1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালের জনপ্রিয় ইভেন্ট ফিগার স্কেটিং

২৫ জানুয়ারি ২০১০

আমাদের দেশে ক্রিকেট ফুটবল ছাড়াও আরও বেশ কিছু খেলা রয়েছে যেগুলো মূলত এখানকার জলবায়ু ও আবহাওয়ার কারণে প্রচলিত ও জনপ্রিয়৷ তেমনি শীতপ্রধান দেশগুলোতেও তাদের নিজস্ব কিছু খেলা রয়েছে যেগুলো বিশ্বব্যপী বেশ জনপ্রিয়৷

লিফটিং পজিশনে একটি জুটিছবি: picture-alliance/ dpa

আইস স্কেটিং এর নাম নিশ্চয়ই শুনেছেন, টেলিভিশনে শীতকালীন অলিম্পক যারা দেখে থাকেন তারা এই ইভেন্টটির সঙ্গে বেশ পরিচিত৷ এই আইস স্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় ইভেন্টটি হচ্ছে ফিগার স্কেটিং৷ তার আগে একটু বলে নিই স্কেটিং এর জন্য কি প্রয়োজন হয়৷ সবার আগে যেটা দরকার সেটা হলো স্কেটিং এর জুতা যাকে বলা হয় স্কেট৷ সাধারণ স্কেটে যেখানে জুতার নীচে চাকা লাগানো থাকে সেখানে আইস স্কেটে লাগানো থাকে সরু লম্বা একটি ব্লেড৷ এই ব্লেডের ওপর ভর করেই স্কেটাররা বরফের ওপর নেচে বেড়ান, বিভিন্ন শারীরিক কসরত দেখান৷ সাধারণ আইস স্কেটারদের চেয়ে আইস ড্যান্সারদের স্কেটের ব্লেডটি পেছন দিকে এক ইঞ্চি কম থাকে৷ ড্যান্সাররা যাতে দ্রুত তালে শরীর নাচাতে পারেন সেজন্যই ব্লেডটি একটু ছোট হয়৷

এই ধরনের মোহনীয় ভঙ্গিমায় সত্যিই চোখ জুড়িয়ে যায়ছবি: dpa

এবার ফিগার স্কেটিংএর কথায় ফিরে আসি৷ ফিগার স্কেটিং এ মূলত তিন ধরণের প্রতিযোগিতা হয়ে থাকে৷ সিঙ্গেল, পেয়ার স্কেটিং যাতে একজন নারী এবং পুরুষ একসঙ্গে স্কেটিং করেন এবং আইস ড্যান্সিং৷ আইস ড্যান্সিং-এ একজন নারী এবং পুরুষ একসঙ্গে স্কেটিং করেন, তবে সেখানে শারীরিক কসরতের চেয়ে নাচের মুদ্রাই প্রাধান্য পায়৷ এছাড়া রয়েছে সিনক্রোনাইজড স্কেটিং বা দলগত স্কেটিং যেখানে ১২ থেকে ২০ জন প্রতিযোগী একসঙ্গে বরফের ওপর নেচে নেচে বিভিন্ন ডিসপ্লে করে থাকেন৷

আকর্ষণীয় ফিগারের পাশাপাশি দুর্দান্ত ফিটনেস প্রয়োজন ফিগার স্কেটিং এছবি: AP

ফিগার স্কেটিং এ প্রতিযোগিরা যা করে দেখান সেগুলো হলো জাম্প, স্পিন, লিফট, স্টেপ, টার্ন এবং স্পাইরাল৷ বলাই বাহুল্য, শারীরিকভাবে অত্যন্ত ফিট হতে হয় একজন ফিগার স্কেটারকে৷ একইসঙ্গে তার থাকতে হয় বরফের ওপর ভারসাম্য বজায় রাখার দুর্দান্ত কৌশল৷ মাত্র দুটি সরু ব্লেডের ওপর ভর করে কখনো মিউজিক ছাড়া, কখনোবা মিউজিকের তালে তালে বরফের ওপর সুন্দর ফিগারের একজন প্রতিযোগী যখন নেচে বেড়ান, তখন তা সত্যিই হয়ে ওঠে দেখার মত৷ শীতকালীন অলিম্পিকের অন্যতম জনপ্রিয় ইভেন্ট হচ্ছে এই ফিগার স্কেটিং৷ প্রতিযোগীদের দক্ষতা বিচার করে বিচারকরা তাদেরকে মার্কস দিয়ে থাকেন৷ জিমন্যাস্টিকসে যেমন সর্বোচ্চ নাম্বার হচ্ছে ১০, ফিগার স্কেটিং এ সর্বোচ্চ নাম্বার হচ্ছে ছয়৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ