1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু পতিতাবৃত্তি

২০ মে ২০১৪

‘তোমার জীবন বদলাও’– স্লোগানকে সামনে রেখে ব্রাজিলে চলছে অন্যরকম এক লড়াই৷ বিশ্বকাপের সময় ৬ লক্ষের মতো পর্যটক যাবেন ব্রাজিলে৷ তাঁদের একটা অংশ অপ্রাপ্তবয়স্ক পতিতাদের দিকে ঝুঁকবে৷ তাই শুরু হয়েছে কম বয়সি পতিতা সরানোর কাজ৷

Prostitution Brasilien
ব্রাজিলের রাস্তায় এক যৌনকর্মীছবি: Yasuyoshi Chiba/AFP/Getty Images

‘ভিরা ভিডা', অর্থাৎ ‘তোমার জীবন বদলাও' নামের বেসরকারি সংস্থাটি এ কাজই করছে সারা দেশে৷ সংস্থার কর্মী আদ্রিয়ানা ডি মোরাইস গভীর রাতে নামছেন রাস্তায়৷ তাঁর সঙ্গে আছে টাইনা৷ টাইনার বয়স এখন ১৮৷ ব্রাজিলে ১৮ বা তার বেশি বয়সি মেয়েদের জন্য পতিতাবৃত্তি আইনগতভাবে স্বীকৃত৷ তবে টাইনা এখন এ পেশায় নেই৷ যৌন নিপীড়নের শিকার হওয়ার পর ১০ বছর বয়সেই ঘর ছেড়েছিল সে৷ একটা সময় নানা বয়সের খদ্দেরদের যৌন ক্ষুধা মেটানোই হয়ে ওঠে তার পেশা৷ ‘ভিরা ভিডা' তার জীবন বদলে দিয়েছে৷ সুন্দরী, অষ্টাদশী টাইনা এখন হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী, অবসরে তার কাজ ১৮-র কম বয়সি পতিতাদের জীবন বদলানো৷

ব্রাজিল সরকারও নেমেছে কম বয়সি পতিতাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেশের ভাবমূর্তি ভালো করার কাজে৷ কয়েকদিন আগে ক্রীড়া সামগ্রীর জার্মান প্রতিষ্ঠান আডিডাসকেও এ কারণে একটি বিজ্ঞাপন বদলাতে হয়েছে৷ আডিডাসের একটি টি শার্টে ছিল একটা ফুটবল, তার পাশে বিকিনি পরা এক সুন্দরী রমনী৷ টি শার্টে রমনীর পাশে লেখা ছিল, ‘গোল করার অপেক্ষায় আছি৷' সুড়সুড়ি দেয়া এই মন্তব্যে আপত্তি জানায় ব্রাজিল সরকার৷ আডিডাস টি শার্টের সেই লেখা বদলাতে বাধ্য হয়েছে৷

রাস্তা, বিমান, বিমানবন্দর, বাস, ট্রেন, এমনকি অনেক হোটেলের দেয়ালেও সেঁটে দেয়া হয়েছে পতিতাবৃত্তি থেকে দূরে রেখে শিশুদের বাঁচানোর আহ্বান জানানো পোস্টার৷ বাস চালক এবং হোটেলের রিসেপশনিস্টদের পতিতাদের কাছে যাওয়া কিংবা দেহ ব্যবসায় জড়ানো থেকে দূরে রাখতে কঠোর করা হয়েছে আইন৷ বিভিন্ন শহরে চলছে কিশোরী পতিতা খুঁজে বের করার অভিযান৷

সরকার এবং কিছু বেসরকারি সংগঠনের তৎপরতায় পতিতাদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া৷ যৌন কর্মীদের অধিকার সংরক্ষণের সংগঠন ‘ডাভিডা'-র এক কর্মী পতিতাবৃত্তিতে বাধা সৃষ্টির চেষ্টার বিরোধিতা করতে গিয়ে বলেন, ‘‘বিশ্বকাপের সময় ব্রাজিলে অনেক পর্যটক আসবে৷ হোটেল, এয়ারলাইন্স, ব্যবসা প্রতিষ্ঠান- সবাই তখন টাকার পেছনে ছুটবে৷ এই সুযোগে পতিতারা কেন বাড়তি আয় করতে পারবে না? আমরাও অপ্রাপ্ত বয়স্কদের যৌন নিপীড়নের বিরুদ্ধে৷ কিন্তু সরকারতো মানব পাচার, প্রাপ্ত বয়স্কদের পতিতাবৃত্তিসহ অনেক কিছুকেই এক পাল্লায় ফেলছে৷ ''

এদিকে বিশ্বকাপ দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাঁরা ব্রাজিলে যাবেন তাঁদের জন্য সতর্কবার্তা উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট দিলমা রুসেফ৷ ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘‘বিশ্বকাপ দেখতে যাঁরা আসছেন তাঁদের স্বাগত জানাতে পেরে ব্রাজিল খুশি৷ তবে যৌন পর্যটনের বিরুদ্ধে লড়ার জন্যও ব্রাজিল প্রস্তুত৷''

এসিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ