শীতকালীন অলিম্পিকে জার্মানির সাফল্য
১৬ ফেব্রুয়ারি ২০১০১৯২৪ সালে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার পর থেকে সম্মিলিত পদক তালিকার শীর্ষে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও তারপর রাশিয়া৷ মঙ্গলবার বায়াথলনে জার্মানির মাগডালেনা নয়নার-এর জয়ের ফলে জার্মানির ভাণ্ডারে সব মিলিয়ে ১২১টি স্বর্ণপদক জমা হল – যা রাশিয়ার তুলনায় বেশী৷ ২১টি শীতকালীন অলিম্পিকের আসরে জার্মানি সব মিলিয়ে ১২১টি স্বর্ণ, ১২০টি রৌপ্য ও ৯৫টি ব্লোঞ্জ পদক পেয়েছে৷ এর পরেই যথাক্রমে রাশিয়া ও নরওয়ের স্থান৷
শীতকালীন অলিম্পিকে বায়াথলন বেশ কঠিন এক ক্ষেত্র৷ ১০ কিলোমিটার ক্রস-কান্ট্রি স্কিইং এবং রাইফেল শুটিং – এই দুটি ক্ষেত্রেই পর পর অংশ নিতে হয় অ্যাথলিটদের৷ নরওয়ের সৈন্যদের অনুশীলনের সময় এই দুটি ক্ষেত্রে পারদর্শিতার পরীক্ষা নেওয়া হত৷ সেখান থেকেই বায়াথলনের জন্ম৷
জার্মানির ২৩ বছর বয়স্ক অ্যাথলিট মাগডালেনা নয়নার মঙ্গলবার স্কিইং-র ক্ষেত্রে ভালোই ফলাফল করলেও শুটিং করতে গিয়ে দু'বার ভুল করে ফেলেছিলেন৷ কিন্তু সামগ্রিক ফলাফল অত্যন্ত ভালো হওয়ায় জয়ের স্বাদ পেয়েছেন তিনি৷
প্রতিবেদক: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আরাফাতুল ইসলাম