1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৃথিবীর শেষ দিন!

২০ ডিসেম্বর ২০১২

২১শে ডিসেম্বর, শুক্রবার, বাংলাদেশ সময় বিকাল পাঁচটা ১২৷ হতে পারে আমার, আপনার জীবনের শেষ মুহূর্ত৷ অন্তত মায়া সভ্যতার দিনপঞ্জি তাই বলে৷ তবে বিজ্ঞানীরা বলছেন এটা তো সত্য নয়ই, বরং হতে পারে এক ধরণের ব্যবসায়িক বুদ্ধি৷

ছবি: Gary - Fotolia.com

একটা সময় ছিল যখন মায়া সভ্যতার বেশ নাম ছিল৷ বর্তমান মেক্সিকোর দক্ষিণাঞ্চল ও মধ্য অ্যামেরিকার কিছু অংশ মিলে ছিল তাদের বসবাস৷ হায়ারোগ্লিফিক লেখা ও জ্যোর্তিবিদ্যায় তারা পারদর্শী ছিল৷ সেই মায়া সভ্যতার দিনপঞ্জি অনুযায়ী এ বছরের ২১শে ডিসেম্বর পৃথিবীর শেষ দিন৷

আসলে মায়াদের দিনপঞ্জিটা ৫,১২৫ বছরের৷ সে হিসেবে ২১শে ডিসেম্বরের পর আর কোনো দিন নেই৷ তাই এদিন যেভাবেই হোক পৃথিবী ধ্বংস হবে বলে অনেক মায়ার বিশ্বাস৷ সেটা হতে পারে কাল্পনিক কোনো গ্রহের সঙ্গে ধাক্কা লেগে বা অন্য কোনো উপায়ে৷

তবে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘চার বিলিয়ন বছরেরও বেশি সময় ধরে আমাদের বিশ্ব ঠিকঠাক মতোই চলছে৷ বিশ্বের বিজ্ঞানীদের কাছে ২০১২ সালে সম্ভাব্য হুমকির কোনো তথ্য নেই৷''

মায়া সভ্যতার নিদর্শনছবি: Gerardo Borbolla/Fotolia

তাই বলে থেমে নেই মানুষের উৎসাহ৷ জীবনের শেষ দিনটা উপভোগ করতে সারা বিশ্ব থেকে অনেক পর্যটক এখন জড়ো হয়েছেন মেক্সিকোর ইউকাটান রাজ্যে, যেখানে উৎসবের আয়োজন করা হয়েছে৷ মেক্সিকো সরকার আশা করছে, শুক্রবার সেখানে প্রায় দুই লক্ষ পর্যটকের সমাগম হবে৷

তবে মায়াদের সবাই যে পৃথিবী ধ্বংসের কথা বিশ্বাস করেন তা নয়৷ যেমন পানি বিক্রেতা জুলিয়ান নোহুইকাব৷ শুক্রবার সম্পর্কে তিনি বলেন, ‘‘এটা ব্যবসা করার দিন৷ আমার কাছে এটা অন্য আরেকটা সাধারণ দিনের মতোই৷''

এই ব্যবসায়ের ঢেউ আছড়ে পড়েছে সার্বিয়ার পাহাড়ি অঞ্চলেও৷ সেখানকার মানুষও জীবনের শেষ দিনটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ‘মাউন্ট টানস' পাহাড়ে কাটানোর পরিকল্পনা করছে৷

এদিকে, আর্জেন্টিনার কর্দোভা রাজ্যের একটি পবিত্র পাহাড়ে উঠে লাফিয়ে পড়ার আহ্বান জানিয়েছে ফেসবুকের একটি গ্রুপ৷ তারা বলছে, জীবনতো চলেই যাবে৷ তার চেয়ে ভালো লাফিয়ে পড়ে জীবন দেয়া৷ তাতে স্রষ্টা খুশি হবেন৷ বলা বাহুল্য, স্থানীয় পুলিশ এই গণ আত্মহত্যা রুখতে ঐ পাহাড়ে ওঠার পথ বন্ধ করে দিয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ