দিল্লি, পাঞ্জাব, হরিয়ানায় তাপমাত্রা এখন তিন থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস। গত সপ্তাহ থেকে শুরু হয়েছে এই শীত।
দিল্লি-সহ গোটা উত্তর ভারত জুড়ে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। বড়দিনে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গত কয়েক বছরের মধ্যে এবারই ছিল শীতলতম ক্রিসমাস।
দিল্লি, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানের কিছু অংশে তাপমাত্রা তিন থেকে সাতের মধ্যে ঘোরাফেরা করছে। হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানে প্রবল কুয়াশাও হচ্ছে। যান চলাচলে অসুবিধা হচ্ছে। মোট ৩২০টি ট্রেন বাতিল করতে হয়েছে।
আবহাওয়াবিদেরা বলছেন, গত ১০০ বছরে ডিসেম্বরে এত ঠান্ডা পড়েনি দিল্লিতে৷ তার উপর কুয়াশা৷ বছর শেষের দিল্লি শীতে জবুথবু৷
ছবি: DW/S. Ghoshদুর্গাপুজোর পর থেকেই কুয়াশায় ঢেকে যায় দিল্লি৷ কিন্তু গত কয়েক দিন কুয়াশা এতটাই ঘন যে এক ফুট দূরের জিনিসও দেখা যাচ্ছে না ঠিক করে৷
ছবি: DW/S. Ghoshহিমালয়ে বরফ পড়লে দিল্লিতে ঠান্ডা বাড়ে৷ এটাই নিয়ম৷ কিন্তু আবহাওয়াবিদেরা বলছেন, এ বছর ডিসেম্বরেই যা শীত পড়েছে, গত ১০০ বছরে তা ঘটেনি কখনও৷
ছবি: DW/S. Ghoshসকাল নয়টাতেও গাড়ি চলছে ফগ ল্যাম্প জ্বেলে৷ কিন্তু তাতেও লাভ হচ্ছে না৷ যার জেরে গত কয়েক দিনে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েছে৷
ছবি: DW/S. Ghoshশীতে কাতর রাস্তার পশুরাও৷ আস্তানাহীন মানুষদের জন্য কম্বল বিলি করছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন৷
ছবি: DW/S. Ghoshশুধু শীত নয়, চলছে হাওয়াও৷ গোটা দিল্লি জুড়ে চলছে শৈত্যপ্রবাহ৷ নতুন বছরের গোড়াতেও যা চলবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে৷
ছবি: DW/S. Ghoshদিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ বেশ কিছু রাজ্যে শীতের জন্য লাল সংকেত জারি করেছে প্রশাসন৷ গৃহহীন মানুষদের সাময়িক সময়ের জন্য নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ারও ভাবনা চিন্তা চলছে৷
ছবি: DW/S. Ghoshশীত আর কুয়াশার কারণে রাস্তায় কমেছে যানবাহন৷ পথ চলতি মানুষ রিকশার অপেক্ষায়৷
ছবি: DW/S. Ghoshকুয়াশার ঘনত্ব যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে দূষণের মাত্রাও৷ চোখ জ্বালা করছে৷ কষ্ট হচ্ছে শ্বাস নিতে৷
ছবি: DW/S. Ghoshতবু কাজ থেমে থাকে না৷ জায়গায় জায়গায় জ্বলতে থাকা আগুনই বাঁচিয়ে রেখেছে খেটে খাওয়া মানুষদের৷
ছবি: DW/S. Ghosh রাজস্থানে অস্বাভাবিক ঠান্ডা পড়েছে। রাজস্থানের সবচেয়ে উঁচু পাহাড়ি এলাকা মাউন্ট আবুতে বরফ পড়েছে। থর মরুভূমির প্রবেশপথ বলে পরিচিত চুরুতে তামমান এখন শূন্য ডিগ্রি সেলসিয়াস।
কাশ্মীরের তাপমাত্রা শূন্যের থেকে বেশ কয়েক ডিগ্রি নিচে নেমে গেছে। আগামী ৪০ দিন কাশ্মীরে প্রবল ঠান্ডা থাকবে। আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম হিমালয়ে আরো বেশি করে বরফপড়বে।
তবে এর সঙ্গে কলকাতার ছবিটা মিলছে না। কলকাতায় বড়দিনে মানুষ ঘেমেছেন। এবার বড়দিনে পার্ক স্ট্রিট সহ সাহেবপাড়ায় লাখ লাখ মানুষ পথে নেমেছেন। কিন্তু বড়দিনেও তাদের দরদর করে ঘামতে হয়েছে। দুপুরে তাপমাত্রা ছিল ৩০-এর কাছাকাছি।
জিএইচ/কেএম(পিটিআই)