1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজঅস্ট্রেলিয়া

শিশু পাচার : অস্ট্রেলিয়ায় আটক ইন্দোনেশিয়ান পাচারকারী

২৩ জুলাই ২০২৪

ইন্দোনেশিয়া থেকে শিশুদের অস্ট্রেলিয়ায় নিয়ে দেহ ব্যবসায় জড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ৷

এক পুরুষের হাতে হাতকড়া পরানো
প্রতীকী ছবিছবি: Wavebreak Media LTD/IMAGO

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় পাঠানোর জন্য শিশুদের জোগাড় করার অভিযোগে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গ্রেপ্তার হয়েছেন এক নারী৷

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তির ওপর রয়েছে শিশু পাচারের একটি ধারার অভিযোগ, যার জন্য ২৫ বছরের কারাবাসের সাজা হতে পারে তার৷

মঙ্গলবার সিডনির একটি আদালতে তাকে পেশ করা হবে৷ ইন্দোনেশিয়া থেকে এক ১৭ বছর বয়সি কিশোরীকে সাথে নিয়ে আসার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, জানায় পুলিশ৷

শিশুদের যৌন নিপীড়নের বিরুদ্ধে এক নিপীড়িতের লড়াই

03:37

This browser does not support the video element.

জাকার্তা থেকে সিডনিতে ছড়িয়ে পাচার চক্র

ইন্দোনেশিয়ার অপরাধ তদন্ত কর্মকর্তা জুহানধানি রাহারদজো পুরো জাকার্তায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বলেন যে, অভিযুক্ত ব্যক্তি এর আগে বেশ কয়েকজন ইন্দোনেশীয় নারীকে পাচার করে সিডনিতে দেহ ব্যবসায় বাধ্য করেছে৷

২০২২ সালের ডিসেম্বরে পুলিশের কাছে তথ্য আসে যে বিদেশি নাগরিকদের অস্ট্রেলিয়ায় এনে এই কাজে যুক্ত করা হচ্ছে৷ তারপর, এই পাচারের তদন্ত করতে শুরু করে পুলিশ৷

মে মাসে অস্ট্রেলিয়ার পুলিশ সিডনির তিনটি যৌনপল্লীতে নয়জন নারীকে চিহ্নিত করে, যারা তাদের ভিসা শর্তাবলীর খেলাপ করে এখানে কাজ করছেন৷

জুহানধানি জানান, ২০১৯ সাল থেকে কার্যকর এই পাচার চক্র৷ ৫০জন ইন্দোনেশীয় কাজ করছেন ওই পাচার চক্রে৷ গ্রেপ্তারকৃত ব্যক্তি এই কাজ থেকে প্রায় ৫০০ মিলিয়ন রুপিয়াহ, অর্থাৎ প্রায় ৩৬ লাখ বাংলাদেশি টাকার সমান অর্থ আয় করেছেন৷

এই একই তদন্ত থেকে উঠে এসেছে ৩ এক৫ বছর বয়সি নারীর কথা, যিনি সিডনির একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জালিয়াতি করে ভর্তি করিয়ে দেন, যাতে তারা অস্ট্রেলিয়ায় আরো বেশি সময় থাকতে পারে৷

‘অবৈধ অ-নাগরিক' হিসেবে এই নারীকে আটক করে জাকার্তার একটি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে৷

এসএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ