1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডোপপাপী আর্মস্ট্রং

১১ অক্টোবর ২০১২

স্বর্গ থেকে পতন হয়েছে তাঁর৷ ছিলেন সাইক্লিংয়ের সর্বকালের সেরা৷ এখন সেই ল্যান্স আর্মস্ট্রংয়ের ঘাড়েই ক্রীড়া ইতিহাসের অন্যতম সেরা প্রতারকের দুর্নাম৷

ছবি: picture-alliance/dpa

যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী সংস্থা ইউএসএডিএ ২০০ পৃষ্ঠার সংক্ষেপিত এক রিপোর্ট প্রকাশের পর কি আর্মস্ট্রং আর কিছু বলবেন? বলতেই পারেন৷ আগের মতো এখনও নিজেকে নির্দোষ দাবি করতেই পারেন তিনি৷ বলতে পারেন এসবই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র, তাঁকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা৷ কিন্তু এ রিপোর্ট পড়ার পর কেউ কি সেটা বিশ্বাস করবেন? সেখানে ২৬ জন সরাসরি দাবি করছেন যে আর্মস্ট্রং ড্রাগ নিয়েই টানা সাতবার ‘ট্যুর দ্য ফ্রঁস' জিতে গড়েছেন ইতিহাস, ২৬ জনের মধ্যে ১১ জন আবার আর্মস্ট্রংয়েরই সাবেক সতীর্থ!

আরো অবাক করার বিষয় হলো, সেই ১১ জনের মধ্যে জর্জ হিনকাপিও আছেন৷ ‘ট্যুর দ্য ফ্রঁস'-এ আর্মস্ট্রংয়ের অধিকাংশ সাফল্যেরই অংশীদার তিনি৷ এই হিনকিনাপিও বলেছেন আর্মস্ট্রং শুধু ড্রাগ নেননি, ড্রাগ কেলেঙ্কারিতে যাঁরা জড়িত তাঁদের নেতাও সাইক্লিংয়ের এই সাবেক সুপারস্টার৷ আর্মস্ট্রং শুধু পারফরম্যান্স বাড়ানোর ড্রাগ নিজে নিতেন না, আর কাকে কাকে নিতে হবে তাও বলে দিতেন!

ল্যান্স আর্মস্ট্রংছবি: dapd

১০০০ পৃষ্ঠার এক ‘ডোসিয়ার' থেকে কেটেছেঁটে মাত্র ২০০ পৃষ্ঠা প্রকাশ করেছে ইউএসএডিএ৷ তাতেই চক্ষু চড়কগাছ হবার জোগার৷ ক্যান্সারজয়ী আর্মস্ট্রং প্রতারণা করেননি এ কথা তারপর ভাবতেও কষ্টই হবে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগুণতি ভক্তের৷

কে ভক্ত ছিলেন না ল্যান্স আর্মস্ট্রংয়ের? রাষ্ট্রনায়ক, চিত্রনায়ক থেকে ক্রীড়াঙ্গনের সুপারস্টার কিংবা সম্ভাবনাময় কোনো তরুণ - যে যখনই বিপর্যয়ের মুখোমুখি হয়েছেন, প্রেরণা খুঁজেছেন আর্মস্ট্রংয়ের কাছে৷ সর্বশেষ দৃষ্টান্ত যুবরাজ সিং৷ ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতালেন৷ কিছুদিন পরই জানা গেল যুবরাজের ক্যান্সার৷ কী হবে, কোথায় চিকিৎসা হবে, আবার ক্রিকেটে ফিরতে পারবেন কিনা আগের রূপে - এসব প্রশ্নের উত্তর খুঁজতে সবাই যখন অতিব্যস্ত, ‘যুবি' তখন জানালেন চিকিৎসক চিকিৎসা করে দেহের রোগ সারাতে পারবেন, কিন্তু মনের জোর বাড়াতে কথা বলবেন তিনি ল্যান্স আর্মস্ট্রংয়ের সঙ্গে৷ বলেছেনও৷ সুস্থ হয়ে যুবরাজ ফিরেছেন ক্রিকেটে৷ ফিরতে না ফিরতেই এবার পেলেন পাকা খবর৷ যুক্তরাষ্ট্রের মাদক বিরোধী সংস্থা ইউএসএডিএ ২০০ পৃষ্ঠার রিপোর্ট তাঁকেও হতাশ করবে নির্ঘাত৷

তারকার পতনে এমন অনুভূতি হয়েই থাকে৷ ক্রীড়াঙ্গনে এসব নতুন কিছু নয়৷ তবে কলঙ্কিত নায়ক-নায়িকাদের তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে দিন দিন, এটাই বড় বেদনার৷ দিয়েগো মারাদোনা, বেন জনসন, মারিয়ন জোন্স, শেন ওয়ার্ন হয়ে ল্যান্স আর্মস্ট্রং৷ ড্রাগ কেলেঙ্কারিতে জড়ানো ক্রীড়াতারকাদের তালিকাটা সত্যিই সুপারস্টারে ঠাসা!

এসিবি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ