যৌন হয়রানিতে শিক্ষক
১৬ জুলাই ২০১৪সন্দেহভাজন শিক্ষকদের একজন ইন্দোনেশিয়ার এবং অন্যজন ক্যানাডার নাগরিক৷ দেশে-বিদেশে স্কুলটির বেশ সুনাম রয়েছে৷ জাকার্তা পুলিশের মুখপাত্র রিকওয়ান্তো জানিয়েছেন, এই দুই শিক্ষককে আটকের আগে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷
অভিযোগ প্রমাণিত হলে ঐ শিক্ষকদের ১৫ বছর কারাভোগ করতে হতে পারে৷ এ বছরের এপ্রিলে মাসে ঐ স্কুলেই ৬ পরিচ্ছন্ন কর্মীর বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে৷ পরে তাদের গ্রেপ্তার করা হয়৷ কিন্তু আটক থাকা অবস্থাতেই সন্দেহভাজনদের একজন আত্মহত্যা করে৷ শিশু ধর্ষণের ঘটনায় পুরো দেশে সমালোচনার ঝড় ওঠে৷ সেসময় বেশ কিছুদিন সব পত্রিকার শিরোনাম হয়েছিল ঘটনাটি৷
এই ঘটনার পর বেশ কয়েকজন মা তাদের সন্তানদের উপর যৌন হয়রানির অভিযোগ আনেন ঐ স্কুলের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে৷ কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই অভিযোগ আমলে নেয়নি৷
আটক হওয়া ইন্দোনেশিয়ার শিক্ষকটি স্থানীয় এক অনলাইন পত্রিকাকে জানিয়েছেন, ‘‘পুলিশ যা জিজ্ঞাসা করেছে আমি সব সঠিক উত্তর দিয়ে তাদের সহযোগিতার চেষ্টা করেছি৷ কিন্তু তারা এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি৷''
এপিবি/জেডএইচ (এপি, ডিপিএ)