1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুধুই নেইমারনির্ভর নয় ব্রাজিল

৬ মে ২০১৮

নিজ দেশে অনুষ্ঠিত গত বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল ব্রাজিল৷ চারবছর পর আবার আসছে বিশ্বকাপ৷ এবার সম্ভাব্য চ্যাম্পিয়ন হবার ফেভারিটদের তালিকায় আছে নেইমাররা৷

ব্রাজিল দল
ছবি: picture-alliance/DPPI Media/L. Lairys

ফুটবল বিশ্বকাপে অবশ্য ব্রাজিল সবসময়ই ফেভারিট৷ কিন্তু গতবার নিজ দেশে অমন শোচনীয় হারের লজ্জা কাটাতে এবার বিশ্বকাপ জিততে মরিয়া থাকবে সেলেকাওরা৷

বর্তমান ব্রাজিল দলেরসেই সামর্থ্যও আছে৷ তারাই এবার প্রথম দেশ হিসেবে রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে৷ যদিও বাছাইপর্বের শুরুটা ভালো ছিল না৷ ফলে ছয় ম্যাচ পর কোচ পরিবর্তন করতে হয়েছিল ব্রাজিলকে৷ ডুঙ্গার জায়গায় নিয়ে আসা হয়েছিল আদেনোর লিওনার্দো বাকিকে – যাঁকে তিতে নামেই সারা বিশ্ব চেনে৷ তিতে ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর সেলেকাওরা প্রায় একরকম অপরাজেয় হয়ে উঠেছে৷

কোচ হিসেবে তিতে বায়ার্ন মিউনিখ ও রেয়াল মাদ্রিদের সাবেক কোচ কার্লো আনসেলত্তির অনুসারী৷ আনসেলত্তির ‘ব্যালেন্সড' দল গড়ার বিষয়টি তিতের পছন্দ৷ আর বর্তমান ব্রাজিল দলে তারকা খেলোয়াড়ের অভাব না থাকায় সব পজিশনেই ভালমানের ফুটবলার নির্বাচন করতে পারছেন তিনি৷

এবার পজিশন অনুযায়ী ব্রাজিল দলের অবস্থা দেখে নিন:

গোলরক্ষক

তিতে কোচের দায়িত্ব নেয়ার পর সেলেকাওদের গোল সামলানোর দায়িত্ব দিয়েছিলেন সেইসময়কার অপরিচিত গোলরক্ষক আলিসন বেকারকে৷ এখন ২৫ বছর বয়সি বেকারের অন্যতম গুনমুগ্ধ সমর্থকদের মধ্যে একজন হলেন ইটালি ও ইয়ুভেন্তুসের বিখ্যাত গোলরক্ষক বুফন৷ হাত ও পায়ে সমান দক্ষতার কারণে ম্যানচেস্টার সিটির হয়ে খেলা এডারসন এখন দ্বিতীয় গোলরক্ষক হয়ে গেছেন৷

রক্ষণভাগ

ল্যাটিন অ্যামেরিকার বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ১২টি ম্যাচে কোচ ছিলেন তিতে৷ এই সময় তাঁর দল গোল খেয়েছে মাত্র তিনটি৷ এর বড় কারণ শক্তিশালী রক্ষণভাগ৷ এখন পর্যন্ত পিএসজির দানি আলভেস ও মার্কিনিয়ো এবং ইন্টার মিলানের মিরান্ডা ও রেয়াল মাদ্রিদের মার্সেলোকে নিয়ে ডিফেন্স গড়তে পছন্দ করেছেন তিতে৷ এর বাইরে বেঞ্চে যাঁরা বসে থাকবেন তাঁরাও খ্যাতিতে কম যাননা৷ পিএসজির থিয়াগো সিলভা, ইয়ুভেন্তুসের আলেক্স সান্দ্রো, ম্যান সিটির দানিলো – ফুটবল সমর্থক মাত্রই এদের ক্ষমতা সম্পর্কে জানেন৷

মধ্যমাঠ

চীনের একটি ক্লাবের হয়ে খেলা রেনাতো আউগুস্তর জায়গায় প্লেমেকার হিসেবে আবির্ভূত হতে পারেন বার্সেলোনার ফিলিপ কুটিনিয়ো৷ আরও আছেন চেলসির উইলিয়ান, ম্যান সিটির ফার্নান্দিনিয়ো, বার্সার পাউলিনিয়ো ও রেয়াল মাদ্রিদের কাসেমিরো৷

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু

01:27

This browser does not support the video element.

ফরোয়ার্ড

বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে বড় তারকা নিশ্চয় নেইমার৷ কিন্তু গত মার্চ মাসে আহত হওয়ার পর থেকে খেলার বাইরে আছেন তিনি৷ শুক্রবার তিনি তাঁর ক্লাব পিএসজিতে ফিরেছেন৷ সেখানকার চিকিৎসকরা আবার তাঁকে পরীক্ষা করে দেখবেন৷ তবে বিশ্বকাপ শুরুর আগে হয়ত নেইমারের আর প্রতিযোগিতামূলক খেলা হবে না৷ সেক্ষেত্রে একেবারে বিশ্বকাপেই মাঠে নামতে হবে তাঁকে৷ সেইসময় কোচ তিতে যদি মনে করেন নেইমার পুরো ফিট নন তাতেও সমস্যা হবে না৷ কারণ তিতের কাছে অপশন হিসেবে আছে ম্যান সিটির গাব্রিয়েল জেসুস, যিনি বাছাইপর্বে ব্রাজিলের সর্বোচ্চ স্কোরার ছিলেন৷ এছাড়া আছেন চেলসির উইলিয়ান, লিভারপুলের ফির্মিনো ও ইয়ুভেন্তুসের কস্টা৷

বিশ্বকাপে ব্রাজিল পড়েছে গ্রুপ ই-তে৷ তাদের প্রতিপক্ষ হিসেবে আছে সুইজারল্যান্ড, কস্টা রিকা ও সার্বিয়া৷

জেডএইচ/ডিজি (এপি)

প্রতিবেদনটি নিয়ে কোনো মন্তব্য থাকলে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ