1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রসঙ্গ: ফেসবুক বন্ধ করা

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৪ এপ্রিল ২০১৭

শুধুমাত্র শিশুদের কল্যাণে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা সম্ভব নয়, সরকারকে জানিয়ে দিয়েছে বিটিআরসি৷ সরকার অবশ্য তথ্য মন্ত্রণালয়ের কাছেও এ ব্যাপারে মতামত চেয়েছে৷ তবে তারা এখনো কিছু জানায়নি৷

প্রতীকী ছবি
ছবি: Reuters/R. Duvignau

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে সর্বশেষ ২৩শে মার্চ মতামত জানতে চাওয়া হয় যে, মধ্যরাত থেকে পরবর্তী ছ'ঘণ্টা ফেসবুক বন্ধ রাখা যায় কিনা৷ শিশু, বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেই এ মতামত চাওয়া হয় বলে ডয়চে ভেলেকে জানান বিটিআরসি-র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ৷ তিনি বলেন, ‘‘তারা রাত জেগে ফেসবুক ব্যবহার করলে পড়াশুনা এবং স্বাস্থ্য – দু'টোরই ক্ষতি হয়৷''

২০১৬ সালে ঢাকায় জেলার ডেপুটি কমিশনারদের সম্মেলনে এই বিষয়টি প্রথম আলোচিত হয়৷ সেখানে বলা হয়, ফেসবুক ও কার্টুনে আসক্ত হয়ে পড়ছে শিশু ও কিশোর-কিশোরীরা৷ এতে তাদের পড়াশুনার প্রতি আগ্রহ নষ্ট হচ্ছে৷ খারাপ হচ্ছে শরীরও৷

ড. শাহজাহান মাহমুদ

This browser does not support the audio element.

বিটিআরসি-র চেয়ারম্যান বলেন, ‘‘আমরা গতকাল (সোমবার) চিঠির জবাব দিয়েছি৷ বলেছি শুধুমাত্র শিশুদের জন্য আংশিকভাবে ফেসবুক বন্ধ করা সম্ভব নয়৷ কারণ ফেসবুক শুধু শিশুরা ব্যবহার করে না৷ তাদের বাবা-মাও ব্যবহার করেন৷ এরসঙ্গে ই-কমার্সসহ ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগের সঙ্গেও জড়িত ফেসবুক৷ এটা ব্যবহারের ‘স্টেকহোল্ডার' অনেক৷ এতে এরা ক্ষতিগ্রস্ত হবে৷ তাই আমরা জানিয়ে দিয়েছি আংশিকভাবে রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত ফেসবুক বন্ধ রাখা সম্ভব নয়৷ কারণ এ সময়টা বাইরের অনেক দেশে ‘ওয়ার্কিং আওয়ার'৷ এতে নেকিবাচক প্রভাব পড়বে৷''

তিনি আরো বলেন , ‘‘তবে আমরা শিশুদের কল্যাণের কথা চিন্তা করে কিছু সুপারিশ করেছি৷ তার মধ্যে রয়েছেইন্টারনেটের নিয়ন্ত্রণ এবং পাসওয়ার্ড বাবা-মা অথবা অভিভাকদের হাতে রাখা৷ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে পর্যন্ত ফেসবুক বা সামাজিক যোগাযোগের মাধ্যমের অ্যাকাউন্ট খুলতে না দেওয়া৷ শিশুদের তদারকির মধ্যে রাখতে হবে৷ আর এর জন্য প্রধান ভূমিকা পালন করতে হবে পরিবারের বয়স্ক সদস্যদের৷''

চেয়ারম্যান জানান, ‘‘কার্টুন চ্যানেল বন্ধের বিষয়টিও চিঠিতে আছে৷ তবে সে ব্যাপরে আমরা মতামত দেবো না৷ তথ্য মন্ত্রণালয় মতামত দেবে৷''

তথ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে যে, তারা এখনো মতামত দেয়নি৷ এমনকি কেউ এ বিষয়ে মন্তব্য করতেও রাজি হননি৷

এদিকে টেলিযোগাযোগমন্ত্রী তারানা হালিম মঙ্গলবার এক প্রেস ব্রিফিং-এ জানিয়েছেন, ‘‘ফেসবুক বন্ধ রাখা সম্ভব না৷ কারণ ফেসবুক শুধু শিক্ষার্থীরা ব্যবহার করে না, এটা বয়স্করাও ব্যবহার করেন৷ এছাড়া ই-কমার্স ফেসবুকের মাধ্যমেই হয়৷ তার ওপর আমাদের দেশে যখন রাত, অন্য দেশে তখন দিন৷ কাজেই এটা সমীচীন হবে না৷ আমরা অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছি৷ তাঁদের ফেসবুকসহ ইন্টারনেটের ইতিবাচক ব্যবহার সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছি৷''

তিনি আরো বলেন, ‘‘ফেসবুক বন্ধ সম্পর্কে যে সব রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক৷ ইস্যুটি খুবই স্পর্শকাতর, তাই তথ্য যাচাই করার জন্য সরাসরি আমার সঙ্গে যোগাযোগের অনুরোধ করছি৷''

সোমবারই টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে জানানো হয়, ‘ফেসবুক বন্ধের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি৷'

২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি বাংলাদেশে সর্ব প্রথম একদিনের জন্য ফেসবুক বন্ধ রাখা হয়৷ এরপর ২০১৫ সালের ১৮ই নভেম্বর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে ফেসবুকসহ কয়েকটি অ্যাপভিত্তিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেয় বিটিআরসি৷ টানা ২২ দিন বন্ধ থাকার পর ঐ বছরের ১০ই ডিসেম্বর খুলে দেওয়া হয় ফেসবুক৷

সরকারি হিসেবে বাংলাদেশে এখন ফেসবুক ব্যবহারকারী ২ কোটি ৩৩ লাখ৷ এদের মধ্যে ১কোটি ৭০ লাখ পুরুষ আর ৬৩ লাখ নারী৷ ফেসবুক ব্যবহারকারীদের শতকরা ৯৩ ভাগের বয়স ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ