1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতে শীত নেই কেন?

গ্রেহেম লুকাস/এসি১৬ জানুয়ারি ২০১৬

এবার বড়দিনে যুক্তরাজ্যে ফিরে চমকে যান গ্রেহেম লুকাস৷ বৃষ্টি তো পড়ছেই, ব্রিটেনে পড়েই থাকে৷ কিন্তু তাই বলে ওয়েস্ট মিডল্যান্ডে ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড গরম, যখন বরফ পড়ে থাকার কথা?

London St James's Park Menschen sitzen in der Sonne
ছবি: Getty Images/C. Court

টেলিভিশনে আবহাওয়া বিশারদরা যথারীতি আজোরেস দ্বীপপুঞ্জ থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস উত্তরপূর্ব দিকে বইছে ইত্যাদি বলে চলেছেন৷ তা ভালো৷ কাজেই বুকমেকাররা বড়দিনের এক সপ্তাহ আগেই হোয়াইট ক্রিসমাসের উপর বাজি নেওয়া বন্ধ করে দিয়েছিলেন৷ সে-ও ভালো৷ পাড়ার ‘পাব'-এ কেউ জলবায়ু পরিবর্তনের কথা শুনতে রাজি নন৷ সেখানকার ক্রিসমাস ট্রি-র ওপর এয়ারোসল দিয়ে বরফ করা হয়েছিল৷

কিন্তু বছরের এই সময়ে ইউরোপের ‘ওয়েদার ফ্রন্ট'-গুলো আসে সাধারণত উত্তর-পশ্চিম বা উত্তর-পূর্ব থেকে৷ যার অর্থ হিমেল বাতাস আর বরফ৷ কাজেই এবার বড়দিনে যা ঘটছে, তা কি একটা অঘটন, নাকি জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাইলস অ্যালেন-এর মতে দ্বিতীয়টা৷ যুক্তরাজ্য আর পশ্চিম ইউরোপে শীতকাল হবে অনেক বেশি উষ্ণ এবং আর্দ্র৷ ২০১৫ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যে যে পরিমাণ বৃষ্টিপাত ঘটেছে, তা ১৯১০ সালে যখন হিসেব রাখা শুরু হয়, সে'যাবৎ সর্বোচ্চ৷

ফলে দেশের উত্তরাঞ্চল ভেসে গেছে৷ তা-তেই যথেষ্ট নয়: এই ডিসেম্বরে যুক্তরাজ্যের গড় তাপমাত্রা ছিল সাধারণের ৪ দশমিক ১ ডিগ্রি ওপরে!

বিশ্বের অন্যত্র পরিস্থিতি অনুরূপ৷ দক্ষিণ অ্যামেরিকায় বন্যা৷ ডিসেম্বরের শেষাশেষি সুমেরুতে দাবদাহ! দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যে চরম খরা৷ ভারতে চেন্নাই জলে ডোবা৷ এ সব কিছুই কি এল নিনিও-র দোষে? আরো বড় কথা হলো, মানুষজন যেন ভ্রুক্ষেপই করছে না৷ কয়েক সপ্তাহ আগে প্যারিসে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে কিছু কিছু প্রগতি হলেও, আসলে কিন্তু চুক্তিটা বাধ্যতামূলক নয়৷ চুক্তি অনুযায়ী কাজ চললেও শীঘ্র ফললাভের কোনো আশা নেই৷ সেই সময়ের মধ্যে বিশ্বের জলবায়ু একটা পয়েন্ট অফ নো রিটার্ন-এ পৌঁছে যেতে পারে, যার পরে বিশ্বের উষ্ণায়নকে রোখার আর কোনো পথ বা পন্থা থাকবে না৷

গ্রেহেম লুকাস, ডিডাব্লিউ-র দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের প্রধান

ওদিকে বড়দিনে আমার বন্ধুদের অধিকাংশকে দেখলাম দিব্যি সারা পৃথিবীতে জেট প্লেনে চড়ে ঘুরে বেড়ানোর আর এসইউভি কেনার গল্প করতে৷ কার্বন ফুটপ্রিন্ট? কিসের কার্বন ফুটপ্রিন্ট? জলবায়ু পরিবর্তনের প্রমাণ ক্রমেই আরো স্পষ্ট হয়ে উঠছে৷ সেই সঙ্গে ফুরিয়ে আসছে সময়: জাগার সময়, ওঠার সময়, কিছু একটা করার সময়৷

বন্ধুরা, আপনি কি গ্রেহেম লুকাসের সঙ্গে একমত? জানিয়ে দিন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ