শীত অলিম্পিকে প্রথম সোনা জিতে নিলেন আম্মান
১৪ ফেব্রুয়ারি ২০১০মনোযোগ, মানসিক দৃঢ়তা আর দক্ষ আত্মবিশ্বাস৷ এই তিনের যোগাযোগ যে কতটা ফলপ্রসূ হয়ে উঠতে পারে তার প্রমাণ দিলেন আরও একবার স্কি জাম্পিং-এর সুইস সুপারস্টার সিমন আম্মান৷ ক্যানাডার ভ্যাঙ্কুভারে ২০১০ সালের শীতকালীন অলিম্পিকের আসরের প্রথম সোনাটি জিতে নিলেন তিনি আবারও৷ আঠাশ বছরের এই বিস্ময় অ্যাথলিট এর আগেও এই অলিম্পিকে ‘ডাউনহিল' ইভেন্টে সোনা জিতেছেন দুইবার৷ তৃতীয় সোনা জিতে নেওয়ার পর নিজেকেই অবিশ্বাস্য ভাবতে শুরু করা সিমন বলেছেন, এই দিনটা আমি কোনদিনই ভুলতে পারব না৷ পরপর তিনবার এই অলিম্পিকের আসরে ‘ডাউনহিল'-এর মত কঠিন রেস - এ আমি সোনা জিতে নিয়েছি৷ এ এখনও বিশ্বাস হচ্ছে না৷ আম্মানের মতে, প্রতিযোগিতার সময় শান্ত এবং ধৈর্যশীল থাকতে পারাই তাঁর সাফল্যের চাবিকাঠি৷
ওদিকে আন্তর্জাতিক স্কি ফেডারেশন এই অলিম্পিকের আসরে ধীরে চলার নীতি নিয়েছে৷ কারণ, শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই লিউগে ইভেন্টের ট্রেনিং চলার সময় জর্জিয়ার তরুণ অ্যাথলিট নোদার কুমারিটাশভিলির এক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা গোটা প্রতিযোগিতার ওপর শোকের এবং দুশ্চিন্তার কালো পর্দা টেনে দিয়েছে৷ যে কারণে প্রথম দুটি অ্যালপাইন ইভেন্টকে একটু পিছিয়ে দিয়েছেন আয়োজকরা৷ বলা হয়েছে, সাতটি ইভেন্ট অনুষ্ঠিত করতে সাতদিন সময় নেওয়া হবে৷ যাতে কোনরকম নতুন সমস্যা উপস্থিত না হয় প্রতিযোগিদের জন্য৷ তাছাড়া হঠাৎ করে আবহাওয়া একটু বেশি উষ্ণ হয়ে পড়ার ফলে তুষারাচ্ছন্ন ট্র্যাকগুলি স্বাভাবিকের তুলনায় বেশি পিচ্ছিল হয়ে পড়েছে৷ এই অবস্থায় আগামী সোমবার অনুষ্ঠিত হবে প্রথম রেস৷ পুরুষদের ‘সুপার কম্বাইন' প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সোমবার৷ আর মহিলাদের ‘ডাউনহিল' প্রতিযোগিতার দিন ধার্য করা হয়েছে আগামী মঙ্গলবার৷
প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা - রিয়াজুল ইসলাম