শীতকালীন অধিবেশন
২৬ জানুয়ারি ২০১৩আগামীকাল রবিবার জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন বসছে৷ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ জানান, এই অধিবেশনে যোগ দেয়ার জন্য তারা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন৷ কিন্তু সরকারের সাম্প্রতিক আচরণে তারা আরো হতাশ হয়ে পড়েছেন৷ সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিবকে কারাগারে আটক রেখেছে৷
একই ধরনের কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক৷ তিনি বলেন, সরকারই চায় না, বিরোধী দল সংসদে যাক৷ আর এ কারণেই তারা দলের চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকেও মিথ্যা মামলায় হয়রানি করছে৷ তিনি বলেন, যদি সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ব্যবস্থা না নেয়, তাহলে তারা প্রয়োজনে সংসদ থেকে পদত্যাগ করবেন৷
ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, তাঁরা সংসদের এই অধিবেশনে যাচ্ছেন না৷ তবে সংসদ থেকে পদত্যাগের সময় এখনো আসেনি৷
এই দুই নেতাই বলেন, তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে বাধ্য করা হবে৷