1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবসাদ কাটাতে আলোর উৎসব

২২ মার্চ ২০১৯

ইউরোপের উত্তরাঞ্চলে শীতকাল দীর্ঘ ও অন্ধকারে আচ্ছন্ন এক সময়৷ অবসাদ কাটিয়ে মানুষকে চাঙ্গা করে তুলতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন আলোর উৎসবের আয়োজন করছে৷ অভিনব ইনস্টলেশনে ভরে যাচ্ছে গোটা শহর৷

ছবি: Martin Ersted

গোটা কোপেনহেগেন শহর ‘লাইট আর্ট গ্যালারি'-তে রূপান্তরিত হয়৷ বছরের সবচেয়ে অন্ধকার সপ্তাহগুলিতে ডেনমার্কসহ গোটা বিশ্বের শিল্পীরা সেখানে তাঁদের ইনস্টলেশন আর্ট তুলে ধরেন৷ ফলে শীতকালেও রাজধানী শহর অসংখ্য পর্যটক আকর্ষণ করে৷ কেউ নাটকীয় ও স্বপ্নময় এই উৎসব সত্যি পছন্দ করেন৷ কেউ বা বছরের এই সময়ে বাইরে বেরিয়ে আলোকিত শহর দেখে মুগ্ধ হন৷

শীতের অবসাদ কাটাতে ডেনমার্কের শিল্পী মাডস ভেগাস ‘ইটারনাল শোডাউন’ নামের শিল্পকর্ম সৃষ্টি করেছেন৷ সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোপেনহেগেন বন্দরে ১৪০টিরও বেশি নিওন বাল্ব সবকিছু আলোকিত করে রাখে৷ মাডস বলেন, ‘‘কোপেনহেগেন শহরের নাগরিকদের জন্য এবারের শীতকালের শেষে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে উষ্ণ এই আলো থাকছে৷ এটি মনে করিয়ে দিচ্ছে, যে আমরা অন্ধকার পর্যায় পেছনে ফেলে এসেছি৷ সূর্য শীঘ্র ফিরে আসছে৷’’

শীতের অন্ধকারেও উষ্ণতা আনছে আলোর উৎসব

03:37

This browser does not support the video element.

সবুজ লেজার রশ্মি এই আলোক উৎসবের প্রতীক৷ এই নিয়ে দুবার কোপেনহেগেন শহরে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে৷ গোটা শহরজুড়ে ইনস্টলেশন সাজানো হয়েছিল৷ তবে বিশাল ব্যয়বহুল আলোকসজ্জার বদলে রুচিসম্মত শিল্পকর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ ডেনিশ সত্তার সঙ্গে এই মনোভাব খাপ খেয়ে যায়৷ আলোর ক্ষেত্রেও সেই সংযম চোখে পড়ে৷ আলোর উৎসবের আয়োজক কাটিয়া ট্যুসট্রুপ বলেন, ‘‘বায়ুদূষণ এড়াতে, প্রাণীদের বিরক্ত না করতে এবং আমাদের ঘুমের ছন্দ নষ্ট না করতে অনেক বছর ধরে ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকু আলো থাকতো – বাকিটা অন্ধকার রাখা হতো৷ অন্ধকারের প্রতি শ্রদ্ধা রেখেই আলো সৃষ্টি করা হতো৷’’

কোপেনহেগেন শহরের জনপ্রিয় টিভোলি পার্কও আলোর উৎসবে মেতে উঠেছিল৷ ডেনমার্কের লেখক হান্স ক্রিস্টিয়ান আন্ডারসেনের রূপকথার গল্প থেকে প্রেরণা নিয়ে অরিগামি হাস সৃষ্টি করা হয়েছিল৷ দিনে বেশ কয়েকবার আকাশে কৃত্রিমভাবে লেজারের মাধ্যমে অরোরা বোরিয়ালিস ফুটিয়ে তোলা হয়েছিল৷

নববর্ষ থেকে ইস্টারের সময় পর্যন্ত সাধারণত এই পার্ক বন্ধ থাকে৷ আলোর উৎসবের কারণে গত বছর থেকে শীতকালেও টিভোলি খোলা রাখা হচ্ছে৷ হাতেনাতে তার ফলও পাওয়া যাচ্ছে৷ টিভোলির আলোক ডিজাইনার ইয়েস্পার কংসহাউগ বলেন, ‘‘দর্শকরা সত্যি প্রতিক্রিয়া দেখাচ্ছেন৷ এক সমীক্ষা অনুযায়ী আরও বেশি মানুষ সন্ধ্যায় এখানে আসছেন৷ এর আগে কখনো সন্ধ্যাবেলায় এত মানুষ দেখা যায়নি৷ দর্শকরা নিজেদের ভালো অভিজ্ঞতা ও আলোর কথা বলেন৷’’

ফেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত কোপেনহেগেন শহরে উজ্জ্বল শিল্পকর্মগুলি শোভা পেয়েছে৷ ‘অর্ব ফ্যামিলি’-র মতো কিছু ইনস্টলেশন এমনকি স্থায়ীভাবে শহরে থেকে গেছে৷

আন্টিয়ে বিন্ডার/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ