1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসৌদি আরব

শি জিনপিং রিয়াদে, বৈঠক আরব নেতাদের সঙ্গে

৮ ডিসেম্বর ২০২২

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনদিনের সফরে রিয়াদ গেলেন। সেখানে তিনি চীন-আরব শীর্ষ বৈঠকে অংশ নেবেন।

ছবি: Saudi Press Agency/AP/picture alliance

গালফ কোঅপারেশন কাউন্সিলের(জিসিসি) বৈঠকেও অংশ নেবেন শি। জিসিসি-তে আছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও আমিরাত।

করোনার পর এই প্রথমবার সৌদি আরবে গেলেন শি জিনপিং

দুই দেশের কর্মকর্তারা কী বলছেন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিম বলেছেন, এই সফর হলো, চীন ও সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড় ও সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রয়াস। দুই দেশের সম্পর্কের ইতিহাসে যা খুবই বড় বিষয় বলে চিহ্নিত হবে।

সৌদির এনার্জি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান বলেছেন, সৌদি আরব চীনের বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য বন্ধু দেশ হয়ে থাকবে। দুই দেশের সম্পর্ক দ্রুত এগিয়ে যাবে।

চীন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি অশোধিত তেল আমদানিকারী দেশ। জন্য তারা অনেকটাই সৌদির উপর নির্ভরশীল। প্রতিবছর হাজার হাজার কোটি ডলারের তেল তারা সৌদি থেকে কেনে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ২০০৫ থেকে ২০২০-র মধ্যে আরব দুনিয়ায় চীন যে বিনিয়োগ করেছে, তার ২০ শতাংশ হয়েছে সৌদিতে। সৌদির মিডিয়া রিপোর্ট বলছে, শি জিনপিংয়ের সফরের সময় রিয়াদে তিন হাজার কোটি ডলারের বিনিয়োগ সংক্রান্ত চুক্তিতে সই করবে চীন।

সাবধান করলো অ্যামেরিকা

হোয়াইট হাউসের সুরক্ষা সংক্রান্ত মুখপাত্র জন কিরবি বলেছেন, অ্যামেরিকার কাছে রিয়াদ খুবই গুরুত্বপূর্ণ বন্ধু দেশ। চীন সেখানে ও বিশ্বের অন্যত্র যেভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তার উপর অ্যামেরিকা নজর রাখছে।

কিরবি বলেন, চীন ও সৌদি যে সব বিষয় নিয়ে, যেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তা আন্তর্জাতিক দুনিয়ায় ফলপ্রসূ হবে না। কিরবি এটাও জানিয়েছেন, দেশগুলি ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে একজনকে বেছে নেবে, সেই প্রত্যাশা তাদের নেই।

জিএইচ/এসজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ