1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভালো দৃষ্টান্ত

১৭ এপ্রিল ২০১২

বাংলাদেশের রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত’র পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখছেন সুশীল সামাজের প্রতিনিধিরা৷ তাঁরা মনে করছেন, এটা গণতন্ত্রের জন্য একটি ভালো দৃষ্টান্ত৷ এতে করে জবাবদিহিতার জায়গা সৃষ্টি হলো৷

ছবি: DW

সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ওমর ফারুক তালুকদারের গাড়িতে ৭০ লাখ টাকার ঘটনায়, তাঁর নিজের পদত্যাগের বিষয়টি নীলকন্ঠের সঙ্গে তুলনা করেন৷ আর বাংলাদেশের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বললেন, এটি একটি ভালো দৃষ্টান্ত৷ তিনি আশা করেন, এখন তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে শান্তির আওতায় আনতে হবে৷

আর টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, রেলমন্ত্রী পদত্যাগ করে রাজনীতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করলেন৷ এতে জবাবদিহিতার জায়গা তৈরি হল৷ ভবিষ্যতে সরকারি ও বিরোধী উভয়ই দলই এই দৃষ্টান্ত অনুসরণ করবেন বলে তাঁর আশা৷

সুলতানা কামালছবি: Ain o Shalish

এদিকে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, রেলমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে পুরো সরকারই দুর্নীতিবাজ৷

জবাবে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিরোধী দল ইস্যু খুঁজতে পারে৷ কিন্তু প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন৷ বিএনপি যখন ক্ষতায় ছিল, তখন অনেক অভিযোগ উঠলেও তারা ব্যবস্থা নেয়ার মতো সৎ সাহস দেখায়নি৷

অন্যদিকে, রেলমন্ত্রীর পদত্যাগের পর এখনো রেলমন্ত্রী হিসেব নতুন কাউকে দায়িত্ব দেয়া হয়নি৷ তবে আজ-কালের মধ্যেই নতুন রেলমন্ত্রী নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ