1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বুন্ডেসলিগা

২৯ নভেম্বর ২০১২

জার্মান বুন্ডেসলিগার শীতকালীন বিরতির তিন পর্ব আগেই রেকর্ড সৃষ্টি করলো এফসি বায়ার্ন৷ মরসুমের ১৪তম পর্বে ‘হেমন্ত চ্যাম্পিয়ন’-এর গৌরব অর্জন করেছে মিউনিখের এই ক্লাব৷

ছবি: THOMAS KIENZLE/AFP/Getty Images

জার্মান বুন্ডেসলিগার ফুটবল মরসুম এখনো শেষ হয় নি বটে, কিন্তু শীতের মুখে বিরতির পালা৷ তাই হেমন্ত পর্যন্ত যে দল এগিয়ে থাকে, তার কদরই আলাদা৷ বায়ার্ন মিউনিখ এই নিয়ে ১৮ বার তালিকার শীর্ষে৷ তবে এর আগে এত দ্রুত সেই অবস্থানে কখনো পৌঁছায়নি এই দল৷ শুধু তাই নয়, বুধবার রাতে ফ্রাইবুর্গকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড সৃষ্টি করেছেন বায়ার্নের খেলোয়াড়রা৷ বুন্ডেসলিগার ৫০ বছরের ইতিহাসে মরসুমের ১৪তম দিনে ‘হেমন্ত চ্যাম্পিয়ন'-এর গৌরব অর্জন করতে পারেনি অন্য কোনো ক্লাব৷

বায়ার্নের সেই গৌরব কেড়ে নেওয়ার সম্ভাবনাও আর নেই বললেই চলে৷ কারণ মরসুমের ১৫তম দিনের আগেই কোচ ইয়ুপ হাইনকেসের টিম তাদের আগামী প্রতিপক্ষের তুলনায় ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে৷ ফলে বোরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে সেই ম্যাচে হেরে গেলেও বায়ার্ন চ্যাম্পিয়নই থেকে যাবে৷ শীতকালীন বিরতির ৩ দিন আগেই ৩৭ পয়েন্ট পেয়ে শীর্ষে পৌঁছে বেশ সন্তুষ্ট বায়ার্ন৷

ব্রেমেনের বিরুদ্ধে একটি গোলের পর লেভারকুজেনের খেলোয়াড়দের উচ্ছ্বাসছবি: picture alliance/Sven Simon

ক্লাবের খেলোয়াড়রা অবশ্য নিজেদের আত্মগৌরবের জোয়ারে ভাসিয়ে দিতে চাইছে না৷ আনন্দ সত্ত্বেও তারা কিছুটা সতর্ক৷ যেমন টোমাস ম্যুলার মনে করেন, পয়েন্টের বিষয়টি ভালোভাবে হিসেব করে দেখতে হয়৷ আগে থেকেই উচ্ছ্বাস করা ঠিক নয়৷ ফ্রাইবুর্গকে এক সময় ১০ জন খেলোয়াড় নিয়ে খেলতে হয়েছে৷ কিন্তু ম্যুলারের মতে, এর ফলে ১১ জন নিয়েও মোটেই বাড়তি সুবিধা হয় না, উল্টে কিছু সমস্যা দেখা যায়৷ কোচ ইয়ুপ হাইনকেস বলেন, ফ্রাইবুর্গ সম্প্রতি বেশ ভালো খেলছে৷ ফলে তাদের হারানো মোটেই সহজ কাজ ছিল না৷ ক্লাবের সাফল্যে অবশ্য খুবই সন্তুষ্ট তিনি৷

বুন্ডেসলিগার এবারের মরসুমে বায়ার্নের ঠিক পরেই রয়েছে বায়ার লেভারকুজেন দল৷ দুই ক্লাবের ব্যবধান আপাতত ১০ পয়েন্ট৷ তারা এবার একটি ম্যাচে বায়ার্নকে হারানোর গৌরব অর্জন করেছে৷ ভ্যার্ডার ব্রেমেনকে ৪-১ গোলে হারিয়ে তাদের অবস্থানও বেশ ভালো৷

এসবি/ডিজি (ডিপিএ, এসআইডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ