1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতের মস্কোয় আলোর সাজ

১৬ মার্চ ২০১৮

মস্কো শহরে শীতের সময় দিন বড় ছোট৷ তাই রাশিয়ার রাজধানী শহরকে কিছুটা আলোকিত করে রাখার প্রচেষ্টা নিয়ে বিস্ময়ের কোনো কারণ থাকতে পারে না৷

Tokio Shinjuku Weihnachtsbaum
ছবি: Reuters/Y. Shino

সন্ধ্যা ঘনিয়ে এলেই মস্কো শহরের কেন্দ্রস্থলে প্রায় ২ কোটি বাল্ব দিয়ে তৈরি ৪,০০০ লাইট ইনস্টলেশন উজ্জ্বল হয়ে ওঠে৷ যেমন পথচারীদের জন্য নির্দিষ্ট এই এলাকায়৷ মস্কো শহর কর্তৃপক্ষের প্রতিনিধি আলেক্সান্ডার কনট্রাটেনকো বলেন, ‘‘এই নিকোলস্কায়া সড়কের ৬০০ মিটার উপরে নক্ষত্রভরা এই আকাশ বসানো হয়েছে৷ আলোর শৃঙ্খল ১০০ কিলোমিটার দীর্ঘ৷''

আলোর এই সাগরের জন্য কত ব্যয় হয়েছে, তা কেউ জানে না৷ সরকারি হিসেব অনুযায়ী মস্কোর কর্তৃপক্ষ বিদ্যুতের দামসহ প্রায় ১ কোটি ৪০ লক্ষ ইউরো ব্যয় করেছে৷ সেইসঙ্গে বেসরকারি কিছু সংস্থাও স্পনসর হিসেবে এগিয়ে এসেছে৷ তবে এই কর্মযজ্ঞের ফলাফল সত্যি দেখার মতো৷ পথচারীদের অনেকেই মনে করেন, সূর্য ডুবলে এই আলোকসজ্জা মানুষের মনে কিছুটা নিরাপত্তাবোধ আনে৷ তখন মন শান্ত হয়, আনন্দে ভরে যায়৷

শীত সত্ত্বেও মস্কোর মানুষ সন্ধ্যায় বেড়াতে ভালবাসেন৷ তবে শরীর গরম রাখতে রসদের প্রয়োজন হয়৷ কখনো বারবিকিউ, কখনো বা রুশ সামোভার থেকে গরম চা৷ রুশ ঐতিহ্য অনুযায়ী এই সামোভারে কয়লা ও পাইন গাছের ত্রিকোণ ফল ভরা আছে৷ সে কারণেই পানিতে কিছুটা ধৌঁয়ার স্বাদ পাওয়া যায়৷

শীতে ঝলমলে মস্কো

04:07

This browser does not support the video element.

বলশয় থিয়েটার শীতের আলোকসজ্জায় উজ্জ্বল হয়ে রয়েছে৷ রেড স্কোয়্যারে বিশাল বিপণি জিইউএম আলোর সাজে মোড়া রয়েছে৷ প্রতি সন্ধ্যায় হাজার হাজার মানুষ শহরের দর্শনীয় স্থানগুলির আলোকসজ্জা উপভোগ করেন৷

রেড স্কোয়্যারের উপর মস্কোর সবচেয়ে জনপ্রিয় স্কেটিং-এর জায়গা৷ তবে সীমিত সেই রিং-এ প্রবেশের জন্য ভিড় লেগেই রয়েছে৷ সেই স্কেটিং রিং ছোট মনে হলে গোর্কি পার্কে যেতে হবে৷ সেখানেও আধুনিক আলোকসজ্জা৷ ইউরোপের সবচেয়ে বড় স্কেটিং রিং সেখানে অবস্থিত৷ স্কেট লাগানো জুতো বেশ সস্থায় ধার নেওয়া যায়৷ স্বপ্নময় এই পরিবেশে আনাড়ি ও অভিজ্ঞদের জন্য স্কেটিং কোর্সের ব্যবস্থা রয়েছে৷

খুবই সুন্দর জায়গা৷ প্রত্যেকটি গাছ আলো দিয়ে মোড়া৷ সারা দেশের মানুষ এই সজ্জা দেখতে মস্কোয় আসেন, সে বিষয়ে আলোচনা করেন৷ তবে কোনো এক সময় এই ভিড় সরে যায়৷ তখন শান্তিতে সব কিছু দেখা যায়৷ হই-হট্টগোল থেকে দূরে গিয়ে মস্কভা নদীর উপর জাহাজে বসে আলোকসজ্জা দেখা সম্ভব৷ ভিতরে হিটিং ব্যবস্থা থাকায় বেশ আরামে বসা যায়৷

নদী ভ্রমণের শেষ পর্যায় ক্রেমলিনের পাশ দিয়ে জাহাজ চলে যায়৷ বেশ রাজকীয় দেখায়৷ মস্কোর মানুষ মনে করেন, ঠান্ডা সত্ত্বেও এত আলোর কল্যাণে শীতকালই শ্রেষ্ঠ ঋতু৷

মিওদ্রাগ সোরিচ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ