1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদে যেতে চায় বিএনপি

২৯ ডিসেম্বর ২০১১

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে বিএনপি’র অংশগ্রহণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সরকারি দল৷ আর চট্টগ্রামের রোডমার্চ সফল করতে বিএনপি আগের মত এবারও সরকারের সহায়তা চেয়েছে৷

Bangladesh Nationalist Party, or BNP, Chairperson Khaleda Zia gestures at a press conference in Dhaka, Bangladesh, Tuesday Oct. 2, 2001. Former Prime Minister Khaleda Zia's coalition, which includes three Islamic fundamentalist parties, appeared headed for a landslide win in Bangladesh's parliamentary elections, according to unofficial vote counts Tuesday. (AP Photo/Amit Bhargava)
খালেদা জিয়া - ফাইল ফটোছবি: AP

প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, তারা শুধু সংলাপে নয় সংসদেও যেতে চায়৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগির বলেছেন, তারা কখনোই সংসদে না যাওয়ার কথা বলেননি৷ তারা বলেছেন, সংসদে তাদের কথা বলতে দিতে হবে৷ তারা সংসদ বর্জন করেননি, অধিবেশনে যাচ্ছেন না৷ কথা বলার সুযোগ দিলে অবশ্যই বিএনপি সংসদে যাবে৷

কথা বলার সুযোগ দিলে বিএনপি সংসদে- মির্জা ফখরুলছবি: DW

আগামী ৮ ও ৯ই জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামে লংমার্চ কর্মসূচি পালন করবে বিএনপি৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এই লংমার্চের জন্য তারা ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টদের চিঠি দিয়ে সহযোগিতা চেয়েছেন ৷ তিনি আশা করেন, সরকার আগেরমতই এবারের লংমার্চ সফল করতে তাদের সহায়তা করবে৷তবে সহযোগিতা বা অসহযোগিতার সঙ্গে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়ার কোন সম্পর্ক নেই বলে জানান মীর্জা ফখরুল৷

তিনি জানান, ৪ দলীয় জোট সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে শিগগিরই৷ তখনই জানা যাবে ৪ দলীয় জোটের বর্ধিত কলেবরে আরো কারা থাকছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ