1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে তালেবান

২৩ অক্টোবর ২০১২

মঙ্গলবার আফগানিস্তানের উত্তরে আফগান পুলিশ ও জার্মান সেনাবাহিনী এক তালেবান নেতাকে গ্রেপ্তার করেছে৷ ২০০৯ সালে ন্যাটোর ট্যাংকার অপহরণের সে দায়ী ছিল বলে সন্দেহ করা হচ্ছে৷

ছবি: picture-alliance/dpa

মোল্লা আব্দুল রহমান কুন্দুস প্রদেশের শীর্ষ তালেবান নেতা হিসেবে পরিচিত৷ তিন বছর আগে তালেবান তাকে প্রাদেশিক ‘শ্যাডো' গভর্নর হিসেবে নিয়োগ দেয়৷ মঙ্গলবার আফগান পুলিশের ব়্যাপিড রি-অ্যাকশন ইউনিট ও জার্মান সেনাবাহিনীর এক যৌথ অভিযানে দুই দেহরক্ষীসহ তাকে গ্রেপ্তার করা হয়৷ প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, অভিযানে জার্মান হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছিল৷ আফগান বাহিনীকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়৷ আব্দুল রহমানের অবস্থান সম্পর্কে জার্মান গোয়েন্দাদের তথ্যও তুলে দেওয়া হয় আফগান পুলিশের কাছে৷ জার্মানির ‘বিল্ড' পত্রিকার সূত্র অনুযায়ী জার্মানির বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ‘কেএসকে' কমান্ডো বাহিনী এই অভিযানে অংশ নিয়েছে৷

জার্মান প্রশিক্ষকদের তত্ত্বাবধানে আফগান পুলিশের প্রশিক্ষণছবি: picture-alliance/dpa

এই তালেবান নেতা, বিশেষ করে জার্মান সেনাবাহিনীর জন্য অত্যন্ত বড় সমস্যা হয়ে উঠেছিল বলে যে শোনা যাচ্ছে৷ ২০০৯ সালে ন্যাটোর দুটি ট্যাংকার অপহরণের পেছনে মোল্লা আব্দুল রহমানেরই প্রধান ভূমিকা ছিল বলে ধরে নেওয়া হয়৷ সেই ঘটনা আজও জার্মান বাহিনীর কাছে দুঃস্বপ্নের মতো৷ সেই ট্যাংকার আইসাফ বাহিনীর উপর হামলার কাজে লাগানো হতে পারে, এমন আশঙ্কায় এক জার্মান সামরিক কর্মকর্তা বিপদ সংকেত দিয়েছিলেন, যার জের ধরে ন্যাটো বিমান ট্যাংকার দুটির ওপর বোমা ফেলে৷ কিন্তু তার ফলে একশরও বেশি মানুষের মৃত্যু হয়, তাদের মধ্যে বেশিরভাগই ছিল নিরীহ গ্রামবাসী৷ তারা সে সময় ট্যাংকার থেকে জ্বালানি তেল সংগ্রহ করছিলেন৷ ২০১০ সালে ‘গুড ফ্রাইডে'র দিন তালেবান জঙ্গিদের সঙ্গে এক সংঘর্ষের সময় ৩ জার্মান সৈন্য নিহত হয়৷ চারদারা জেলার পুলিশ প্রধান গোলাম মোহায়ুদ্দিন এ ঘটনার জন্যও মোল্লা আব্দুল রহমানকে দায়ী করেছেন৷ তাঁর মতে, আব্দুল রহমান চারদারার প্রাক্তন গভর্নর আব্দুল ওয়াহিদের হত্যার জন্যও দায়ী৷

তালেবান দাবি করছে, কুন্দুস প্রদেশে মোল্লা আব্দুল রহমান নামে কাউকে গ্রেপ্তার করা হয়নি৷ তাদের দাবি, প্রাদেশিক ‘শ্যাডো' গভর্নর বহাল তবিয়েতেই আছেন৷ তবে তার নাম উল্লেখ করেনি তারা৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেলে বার্লিনে সরাসরি এই অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেন নি৷ তিনি শুধু বলেন, ‘‘আমরা এক স্থিতিশীল ও শান্তিপূর্ণ আফগানিস্তান দেখতে চাই৷ তাই শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংগ্রাম করলেই চলবে না, যখন যেখানে সম্ভব সন্ত্রাসবাদীদের পরাজিত করতে হবে৷''

এসবি/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ