রাজধানী ঢাকাসহ দেশজুড়ে বিরাজ করছে শৈত্যপ্রবাহ৷ শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সোমবার৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, সপ্তাহ জুড়ে শীতের দাপট চলবে৷
বিজ্ঞাপন
জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে বলেন, "ঢাকাসহ দেশজুড়ে এখন শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে৷ টানা কয়েকদিন বয়ে যাওয়া এ শীত আরো তিন-চারদিন অব্যাহত থাকবে৷ যেহেতু তীব্র ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ রয়েছে; তা কেটে যেতে সময় লাগবে৷ তবে আজ রাত থেকে তাপমাত্রা বাড়ার প্রবণতা দেখা যাবে৷”
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে৷ চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৭, সৈয়দপুরে ৬, রাজারহাটে ৬ দশমিক ২, রাজশাহী ও ঈশ্বরদীতে ৬ দশমিক ৪ এবং বগুড়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা৷
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহে বাংলাদেশ
দীর্ঘদিন পর এবার রীতিমতো পঞ্জিকা মেনেই শীত এসেছে বাংলাদেশে৷ পয়লা পৌষ ছিল ১৬ই ডিসেম্বর৷ সেদিন থেকেই অনুভূত হতে থাকে শীত৷ বৃহস্পতিবার অনেক জায়গায় তাপমাত্রা নেমেছে ১০ এর নীচে৷
ছবি: bdnews24.com/Md. Asaduzzaman Pramanik
ঘন কুয়াশা
বৃহস্পতিবার সকালে ঘন কুয়াশা স্বাগত জানিয়েছে রাজধানীবাসীকে৷ সকাল ৯টার দিকে তাপমাত্রা ছিল ১৩ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস৷
ছবি: bdnews24.com/Asif Mahmud Ove
প্রস্তুতির অভাব
গেল কয়েক বছর শীতের জন্য খুব একটা কষ্ট পেতে হয়নি রাজধানীর মানুষকে৷ ফলে এবার হঠাৎ শীতের জন্য তেমন একটা প্রস্তুতিও ছিল না৷ সকালে কুয়াশার চাদর ও তাই অফিস ও স্কুলগামী মানুষকে কিছুটা ভোগান্তিতেও পড়তে হয়৷
ছবি: bdnews24.com/Asif Mahmud Ove
শৈত্যপ্রবাহ
মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷ রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারি, যশোর ও চুয়াডাঙ্গা জেলা রয়েছে মাঝারি শৈত্যপ্রবাহের কবলে৷
ছবি: bdnews24.com/Md. Asaduzzaman Pramanik
সর্বনিম্ন তাপমাত্রা
বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্রা। থার্মোমিটারের পারদ ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে রাজশাহী, ঈশ্বরদী, নওগাঁ, কুড়িগ্রাম ও যশোরেও৷
ছবি: bdnews24.com/Md. Asaduzzaman Pramanik
পূর্বাভাস
আগামী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরো কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই দুই দিনে ঢাকায় তাপমাত্রা কমতে পারে আরো ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। দেশের উত্তরাঞ্চলেও আগামী দুই দিনে তাপমাত্রা আরো কমতে পারে বলে আশংকা করা হচ্ছে৷
হঠাৎ শীত আসায় গরম কাপড়ের কেনাকাটাও বেড়েছে৷ রাজধানীর বায়তুল মোকাররম, গুলিস্তান, বঙ্গমার্কেট, নিউমার্কেটসহ বিভিন্ন জায়গায় শীতের কাপড় ও লেপ-কম্বলের দোকানেও ভিড় দেখা গেছে৷
ছবি: bdnews24.com/Abdullah Al Momin
আগুন পোহানো
শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে ছিন্নমূল ও দরিদ্র মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন। সড়কে সন্ধ্যার পর পর লোক চলাচলও কমে গেছে৷
ছবি: bdnews24.com
8 ছবি1 | 8
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শুধু কক্সবাজার, মাইজদীকোর্ট ছাড়া দেশের সব জায়গায় এখন শৈত্যপ্রবাহ রয়েছে৷ তবে সর্বনিম্ন তাপমাত্রা আর কমার সম্ভাবনা নেই বলে আভাস দিয়েছেন রুহুল কুদ্দুস৷ চলতি মৌসুমে তৃতীয় দফা শৈত্যপ্রবাহ এটি, বৃহস্পতিবার যা দেশের উত্তর জনপদে শুরু হয়ে চার দিনে পুরোদেশে ছড়িয়ে পড়ে৷ কুড়িগ্রাম ও রাজশাহী অঞ্চলের উপর দিয়ে এখন তীব্র শৈত্য প্রবাহ এবং ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অন্যান্য এলাকায় এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নিকলী, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে৷
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আবহাওয়া মধ্যরাত থেকে সকাল পযন্ত ঘন কুয়াশা বিরাজ করবে৷ হিমেল হাওয়ায় শীত তুলনামূলক বেশি অনুভূত হবে৷