1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালের জন্য ৯০% গ্যাস সংরক্ষিত আছে জার্মানির

২১ সেপ্টেম্বর ২০২২

জার্মানির ভাইস চ্যান্সেলর ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী রোব্যার্ট হাবেক রাশিয়ার গ্যাস ছাড়াই আসন্ন শীতকাল ‘ভালভাবে' কেটে যাবে বলে আশা করছেন৷ নভেম্বরের মধ্যে চাহিদার ৯৫ শতাংশ গ্যাস সংরক্ষণ করে রাখতে চায় জার্মানি৷

Deutschland | Schwesig und Habeck am Energiestandort Lubmin
জার্মানির ভাইস চ্যান্সেলর ও অর্থনীতি বিষয়ক মন্ত্রী রোব্যার্ট হাবেকছবি: Stefan Sauer/dpa/picture alliance

এখনই ৯০ শতাংশ গ্যাস সংরক্ষিত আছে বলে জানিয়েছে ইউরোপীয় এনার্জি ডাটা প্ল্যাটফর্ম ‘অ্যাগ্রেগেটেড গ্যাস স্টোরেজ ইনভেন্টরি'৷

হাবেক সোমবার বলেন, ‘‘যদি সবকিছু ঠিক থাকে, জার্মানিতে সংরক্ষিত গ্যাসের পরিমাণ বেশি থাকে এবং আমাদের আবহাওয়া ভাগ্য যদি একটু ভাল হয় তাহলে শীতকালটা ভালভাবে কাটিয়ে দেয়ারসুযোগ আছে৷''

‘‘এর মানে এই যে, শীতের শেষে সংরক্ষিত গ্যাসের পরিমাণ একেবারে শেষ হয়ে যাবে৷ এক্ষেত্রে পুরোপুরি শেষ হয়ে যাবে, কারণ আমরা সব গ্যাস ব্যবহার করে ফেলব,'' সতর্ক করে বলেন তিনি৷

ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা দেয়৷ এর প্রতিক্রিয়ায় রাশিয়া মাঝেমধ্যে ইউরোপে গ্যাস রপ্তানিতে বন্ধ করে দিচ্ছে৷ যেমন এ মাসের শুরুতে যন্ত্রপাতির সমস্যা দেখিয়ে নর্ড স্ট্রিম এক পাইপলাইনের মাধ্যমে পশ্চিম ইউরোপে গ্যাস রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া৷ কবে থেকে আবার সেটি চালু হবে তা এখনও জানায়নি তারা৷

ছবি: Stefan Sauer/dpa/picture alliance

যুদ্ধ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের গ্যাসের প্রায় ৪০ শতাংশ আসত রাশিয়া থেকে৷

জার্মান সরকার বলছে, বার্লিন ইউক্রেনকে সমর্থন করায় রাশিয়া গ্যাস সরবরাহকে ‘অস্ত্র' হিসেবে ব্যবহার করছে৷

রাশিয়া ছাড়াও নরওয়ে, নেদারল্যান্ডস ও বেলজিয়াম থেকে পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস পেয়ে থাকে জার্মানি৷

এই সপ্তাহান্তে সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে এলএনজি কেনার চুক্তি করতে পারে জার্মানি৷

এছাড়া ফ্রান্সের জ্বালানি নিয়ন্ত্রণ সংস্থা সিআরই বলছে, আগামী মাসে জার্মানিতে গ্যাস রপ্তানি শুরু হতে পারে৷

এ সপ্তাহেই জার্মানিতে একটি এলএনজি টার্মিনাল নির্মাণের কাজ শুরু হওয়ার কথা৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ