বয়সের খদ্দেরদের যৌন ক্ষুধা মেটানোই হয়ে ওঠে তার পেশা৷ ‘ভিরা ভিডা' তার জীবন বদলে দিয়েছে৷ সুন্দরী, অষ্টাদশী টাইনা এখন হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী, অবসরে তার কাজ ১৮-র কম বয়সি পতিতাদের জীবন বদলানো৷

ব্রাজিল সরকারও নেমেছে কম বয়সি পতিতাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেশের ভাবমূর্তি ভালো করার কাজে৷ কয়েকদিন আগে ক্রীড়া সামগ্রীর জার্মান প্রতিষ্ঠান আডিডাসকেও এ কারণে একটি বিজ্ঞাপন বদলাতে হয়েছে৷ আডিডাসের একটি টি শার্টে ছিল একটা ফুটবল, তার পাশে বিকিনি পরা এক সুন্দরী রমনী৷ টি শার্টে রমনীর পাশে লেখা ছিল, ‘গোল করার অপেক্ষায় আছি৷' সুড়সুড়ি দেয়া এই মন্তব্যে আপত্তি জানায় ব্রাজিল সরকার৷ আডিডাস টি শার্টের সেই লেখা বদলাতে বাধ্য হয়েছে৷

রাস্তা, বিমান, বিমানবন্দর, বাস, ট্রেন, এমনকি অনেক হোটেলের দেয়ালেও সেঁটে দেয়া হয়েছে পতিতাবৃত্তি থেকে দূরে রেখে শিশুদের বাঁচানোর আহ্বান জানানো পোস্টার৷ বাস চালক এবং হোটেলের রিসেপশনিস্টদের পতিতাদের কাছে যাওয়া কিংবা দেহ ব্যবসায় জড়ানো থেকে দূরে রাখতে কঠোর করা হয়েছে আইন৷ বিভিন্ন শহরে চলছে কিশোরী পতিতা খুঁজে বের করার অভিযান৷

সরকার এবং কিছু বেসরকারি সংগঠনের তৎপরতায় পতিতাদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া৷ যৌন কর্মীদের অধিকার সংরক্ষণের সংগঠন ‘ডাভিডা'-র এক কর্মী পতিতাবৃত্তিতে বাধা সৃষ্টির চেষ্টার বিরোধিতা করতে গিয়ে বলেন, ‘‘বিশ্বকাপের সময় ব্রাজিলে অনেক পর্যটক আসবে৷ হোটেল, এয়ারলাইন্স, ব্যবসা প্রতিষ্ঠান- সবাই তখন টাকার পেছনে ছুটবে৷ এই সুযোগে পতিতারা কেন বাড়তি আয় করতে পারবে না? আমরাও অপ্রাপ্ত বয়স্কদের যৌন নিপীড়নের বিরুদ্ধে৷ কিন্তু সরকারতো মানব পাচার, প্রাপ্ত বয়স্কদের পতিতাবৃত্তিসহ অনেক কিছুকেই এক পাল্লায় ফেলছে৷ ''

এদিকে বিশ্বকাপ দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাঁরা ব্রাজিলে যাবেন তাঁদের জন্য সতর্কবার্তা উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট দিলমা রুসেফ৷ ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘বিশ্বকাপ দেখতে যাঁরা আসছেন তাঁদের স্বাগত জানাতে পেরে ব্রাজিল খুশি৷ তবে যৌন পর্যটনের বিরুদ্ধে লড়ার জন্যও ব্রাজিল প্রস্তুত৷''

এসিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ