1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন হয়রানিতে শিক্ষক

১৬ জুলাই ২০১৪

ইন্দোনেশিয়ার এক আন্তর্জাতিক স্কুলে শিশুদের যৌন হয়রানির অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ৷ সোমবার গভীর রাতে রাজধানী জাকার্তা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে৷

Symbolbild Frustration Überforderung Schule
ছবি: Fotolia/michaeljung

সন্দেহভাজন শিক্ষকদের একজন ইন্দোনেশিয়ার এবং অন্যজন ক্যানাডার নাগরিক৷ দেশে-বিদেশে স্কুলটির বেশ সুনাম রয়েছে৷ জাকার্তা পুলিশের মুখপাত্র রিকওয়ান্তো জানিয়েছেন, এই দুই শিক্ষককে আটকের আগে সোমবার জিজ্ঞাসাবাদ করা হয়৷ প্রত্যক্ষদর্শীদের অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি৷

অভিযোগ প্রমাণিত হলে ঐ শিক্ষকদের ১৫ বছর কারাভোগ করতে হতে পারে৷ এ বছরের এপ্রিলে মাসে ঐ স্কুলেই ৬ পরিচ্ছন্ন কর্মীর বিরুদ্ধে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে৷ পরে তাদের গ্রেপ্তার করা হয়৷ কিন্তু আটক থাকা অবস্থাতেই সন্দেহভাজনদের একজন আত্মহত্যা করে৷ শিশু ধর্ষণের ঘটনায় পুরো দেশে সমালোচনার ঝড় ওঠে৷ সেসময় বেশ কিছুদিন সব পত্রিকার শিরোনাম হয়েছিল ঘটনাটি৷

সন্দেহভাজন শিক্ষকদের একজন ইন্দোনেশিয়ার এবং অন্যজন ক্যানাডার নাগরিকছবি: picture alliance/APA/picturedesk.com

এই ঘটনার পর বেশ কয়েকজন মা তাদের সন্তানদের উপর যৌন হয়রানির অভিযোগ আনেন ঐ স্কুলের কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে৷ কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই অভিযোগ আমলে নেয়নি৷

আটক হওয়া ইন্দোনেশিয়ার শিক্ষকটি স্থানীয় এক অনলাইন পত্রিকাকে জানিয়েছেন, ‘‘পুলিশ যা জিজ্ঞাসা করেছে আমি সব সঠিক উত্তর দিয়ে তাদের সহযোগিতার চেষ্টা করেছি৷ কিন্তু তারা এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো প্রমাণ হাজির করতে পারেনি৷''

এপিবি/জেডএইচ (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ