মানবাধিকার থেকে ইরান সহ বিবিধ বিষয় নিয়ে বৈঠক করলেন তিন দেশের রাষ্ট্রপ্রধান।
বিজ্ঞাপন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। বৈঠকে তিন দেশের সম্পর্কের উন্নতির কথা যেমন আলোচিত হয়েছে, তেমনই উঠে এসেছে মানবাধিকার এবং পরিবেশ সংক্রান্ত বিষয়।
বৈঠকে তিন রাষ্ট্রপ্রধানই একটি বিষয়ে সহমত হয়েছেন, চীনের সংস্থা ইউরোপে এবং ইউরোপের সংস্থা চীনে যেন ভালো পরিবেশে কাজ করতে পারে। কাজের ক্ষেত্রে কাউকে যেন কোনো সমস্যায় পড়তে না হয়। একইসঙ্গে ইউরোপের সঙ্গে চীনের এয়ার লিঙ্ক ফের চালু করার প্রস্তাবও উঠে এসেছে বৈঠকে।
শতবর্ষে চীনের কমিউনিস্ট পার্টি
১৯২১ থেকে ২০২১, শতবর্ষে পৌঁছে কীভাবে ভাবছে চীনের কমিউনিস্ট পার্টি, দেখুন এই ছবিঘরে...
ছবি: Thomas Peter/Reuters
যেভাবে উদযাপন করবে চীন
বৃহস্পতিবার শতবর্ষে পা রাখলো চীনের কমিউনিস্ট পার্টি বা সিসিপি৷ এই উপলক্ষে সাজ সাজ রব গোটা চীনজুড়ে৷ দলের নেতৃত্বের সাফল্যের কাহিনী আঁকা নানা ফেস্টুন=ব্যানারে ছেয়ে গেছে গোটা দেশ৷ সোমবার থেকে বেইজিঙের জাতীয় স্টেডিয়ামে চলছে নানা ধরনের অনুষ্ঠান৷
ছবি: Noel Celis/AFP/Getty Images
দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির পরেই বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল চীনের সিসিপি৷ ২০১৯ সালে এই দলের সদস্য সংখ্যা ছিল নয় কোটি ১৯ লাখ৷ ১৯৪৯ সালে গৃহযুদ্ধের পর থেকেই দেশটির শাসনে রয়েছে এই দল৷
ছবি: Ng Han Guan/AP/picture alliance
সিসিপির হাতে চীন
সিসিপির আমলে চীন প্রত্যক্ষ করেছে বহু যুদ্ধ, অনাহার ও সামাজিক বদল৷ গত ২০ বছরে লাখ লাখ চীনা নাগরিক দারিদ্র্য থেকে বের হয়ে আসতে পেরেছেন৷ আর্থসামাজিক ভাঙাগড়া চীনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি করে তুলেছে৷
ছবি: Aly Song/REUTERS
সমালোচনা
সাফল্যের স্বীকৃতি এলেও বিশ্বজুড়ে বারবার সমালোচিত হয়েছে চীনা কমিউনিস্ট পার্টি নেতৃত্বের নানা সিদ্ধান্ত৷ সাম্প্রতিক সময়ে, প্রেসিডেন্ট শি জিনপিঙের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দেখা গেছে এই প্রবণতা৷
ছবি: Aly Song/REUTERS
সিসিপির সমালোচিত কিছু ইস্যু
হংকঙে গণতন্ত্রপন্থিদের প্রতি সিসিপির মনোভাব, উইগুর মুসলিমদের প্রতি রাষ্ট্রের আচরণ, দক্ষিণ চীন সাগরে চীনা নজরদারী - সব ক্ষেত্রেই সিসিপির ভূমিকা বিশ্বে সমালোচনার সম্মুখীন হয়েছে৷ কিন্তু তা আদৌ আমল পায়নি পার্টির অন্দরমহলে৷
ছবি: Thomas Peter/Reuters
ইতিহাসের পুনর্গঠন
ফেব্রুয়ারিতে জিনপিং ‘এ ব্রিফ হিস্ট্রি অফ দ্য কমিউনিস্ট পার্টি অফ চাইনা’ প্রকাশ করেন যা ৫০০ পাতা দীর্ঘ পার্টির ইতিহাসের দলিল৷ বিশেষজ্ঞদের মত, এই দলিল আসলে সরকারের দুর্বলতা লুকিয়ে সাফল্যের দিকে জোর দেয়৷ তিয়েনআনমেন স্কয়ার বা অনাহারের মতো সময়ের উল্লেখ সেখানে খুবই কম, বরং শি জিনপিঙের দৃঢ় নেতৃত্বের কথাই বেশি৷
ছবি: Thomas Peter/Reuters
বিশ্বে চীনকে উপস্থাপন যেভাবে
বিশেষজ্ঞদের মতে, শি জিনপিঙের অন্যতম লক্ষ্য হচ্ছে চীনকে এমনভাবে উপস্থাপন করা, যাতে করে বিশ্বে দেশটি একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে বিবেচিত হয়৷ এমন শক্তি, যাকে কোনো অর্থনৈতিক ধাক্কা বা অতিমারি, কোনো কিছুই নোয়াতে পারে না৷ বিশেষ করে, পশ্চিমা দেশগুলির চীন সম্পর্কিত ধারণাকে উড়িয়ে দিয়ে নিজের বিকল্প ধারণা প্রতিষ্ঠা করতে সিসিপির শতবর্ষকে ব্যবহার করছে সরকার, বলছেন তারা৷
ছবি: Thomas Peter/Reuters
7 ছবি1 | 7
ফরাসি মুখপাত্র দাবি করেছেন, এই সমস্ত আলোচনার পাশাপাশি মানবাধিকার নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে বৈঠকে। জার্মানি এবং ফ্রান্স দুই দেশের রাষ্ট্রপ্রধানই উইঘুর মুসলিমদের উপর অত্যাচার এবং জোর করে কাজ করানোর প্রসঙ্গটি উত্থাপন করেছেন। চীনের একনায়কতান্ত্রিক মনোভাব নিয়েও শি জিনপিংকে জানিয়েছেন তারা। এসেছে হংকং প্রসঙ্গ। তবে চীনের প্রধান উত্তরে কী বলেছেন, তা জানা যায়নি।
বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। চীনের প্রশাসন কয়লার সংস্থাগুলিকে যেন সমর্থন না করে, তা নিয়ে শি জিনপিংয়ের কাছে আবেদন করেছেন ম্যার্কেল এবং মাঁক্রো। পাশাপাশি কার্বন এমিশন নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে ইরান প্রসঙ্গও উঠেছিল বলে জানা গেছে। নতুন করে পরমাণু চুক্তিতে কীভাবে ইরানকে ফেরানো যায়, তা নিয়ে তিন দেশের রাষ্ট্রপ্রধানই নিজেদের মতামত আলোচনা করেছেন।
কিছুদিনের মধ্যেই গ্লাসগোয় কপ ২৬ এর বৈঠক শুরু হবে। তারপর রোমে জি২০-র বৈঠক হওয়ার কথা। তার আগে তিন দেশের বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।