1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতিতে বাংলাদেশ

২৩ মে ২০১২

বাংলাদেশে রাজনৈতিক বিরোধিতা যেন শীর্ষ নেতৃত্বের ব্যক্তিগত দ্বন্দ্বে পরিণত হয়েছে৷ যা রাজনীতিকে আরো সংকটময় করে তুলছে বলে মনে করেন বিশ্লেষকরা৷

ছবি: AP

প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া প্রায়ই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেন৷ তবে বিশ্লেষকরা মনে করেন, কেউ দুর্নীতি করলে তার তদন্ত ও বিচার অবশ্যই হতে হবে৷ আর এজন্য দেশে নানা প্রতিষ্ঠান আছে৷ তাদেরই এই দায়িত্ব পালন করতে দেয়া উচিত৷ শীর্ষ রাজনৈতিক নেতারা পরস্পরের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে গেলে তা রাজনীতির জন্য ভাল না৷ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান মনে করেন, এতে রাজনৈতিক সংকট আরো জটিল হয়৷ তাঁর মতে, একারণেই বর্তমান রাজনৈতিক সংকট এখন আর সহজে মিটবেনা৷ তৃনমূল থেকে সমঝোতার চাপ আসতে হবে৷

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আরেকজন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন মনে করেন, রাজনীতি এখন আবর্তিত হচ্ছে ব্যক্তিস্বার্থকে কেন্দ্র করে৷ এখন রাজনৈতিক দ্বন্দ্ব ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়া নিয়ে৷ তাই সংকট ঘনীভূত হচ্ছে৷ তিনি বলেন, একারণে সুশীল সমাজের অনেকেই সংকট নিরসনের কথা বললেও তাদের এ নিয়ে এগিয়ে যাওয়ার মত পরিস্থিতি নেই৷

তবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন মনে করেন, সংকট নিরসনের সুযোগ আছে৷ বিরোধী দল কোন শর্ত ছাড়া খোলা মন নিয়ে আলোচনায় বসলেই সংকট কেটে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ