1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিকের আগে পুটিনের ‘উষ্ণতা'

২৩ ডিসেম্বর ২০১৩

শুক্রবার মুক্তি পেয়েছিলেন ধনকুবের মিখাইল খদরভস্কি৷ সোমবার পুসি রায়ট ব্যান্ড দলের সদস্যা মারিয়া আলিয়খিনাকেও মুক্তি দিয়েছেন ভ্লাদিমির পুটিন৷ আলিয়খিনা অবশ্য মনে করেন, পুটিনের এই উদারতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত৷

Michail Chodorkowski Berlin 22.12.2013
ছবি: John Macdougall/AFP/Getty Images

তেল ব্যবসায়ী মিখাইল খদরভস্কি প্রায় দশ বছর জেল খেটেছেন রাশিয়ায়৷ অর্থ কেলেঙ্কারির অভিযোগে ২০০৩ সাল থেকে কারাবন্দি এই ধনকুবেরের ২০১৪ সালের আগস্টে এমনিতেই মুক্তি পাওয়ার কথা ছিল৷ কিন্তু শাস্তির মেয়াদ শেষ হওয়ার ৮ মাস আগে তাঁকে মুক্তি দেয় পুটিন সরকার৷ বিশ্লেষকরা মনে করেন, আগামী ফেব্রুয়ারিতে রাশিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের আগে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার পদক্ষেপ হিসেবেই মিখাইল খদরভস্কিকে মুক্তি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷

মুক্তি পাবার পরই জার্মানিতে চলে এসেছেন খদরভস্কি৷ তাঁর বাবা-মা অনেক দিন ধরে জার্মানির রাজধানী বার্লিনে বসবাস করছেন৷ ছেলেও চলে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে৷ পরিবারের সবার সঙ্গে সময় কাটাতেই শনিবার বার্লিনে এসেছেন খদরভস্কি৷ বার্লিন ওয়াল মিউজিয়ামের জনাকীর্ণ সংবাদ সম্মেলনে রুশ ধনকুবের জানান, এক বছরের ভিসা নিয়ে এসেছেন বলে এক্ষুনি রাশিয়ায় ফিরে যাওয়ার কোনো তাড়া নেই তাঁর৷ তাঁকে মুক্ত করার ব্যাপারে ভূমিকা রাখার জন্য সংবাদ মাধ্যম, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হান্স-ডিয়েট্রিশ গেনশার এবং চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি৷

পুসি রায়ট সদস্যের মুক্তি

পাঙ্ক ব্যান্ড সংগীত দল পুসি রায়টের তিন সদস্য ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে মস্কোর একটি গির্জায় ভ্লাদিমির পুটিনের সমালোচনা করে গান গেয়েছিলেন৷ পুসি রায়টের এক সদস্য ওই গানের ভিডিও প্রকাশ করার পর তিনজন শিল্পীকে গ্রেপ্তার করা হয়৷ আদালত তাঁদের দু বছরের কারাদণ্ড দিয়েছিল৷ তিন মাস পর, অর্থাৎ আগামী মার্চ মাসে তাঁদের মুক্তি পাওয়ার কথা৷ এ অবস্থায় তাঁকে মুক্তি দেওয়ায় মারিয়া আলিয়খিনা বলেছেন, ‘‘মানবিক কারণে মুক্তি দেয়া হয়েছে বলে আমার মনে হয় না৷ উপায় থাকলে আমি এ মুক্তির আদেশ প্রত্যাখ্যান করতাম৷''

এসিবি/জেডএইচ (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ