1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিশু পর্নোগ্রাফি

২৪ জুন ২০১২

ফোটোডিএনএ - মাইক্রোসফট’এর তৈরি এই ছবি শনাক্তকারী সফটওয়্যারটি ব্যবহার করছে ফেসবুক আর হটমেল৷ ওয়েবসাইটে দেয়া শিশু পর্নোগ্রাফি বিষয়ক ছবি চিহ্নিত করে সেগুলো মুছে ফেলার কাজ করে ফোটোডিএনএ৷

ছবি: Reuters

সারা দুনিয়াতেই শিশু পর্নোগ্রাফির ঘটনা দিনদিন বেড়ে চলেছে৷ বিশেষ করে প্রযুক্তির উন্নয়নের কারণে অনাকাঙ্খিত ছবিগুলো ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ছড়িয়ে পড়ছে৷ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্ষেত্রে তেমন কিছু করতে পারছে না৷

কেননা শিশু পর্নোগ্রাফির একটা ছবি পাওয়ার পর সেটাকে বিভিন্ন ফরম্যাটে পরিবর্তন করে প্রকাশ করা হয়৷ ফলে নিরাপত্তা বাহিনী বা ওয়েবসাইট কর্তৃপক্ষ চাইলেও কোনো ছবি একেবারে মুছে ফেলতে পারে না৷

এই সমস্যার সমাধানে মাইক্রোসফট যুক্তরাষ্ট্রের ডারমাউথ কলেজের সহায়তায় ২০০৯ সালে ফোটোডিএনএ নামে একটি সফটওয়্যার তৈরি করে৷ এটি বিভিন্ন ফরম্যাটে থাকা একই ছবিগুলো চিহ্নিত করতে পারে৷

ফেসবুক আর হটমেল বর্তমানে এই সফটওয়্যার ব্যবহার করছে৷ যুক্তরাষ্ট্রের শিশু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ সংস্থা যেসব ছবিকে অনাকাঙ্খিত মনে করছে তার একটা ডাটাবেজ রয়েছে ফেসবুকের কাছে৷ ফলে ফেসবুকে আপলোড করা প্রতিটি ছবি ঐসব ছবির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে৷

বিশ্বের প্রথম দেশ হিসেবে হল্যান্ড ফোটোডিএনএ নিয়ে কাজ শুরু করেছে৷ তারা সফটওয়্যারটি পরীক্ষা করে দেখছে৷ যদি সফলতা পাওয়া যায় তাহলে আনুষ্ঠানিকভাবে সেটার ব্যবহার শুরু করবে হল্যান্ডের নিরাপত্তা বাহিনী৷

অধ্যাপক এরভিন ফন আইক এই পরীক্ষানিরীক্ষা দলের নেতৃত্ব দিচ্ছেন৷ তিনি বলেন, ফোটোডিএনএ সফটওয়্যারটি দিয়ে পুরোপুরি না হলেও অনেকখানি কাজ করা সম্ভব৷ অন্তত হল্যান্ডে বর্তমানে যে পদ্ধতি ব্যবহার করা হচ্ছে তার চেয়ে ভালো৷

তবে তিনি মনে করেন, বিশ্ব থেকে শিশু পর্নোগ্রাফির ঘটনা দূর করতে হলে সব দেশকে ফোটোডিএনএ ব্যবহার করতে হবে৷ তাহলে এক দেশ আরেক দেশের ডাটাবেজ ব্যবহার করতে পারবে৷ এতে করে অপরাধীদের ধরা সহজ হবে৷

গত মার্চ মাসে মাইক্রোসফট ঘোষণা দিয়েছে তারা বিশ্বের সব দেশের নিরাপত্তা বাহিনীকে ফোটোডিএনএ সফটওয়্যারটি বিনামূল্যে সরবরাহ করতে প্রস্তুত রয়েছে৷

এখন দেখা যাক সবাই এর প্রতি আগ্রহী হয় কীনা৷

প্রতিবেদন: শারলোটা লোমাস / জেডএইচ

সম্পাদনা: জুলফিকার আব্বানি / ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ