শুধু আইন নয়, সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন জনসচেনতা
২০ এপ্রিল ২০১১নৌমন্ত্রী এবং সাবেক সড়ক পরিবহন নেতা শাহজাহান খান এমপি দাবি করছেন, সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে হত্যা মামলা দায়ের করা যাবেনা৷ দুর্ঘটনার মামলা দায়ের করতে হবে৷ তিনি মোটর শ্রমিকদের সমাবেশে জানান, ইতিমধ্যেই যেসব হত্যা মামলা দায়ের করা হয়েছে তা দুর্ঘটনার মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে৷ তার এই বক্তব্যে বিচলিত আইনজ্ঞরা৷ আইনবিদ ড. শাহদীন মালিক কলেছেন, হত্যা না দুর্ঘটনা তা আগেই আইন দিয়ে নির্দষ্ট করে দেয়া যায়না৷ আর কোন বিশেষ গোষ্ঠীর জন্য আলাদা আইন হতে পারেনা৷ তার মতে তদন্তেই বোঝা যাবে কোনটি হত্যা আর কোনটি দুর্ঘটনা৷ আইনি ব্যবস্থা তার ভিত্তিতেই নিতে হবে৷
ড. শাহদীন মালিক বলেন, সড়ক দুর্ঘনার ক্ষেত্র ফৌজদারি মামলা আমাদের দেশে খুব কার্যকর নয়৷ তাই যদি প্রাণহানির ঘটনা না ঘটে তাহলে ফৌজদারি মামলায় না গিয়ে ক্ষতিপুরণের মামলায় গেলে প্রতিকার পাওয়ার সম্ভাবনা বেশি৷ তবে নিহত ব্যক্তির পক্ষেও তার পরিবারের সদস্যরা ক্ষতিপুরণের মামলা করতে পারেন৷ এজন্য আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে৷
এদিকে ‘নিরাপদ সড়ক চাই' আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চন মনে করেন, শুধু চালকদের শাস্তি দিয়েই পরিস্থিতির উন্নতি হবেনা৷ প্রয়োজন সচেতনতা এবং উন্নত সড়ক ব্যবস্থাপনা৷ তবে তারা দুজনই মনে করেন, সড়ক দুর্ঘটনা মানুষের জীবনে যে অপুরণীয় ক্ষতি ডেকে আনে সে জন্য তা প্রতারোধে কঠোর আইনের প্রয়োজন রয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক