শর্তসাপেক্ষে ছয় মাসের কারামুক্তি পাওয়া বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া গুলশানের বাসভবনে স্বেচ্ছা কোয়ারান্টিনে আছেন৷ এই সময়ে তিনি পরিবারের একান্ত ঘনিষ্ঠ দুই একজন ছাড়া কারো সঙ্গে দেখা করবেন না৷
বিজ্ঞাপন
খালেদা জিয়া আপাতত গুলশানের বাসভবনে কোয়ারান্টিনে থাকবেন৷ তিনি নিজেই এমন সিদ্ধান্ত নিয়েছেন৷ টেলিফোনে ডয়চে ভেলেকে বৃহস্পতিবার একথা জানান বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান৷
তিনি বলেন, ‘‘গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর ম্যাডামের পারিবারিক ডাক্তার এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা তার সঙ্গে দেখা করেছেন৷ তাদের কাছে ম্যাডাম ১৪ দিন স্বেচ্ছা কোয়ারান্টিনে থাকার কথা বলেছেন৷
‘‘আজ ম্যাডামের ছোট ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা ওনার সঙ্গে দেখা করেছেন৷ এছাড়া বাইরের আর কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না৷ আর বর্তমান পরিস্থিতিতে বাইরের কারো পক্ষে আসাও সম্ভব নয়৷’’
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে টানা প্রায় ২৫ মাস কারাগারে বন্দি ছিলেন৷
সরকার বয়স ও অসুস্থতা বিবেচনায় নিয়ে তাকে ছয় মাসের জন্য শর্তসাপেক্ষে মুক্তি দিলে বুধবার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে বাড়ি ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী৷ মুক্তির শর্তানুযায়ী এই ছয় মাস তিনি বাড়িতে থেকে চিকিৎসা নিতে পারবেন৷ কিন্তু বিদেশে যেতে পারবেন না৷
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে শায়রুল বলেন, ‘‘জেলে থাকা অবস্থায় তাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে সেগুলোর কাগজপত্র সংগ্রহ করার কথা বলেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা৷’’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বরাত দিয়ে তিনি জানান, ‘‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান তার চিকিৎসার সমন্বয় করবেন এবং ম্যাডামের পরবর্তী চিকিৎসা কিভাবে হবে সে বিষয়েও সিদ্ধান্ত নেবেন৷’’
করোনার কালে খালেদার বাড়ি ফেরা
‘মানবিক বিবেচনায়’ সরকারের নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য কারামুক্তি মিলেছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার৷ গুলশানে নিজ বাড়িতে ফিরে গেছেন তিনি৷
ছবি: Asif Mahmud Ove
খালেদার শর্তসাপেক্ষে মুক্তি ঘোষণা
আইনমন্ত্রী আনিসুল হক ২৪ মার্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেয়ার সরকারি সিদ্ধান্তের কথা জানান৷
ছবি: Asif Mahmud Ove
মুক্তির দিন
দণ্ডের কার্যকারিতা স্থগিত করে মুক্তির আদেশের নথি প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের হাত ঘুরে ২৫ মার্চ স্থানীয় সময় বিকাল ৩টার পর বঙ্গবন্ধু মেডিকেলে পৌঁছায়৷ তারপরই প্রায় ২৫ মাস পর কারাগার থেকে বাড়িতে ফেরেন খালেদা জিয়া৷
ছবি: Asif Mahmud Ove
নেতাকর্মীদের ভিড়
খালেদা জিয়ার মুক্তির খবর পেয়ে বুধবার সকালের পর থেকেই বিএনপির নেতা-কর্মীরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে জড়ো হন৷ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাও সেখানে উপস্থিত ছিলেন৷
ছবি: Asif Mahmud Ove
ভাইয়ের সঙ্গে গাড়িতে খালেদা
নেতা-কর্মীদের ভিড় আর স্লোগানের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা হাসপাতাল থেকে বের হয়ে নিজের নিশান পেট্রোল গাড়িতে উঠেন৷ তার ছোট ভাই শামীম এস্কান্দার ছিলেন চালকের আসনে৷ শামীমের স্ত্রী কানিজ ফাতেমাও ছিলেন ওই গাড়িতে৷
ছবি: Asif Mahmud Ove
মানবিক কারণে মুক্তি
বয়স এবং অসুস্থতার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷
ছবি: Asif Mahmud Ove
গুলশানে নিজ বাড়িতে
শামীম এস্কান্দার নিজে গাড়ি চালিয়ে খালেদাকে গুলশানে তার বাড়ি ‘ফিরোজায়’ পৌঁছে দেন৷ মুক্তির শর্তানুযায়ী খালেদাকে এই ছয়মাস নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিতে হবে৷ এ সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না৷
ছবি: Asif Mahmud Ove
যে কারনে কারাবাস
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন৷