1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিপলসব্লগবিডি ডটকম

আরাফাতুল ইসলাম১৯ নভেম্বর ২০১২

শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে আরো একটি বাংলা ব্লগ৷ পিপলসব্লগবিডি ডটকম নামের্ এই কমিউনিটি সাইটটির পরীক্ষামুলক সংস্করণ ইতিমধ্যে চালু হয়েছে৷ ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতা জয়ী ব্লগার আবু সুফিয়ান এর সংগঠক৷

ছবি: peoplesblogbd.com

পিপলসব্লগবিডি ডটকম৷ নতুন এক কমিউনিটি ব্লগ ঠিকানা৷ এখনো শুরু হয়নি আনুষ্ঠানিক যাত্রা৷ তবে ইতিমধ্যে সাইটটিতে নিবন্ধিত ব্লগের সংখ্যা আড়াইশ' ছাড়িয়েছে৷ নিবন্ধনের তালিকায় রয়েছে একদল সাংবাদিকের নাম, যারা মূলত অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচিত৷ আর এই দলে অতি পরিচিত মুখটি আবু সুফিয়ান৷ অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পরিচিত এই সাংবাদিক এবং ব্লগার ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতার রিপোটার্স উইদাআউট বডার্স বিভাগে জুরি অ্যাওয়ার্ড জয় করেছেন৷ পিপলসব্লগ বিডি ডটকম সম্পর্কে তিনি বলেন, ‘‘ বেশ কয়েকজন সাংবাদিক, ছাত্র এবং পেশাজীবীর সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে পিপলসব্লগ৷ এটাকে আমরা ঢাকা থেকে পরিচালনা করছি৷ ''

BM/191112/Interview: Abu Sufian on peoplesblogbd.com - MP3-Mono

This browser does not support the audio element.

পিপলসব্লগের মুল ‘অর্গানাইজার' আবু সুফিয়ান৷ বাংলাদেশে বেশ কয়েকটি কমিউনিটি বাংলা ব্লগ থাকা সত্ত্বেও আরোকটির প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ যারা নানা ধরনের অসঙ্গতি, অনিয়ম এবং দুর্নীতি নিয়ে ভাবেন এবং লেখালেখি করতে চান, তাদের জন্য এই প্ল্যাটফর্ম গড়ে তুলছি আমরা৷ আমরা পিপলসব্লগের মাধ্যমে বাংলাদেশে অনুসন্ধানী ব্লগিংয়ের একটি ক্ষেত্র তৈরি করতে চাই৷''

পিপলসব্লগের আনুষ্ঠানিক উদ্বোধন এখনো হয়নি৷ তবে এই মুহূর্ত সাইটটি ঘষামাজার কাজ চলছে বলে জানান সুফিয়ান৷ আগামী মাসনাগাদ এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আশাও প্রকাশ করেন তিনি৷

তবে উদ্বোধন না হলেও ইতিমধ্যে কয়েকটি নিবন্ধ প্রকাশ করেছে পিপলসব্লগ৷ ক্রিকেট তারকা সাকিব আল-হাসান শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন এবং সম্ভাব্য কনে একজন অ্যামেরিকা প্রবাসী বাংলাদেশি - এরকম এক তথ্য প্রকাশ করে বেশ আলোচনায় আছে সাইটটি৷ এই বিষয়ে অবশ্য গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি সাকিব আল-হাসান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ