1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুধু চোখের নয়

গুডরুন হাইসে/আরবি২৪ মে ২০১৩

ভবিষ্যতে এমন হতে পারে, চোখের সমস্যা নিয়ে আপনি চক্ষু চিকিত্সকের কাছে গেলেন, কিন্তু তিনি আপনাকে পরামর্শ দিলেন, ‘আপনি গাইনোকোলজিস্টকে দেখান, মনে হচ্ছে আপনার স্তনের ক্যানসার হয়েছে৷’ এই রকম সম্ভাবনার কথা বললেন প্রফেসর কোনেন৷

ছবি: Fotolia/Serg Zastavkin

কথায় বলে না, ‘চোখ দিয়ে যায় চেনা...?' বিশেষ করে রোগীর যদি ক্যানসার ছড়িয়ে যায় এবং মারাত্মক আকার ধারণ করে, তাহলে চোখের পেছনে মেটাসটেসিস-এ ঘটনাটা প্রত্যক্ষ করতে পারেন চক্ষু চিকিৎসক৷ অন্যান্য অনেক অসুখ বিসুখের লক্ষণও ধরতে পারেন চোখের ডাক্তার৷ যেমন ডায়বেটিস, উচ্চরক্তচাপ, মাল্টিপল এসক্লেরোসিস বা এমএস ইত্যাদি৷ অনেক সময় নিয়মিত চোখ পরীক্ষা করাতে এসে ধরা পড়ে এই সব রোগ৷

বাত ও লিভারের সমস্যা হলেও ধরা পড়ে চোখ দেখে৷ চোখ হলুদ হলে বোঝা যায় যকৃতের কোনো অসুখ আছে রোগীর৷ এমনকি অনেক সময় হেপাটাইটিস-এর মতো কঠিন অসুখও চোখ দেখে ধরা পড়ে৷

ডায়বেটিস হলে

পড়তে অসুবিধা হলে কেউ যদি চশমার জন্য চোখের ডাক্তারের কাছে যান, তিনি একথা শুনলে নিশ্চয়ই অবাক হবেন, ‘আপনার ডায়বেটিস হয়েছে'৷ ডায়বেটিসের কারণে চোখে বেশ কিছু রোগ দেখা দিতে পারে৷ জটিলতা বৃদ্ধি পেলে চোখের দৃষ্টি একেবারে হারিয়েও যেতে পারে৷

প্রতিবেদনের বাকি অংশ পড়তে ক্লিক করুন এখানে...

ডায়বেটিসজনিত চোখের সমস্যাগুলোর মধ্যে মারাত্মক রোগ হলো রেটিনোপ্যাথি৷ এর ফলে চোখের দৃষ্টিশক্তির ভীষণ ক্ষতি হয়৷ ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে এটি ধীরে ধীরে হয়৷ আর তা না হলে রোগটি দ্রুত হয়৷ অক্ষি গোলকের সবচেয়ে পাতলা আবরণ হলো রেটিনা৷ কর্নিয়া ও লেন্সের মধ্য দিয়ে রেটিনায় আসা ছবি মস্তিষ্কে পৌঁছালে আমরা দেখতে পাই৷ ডায়বেটিসের প্রভাবে রেটিনার রক্তনালী ও কোষে সমস্যা দেখা দেয়৷ ফলে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমতে থাকে৷ রোগী এক সময় পুরোপুরি অন্ধ হয়ে যায়৷ এছাড়া চোখের ছানি, চোখে অন্তঃচাপ বৃদ্ধি বা গ্লাউকোমা, স্নায়ুজনিত রোগ ইনফেকশন, ঘন ঘন চোখের দৃষ্টিশক্তির পরিবর্তন ইত্যাদিও হতে পারে ডায়বেটিস হলে৷

বাত ও লিভারের সমস্যা হলেও ধরা পড়ে চোখ দেখেছবি: picture-alliance/dpa

ডায়বেটিসের কারণে জার্মানিতে প্রায় ৩০ হাজারের মতো ব্যক্তি দৃষ্টিশক্তি হারিয়েছেন৷ এর সঙ্গে যুক্ত হচ্ছে বছরে ২০০০ জন৷ চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর বের্টল্ড সাইটৎস জানান, চিকিৎসার অন্যান্য বিভাগের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রাখতে হয়৷ তাঁর ভাষায়, ‘‘প্রতিদিন ৬০ থেকে ৭০ জন রোগী আমাদের ক্লিনিকে আসেন৷ এর মধ্যে এমন রোগীর সংখ্যাও কম নয়, যাদের চোখের সমস্যা দেখে আমরা বুঝতে পারি যে, অন্যান্য অসুখের সঙ্গে এর একটা যোগাযোগ আছে৷''

স্নায়ুর রোগে

শুধু ডায়বেটিস ও উচ্চরক্তচাপই নয়, মাল্টিপল এসক্লেরোসিস-এর মতো স্নায়ুর রোগ থেকেও চোখে সমস্যা দেখা দিতে পারে৷ এটি একটি স্নায়ুতন্ত্রের প্রদাহজনিত অটোইমিউন রোগ৷ অর্থাৎ শরীরের নিজের প্রতিরোধ শক্তি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে৷ এই রোগে মস্তিষ্ক, মেরুদণ্ড এবং অপটিক স্নায়ু আক্রান্ত হতে পারে৷ এর ফলে ভারসাম্যের সমস্যা, কথা ও দৃষ্টির সমস্যা, ক্লান্তি ও ডিপ্রেশন দেখা দিতে পারে৷

এই অসুখের কারণে চোখের সমস্যা হলে রোগী ‘ডাবল ভিশন' দেখে৷ দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়৷ এই রোগ পুরোপুরি ভালো হয় না৷ তবে সঠিক সময়ে ধরা পড়লে থেরাপি দিয়ে নিয়ন্ত্রণে রাখা যায়৷

প্রতিবেদনের বাকি অংশ পড়তে ক্লিক করুন এখানে...

বাতেও

চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণে চোখের সঙ্গে অন্যান্য রোগ ব্যাধির সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ছবি: picture-alliance/dpa

হাড় ও মাংসপেশির রোগ বাত থেকেও চোখে সমস্যা দেখা দিতে পারে৷ যদিও বাত থেকে চোখের অসুখ, কথাটা বিস্ময়ের সৃষ্টি করতে পারে ৷ পায়ের বিভিন্ন জয়েন্টে ব্যথা, মাজা ও হাঁটুতে ব্যথা ইত্যাদি থেকে চোখের বিভিন্ন উপসর্গ শুরু হতে পারে৷ যেমন কর্নিয়ায় ঘা, পানি পড়া, আলোতে চোখ খুলতে না পারা, চোখে শুষ্কতা, চোখের সাদা অংশ ও রক্তনালীতে প্রদাহ ইত্যাদি৷ সময়মতো চিকিৎসা শুরু করা না গেলে এই সব উপসর্গ থেকে রোগী অন্ধ হয়ে যেতে পারেন৷

সব ক্ষেত্রে পারদর্শী

এই কারণে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণে চোখের সঙ্গে অন্যান্য রোগ ব্যাধির সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়৷ চোখের চিকিৎসা শুধু ছানি অপারেশন, ও গ্লাউকোমার থেরাপিতেই সীমাবদ্ধ নয়৷ এর ব্যাপ্তিটা আরো অনেক বেশি৷ বলেন প্রফেসর ব্যার্টল্ড সাইটৎস৷ বিষয়টি অনেক রোগীই বুঝতে পারেন৷ চক্ষু চিকিৎসককে জানান কৃতজ্ঞতা৷ কেননা তাঁর কাছে না এলে আসল অসুখটি যে ধরাই পড়তো না৷ মারাত্মক পরিণতির দিকে এগিয়ে যেত৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ