‘তোমার জীবন বদলাও’– স্লোগানকে সামনে রেখে ব্রাজিলে চলছে অন্যরকম এক লড়াই৷ বিশ্বকাপের সময় ৬ লক্ষের মতো পর্যটক যাবেন ব্রাজিলে৷ তাঁদের একটা অংশ অপ্রাপ্তবয়স্ক পতিতাদের দিকে ঝুঁকবে৷ তাই শুরু হয়েছে কম বয়সি পতিতা সরানোর কাজ৷
বিজ্ঞাপন
‘ভিরা ভিডা', অর্থাৎ ‘তোমার জীবন বদলাও' নামের বেসরকারি সংস্থাটি এ কাজই করছে সারা দেশে৷ সংস্থার কর্মী আদ্রিয়ানা ডি মোরাইস গভীর রাতে নামছেন রাস্তায়৷ তাঁর সঙ্গে আছে টাইনা৷ টাইনার বয়স এখন ১৮৷ ব্রাজিলে ১৮ বা তার বেশি বয়সি মেয়েদের জন্য পতিতাবৃত্তি আইনগতভাবে স্বীকৃত৷ তবে টাইনা এখন এ পেশায় নেই৷ যৌন নিপীড়নের শিকার হওয়ার পর ১০ বছর বয়সেই ঘর ছেড়েছিল সে৷ একটা সময় নানা বয়সের খদ্দেরদের যৌন ক্ষুধা মেটানোই হয়ে ওঠে তার পেশা৷ ‘ভিরা ভিডা' তার জীবন বদলে দিয়েছে৷ সুন্দরী, অষ্টাদশী টাইনা এখন হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী, অবসরে তার কাজ ১৮-র কম বয়সি পতিতাদের জীবন বদলানো৷
ব্রাজিল সরকারও নেমেছে কম বয়সি পতিতাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেশের ভাবমূর্তি ভালো করার কাজে৷ কয়েকদিন আগে ক্রীড়া সামগ্রীর জার্মান প্রতিষ্ঠান আডিডাসকেও এ কারণে একটি বিজ্ঞাপন বদলাতে হয়েছে৷ আডিডাসের একটি টি শার্টে ছিল একটা ফুটবল, তার পাশে বিকিনি পরা এক সুন্দরী রমনী৷ টি শার্টে রমনীর পাশে লেখা ছিল, ‘গোল করার অপেক্ষায় আছি৷' সুড়সুড়ি দেয়া এই মন্তব্যে আপত্তি জানায় ব্রাজিল সরকার৷ আডিডাস টি শার্টের সেই লেখা বদলাতে বাধ্য হয়েছে৷
বাংলাদেশের যৌনকর্মীদের কথা
পৃথিবীর আদিম এক পেশা পতিতাবৃত্তি৷ বিশ্বের অধিকাংশ দেশেই চালু রয়েছে এই পেশা৷ বাংলাদেশও ব্যতিক্রম নয়৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, কেমন আছেন বাংলাদেশের যৌনকর্মীরা? এই ছবিঘরে তাঁদের অবস্থা কিছুটা ফুটিয়ে তোলা হয়েছে৷
ছবি: Getty Images
যেভাবে যৌনপল্লীতে আগমন
বাংলাদেশে অনেক ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে যৌনপল্লীতে হাজির হন মেয়েরা৷ প্রত্যন্ত অঞ্চলের অতিদরিদ্র্য পরিবারের সদস্যরা কখনো কখনো অর্থের লোভে মেয়েদের বিক্রি করে দেন বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক বার্তাসংস্থা৷ এছাড়া ভালোবাসার ফাঁদে ফেলে কিংবা বিদেশ যাওয়ার লোভ দেখিয়েও মেয়েদের যৌনপল্লীতে আনা হয়৷
ছবি: Getty Images/AFP/Munir uz ZAMAN
যৌনকর্মীদের জন্য ‘গরুর ট্যাবলেট’
ফরিদপুরের সরকার অনুমোদিত যৌনপল্লীর ছবি এটি৷ অভিযোগ রয়েছে, পল্লীর মালিক নতুন আসা যৌনকর্মীদের স্টেরয়েড ট্যাবলেট সেবনে বাধ্য করেন, যা সাধারণত গরুকে খাওয়ানো হয়৷ গরুর স্বাস্থ্য বাড়াতে ব্যবহার করা এই ট্যাবলেট মানুষের দেহের জন্য ক্ষতিকর৷
ছবি: M.-U.Zaman/AFP/GettyImages
অপ্রাপ্তবয়স্কদের জন্য ‘ইনজেকশন’
বাংলাদেশের এক যৌনপল্লীর মালিক রোকেয়া জানান, স্টেরয়েড ওষুধ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভালো কাজে দেয়৷ কিন্তু অপ্রাপ্তবয়স্ক, বিশেষ করে ১২ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের ক্ষেত্রে এটি কার্যকর নয়৷ অপ্রাপ্তবয়সিদের স্বাস্থ্য ভালো করতে বিশেষ ধরনের ইনজেকশন ব্যবহার করা হয় বলে জানান ৫০ বছর বয়সি রোকেয়া৷
ছবি: picture-alliance/ZUMA Press/M. Candela
অধিকাংশ যৌনকর্মী ‘স্টেরয়েড আসক্ত’
আন্তর্জাতিক উন্নয়নসংস্থা একশনএইড ইউকে এক সমীক্ষার ভিত্তিতে ২০১০ সালে জানায় যে, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ যৌনকর্মী ওরাডেক্সন বা অন্যান্য স্টেরয়েড ট্যাবলেট নিয়মিত গ্রহণ করে৷ তাঁদের গড় বয়স ১৫-৩৫ বছর৷ বাংলাদেশে দু’লাখের মতো যৌনকর্মী রয়েছে বলে ধারণা করা হয়৷
ছবি: picture-alliance/ZUMA Press/M. Candela
সচেতনতা সৃষ্টির উদ্যোগ
স্টেরয়েড ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালাচ্ছে একশনএইড৷ সংস্থাটির বাংলাদেশ অংশের কর্মকর্তা লুৎফুন নাহার জানিয়েছেন, ‘‘ওরাডেক্সন গ্রহণ করার পর শুরুতে মেয়েদের শরীরে চর্বির পরিমাণ বাড়তে থাকে৷ কিন্তু এটি নিয়মিত সেবন করলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চামড়ায় ক্ষতসহ বিভিন্ন রোগ দেখা দেয়৷’’
ছবি: GMB Akash
এইচআইভি সংক্রমণ
বাংলাদেশে যৌনকর্মীদের মধ্যে এইচআইভি সংক্রমণ বা এইডস রোগ হওয়ার খবর মাঝে মাঝে পত্রিকায় প্রকাশ হয়৷ তবে ঠিক কতজন যৌনকর্মী এইচআইভি আক্রান্ত তার হালনাগাদ কোনো হিসাব পাওয়া যায়নি৷ অনেকক্ষেত্রে কনডম ব্যবহারে খদ্দেরের অনীহা যৌনকর্মীদের মাঝে যৌনরোগ ছড়াতে সহায়ক হচ্ছে৷ (ফাইল ফটো)
ছবি: AP
‘অপ্রাপ্তবয়স্ক’ যৌনকর্মী
বাংলাদেশের যৌনপল্লীগুলোতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জোর করে যৌনকর্মী হিসেবে কাজ করানোর অভিযোগ রয়েছে৷ আর এই পেশায় যাঁরা একবার প্রবেশ করছেন, তাঁদের জীবনেও নানা ঝুঁকি থাকে৷ পতিতাপল্লীতে হামলার খবর কিন্তু মাঝেমাঝেই শোনা যায়৷ (ফাইল ফটো)
ছবি: M.-U.Zaman/AFP/GettyImages
শত বছরের পুরনো পল্লী উচ্ছেদ
মাদারিপুরের পতিতাপল্লীটি ছিল শত বছরের পুরনো৷ গত বছর এই পল্লী উচ্ছেদ করেছেন স্থানীয়রা৷ এমনকি পল্লীটি জোরপূর্বক উচ্ছেদ না করার হাইকোর্টের আদেশও এক্ষেত্রে উপেক্ষা করা হয়েছে৷ সেখানে পাঁচশ’র মতো যৌনকর্মী বাস করতেন৷ কিছুদিন আগে টাঙ্গাইলের একটি পতিতাপল্লীও বন্ধ করে দেয়া হয়েছে৷ এ রকম উচ্ছেদের আতঙ্কে রয়েছেন আরো অনেক যৌনকর্মী৷
ছবি: M.-U.Zaman/AFP/GettyImages
মধ্যপ্রাচ্যে ‘যৌনদাসী’ বাংলাদেশের মেয়েরা!
বাংলাদেশের বেশ কয়েক নারীকে মধ্যপ্রাচ্যে যৌনদাসী হিসেবে ব্যবহারের অভিযোগ উঠেছে৷ তাঁদের পাচার করে সিরিয়ায় নেয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক বার্তাসংস্থা৷ এ সব নারীকে ফিরিয়ে আনতে সরকারি উদ্যোগের কথা বলা হচ্ছে৷ তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন পতিতালয়েও বাংলাদেশি নারীদের জোরপূর্বক পতিতাবৃত্তিতে নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ আছে৷
ছবি: Getty Images/A. Joyce
9 ছবি1 | 9
রাস্তা, বিমান, বিমানবন্দর, বাস, ট্রেন, এমনকি অনেক হোটেলের দেয়ালেও সেঁটে দেয়া হয়েছে পতিতাবৃত্তি থেকে দূরে রেখে শিশুদের বাঁচানোর আহ্বান জানানো পোস্টার৷ বাস চালক এবং হোটেলের রিসেপশনিস্টদের পতিতাদের কাছে যাওয়া কিংবা দেহ ব্যবসায় জড়ানো থেকে দূরে রাখতে কঠোর করা হয়েছে আইন৷ বিভিন্ন শহরে চলছে কিশোরী পতিতা খুঁজে বের করার অভিযান৷
সরকার এবং কিছু বেসরকারি সংগঠনের তৎপরতায় পতিতাদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া৷ যৌন কর্মীদের অধিকার সংরক্ষণের সংগঠন ‘ডাভিডা'-র এক কর্মী পতিতাবৃত্তিতে বাধা সৃষ্টির চেষ্টার বিরোধিতা করতে গিয়ে বলেন, ‘‘বিশ্বকাপের সময় ব্রাজিলে অনেক পর্যটক আসবে৷ হোটেল, এয়ারলাইন্স, ব্যবসা প্রতিষ্ঠান- সবাই তখন টাকার পেছনে ছুটবে৷ এই সুযোগে পতিতারা কেন বাড়তি আয় করতে পারবে না? আমরাও অপ্রাপ্ত বয়স্কদের যৌন নিপীড়নের বিরুদ্ধে৷ কিন্তু সরকারতো মানব পাচার, প্রাপ্ত বয়স্কদের পতিতাবৃত্তিসহ অনেক কিছুকেই এক পাল্লায় ফেলছে৷ ''
এদিকে বিশ্বকাপ দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাঁরা ব্রাজিলে যাবেন তাঁদের জন্য সতর্কবার্তা উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট দিলমা রুসেফ৷ ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘বিশ্বকাপ দেখতে যাঁরা আসছেন তাঁদের স্বাগত জানাতে পেরে ব্রাজিল খুশি৷ তবে যৌন পর্যটনের বিরুদ্ধে লড়ার জন্যও ব্রাজিল প্রস্তুত৷''