1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুধু পঞ্চম শ্রেণি, এসএসসি ও এইচএসসির ক্লাস প্রতিদিন

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৫ সেপ্টেম্বর ২০২১

প্রায় ১৭ মাস বন্ধ থাকার পর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ১২ সেপ্টেম্বর থেকে৷ রবিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেন৷ আর এজন্য ৩৭টি গাইডলাইনও দেয়া হয়েছে৷

Bangladesch 2019 | Besuch Bildungsminister Dipu Moni
ছবি: Abdullah Al Momin/bdnews24.com

পঞ্চম শ্রেণি, এসএসসি ও এইচএসসির সব দিনই ক্লাস হবে৷ তবে অন্যন্য শ্রেণির ক্লাস হবে সপ্তাহে একদিন৷ স্বাস্থ্যবিধি মেনে এইসব ক্লাস হবে বলে তিনি জানান৷ তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর আগ্রহ  ১২ বছরের বেশি যাদের বয়স তাদেরও যেন টিকা দোয়ার ব্যবস্থা নেয়া হয়৷ আর এখন যাদের ১৮ বছরের বেশি বয়স সেই সব শিক্ষার্থী অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে৷''

সব শিক্ষার্থী অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবে: দীপুমনি

This browser does not support the audio element.

এদিকে নভেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার ঘোষণা আগেই দেয়া হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষা নেয়ারও প্রস্তুতি আছে৷ আর সব কিছু ঠিক থাকলে সব ক্লাসের বার্ষিক পরীক্ষাও নেয়ার আশা আছে৷

আগামী ৯ অক্টোবরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরকার ও পরামর্শক কমিটির গাইডলাইন মেনে খোলার জন্য প্রস্তুত করতে হবে৷  মাস্ক বাধ্যতমূলক৷ মাস্ক ছাড়া কেউ ক্লাসে যেতে পারবে না৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান বলেন, ‘‘বছরের পর পর বছর তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা যাবে না৷ তাই সরকার শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক৷ কিন্তু সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে পুরোপুরি৷''

তার মতে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক, ছাত্র, কর্মাচারী সবাইকে টিকা দিতে হবে৷ মাস্ক হতে হবে বাধ্যতামূলক৷

আগে ৬০ লাখ টিকা নিশ্চিত করতে হবে: মশিউর

This browser does not support the audio element.

তিনি আরো বলেন, ‘‘তবে মনে রাখতে হবে শুধু পরীক্ষা নেয়াই যেন খোলার উদ্দেশ্য না হয়৷ শিক্ষার্থীদের শিক্ষার মান বজায় রাখার দিকে যেন নজর দেয়া হয়৷''

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘‘শিক্ষামন্ত্রীর সাথে আগে আমাদের যে আলোচনা হয়েছে তাতে বিশ্ববিদ্যালয়গুলো পরিস্থিতি বিবেচনা করে নিজেদের সিদ্ধান্তে খুলবে৷ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩০ লাখ শিক্ষার্থী পড়াশুনা করে৷ যদি সবাইকে ক্লাসে আনতে হয় তাহলে তার আগে ৬০ লাখ টিকা নিশ্চিত করতে হবে৷ এই শিক্ষার্থীদের মধ্যে আট লাখের এনআইডি আছে, বাকিদের নাই৷ এনআইডি ছাড়া টিকা দেয়া গেলেও সনদ পাওয়া যাবেনা৷ এই বাস্তব অবস্থা বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজলোতে আমরা হয়তো সশরীরে পরীক্ষা নিতে পারব৷ কিন্তু ক্লাস আরো অনেক দিন অনলাইনে নিতে হবে৷ আর কলেজগুলোর ক্লাসরুম তো এত বেশি নাই যে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ক্লাসে নেয়া যাবে৷''

এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঠিক সময়: শহীদুল্লাহ

This browser does not support the audio element.

তার মতে, সংক্রমণ কম গেছে মানে করোনা চলে যায়নি৷ এখনো শতকরা পাঁচভাগের নিচে নামেনি৷ তাই চাইলেই সব কিছু করা যাাবেনা৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, করোনা সংক্রান্ত জাতীয় পরার্শক কমিটির গাইডলাইন মেনেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা হবে৷ তাদের সাথে পরামর্শ করেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা.মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘‘এখন সংক্রমণ ১০ ভাগের নিচে৷ টিকা দেয়া হচ্ছে এবং আরো টিকা আসছে৷ ফলে এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলার সঠিক সময়৷ আমরা সরকার,  শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবদের জন্য একটি গাইডলাইন দিয়েছি৷ এটা সবার জন্য প্রকাশ করা হবে৷ এই গাইডলাইন অনুসরণ করলে আশা করি কোনো সমস্যা হবেনা৷ স্বাস্থ্যবিধি মানতেই হবে৷''

করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ