1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুধু স্বপ্ন নয়, এবার ইতিহাসও বেচবেন সলমন খান

২ সেপ্টেম্বর ২০১১

একের পর এক সাফল্যের পর বলিউডের স্বপ্নের সওদাগর সলমন খানের খ্যাতি এখন তুঙ্গে৷ এবার তিনি ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘হিস্ট্রি’ টেলিভিশন চ্যানেলের ‘ব্র্যান্ড অ্যাম্ব্যাসাডার’ হিসেবেও কাজ করবেন৷

সলমন খানছবি: AP

‘হিস্ট্রি' চ্যানেল অ্যামেরিকার গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে জনপ্রিয় হয়ে উঠেছে৷ ইতিহাসের বিভিন্ন ঘটনা সম্পর্কে তথ্যচিত্র, বিশ্লেষণ ও ইতিহাসের নিত্য নতুন মূল্যায়ন বিষয়টিকে দর্শকদের কাছে সতেজ করে তোলে৷ ভারতের ‘টিভি এইটিন' সংস্থার সঙ্গে সহযোগিতার মাধ্যমে ‘হিস্ট্রি' চ্যানেল সারা দেশে ছড়িয়ে পড়েছে৷ এবার এই চ্যানেলের জনপ্রিয়তা আরও বাড়াতে আসরে নামছেন বলিউড তারকা সলমন খান৷ তিনি নিজেও এই চ্যানেলের অনুষ্ঠান দেখতে ভালোবাসেন৷ সলমন বলেছেন, ‘‘হিস্ট্রি চ্যানেল ইতিহাস সম্পর্কে এমন অপ্রত্যাশিত অনুষ্ঠান প্রচার করে, যে এমন ধরণের অনুষ্ঠানের প্রতি দর্শকদের চাহিদা আরও বাড়বে বলে আমি মনে করি৷''

আপাতত চিকিৎসার জন্য মার্কিন মুলুকেই রয়েছেন সলমন৷ ‘ট্রাইজেমাইন্যাল নিউব়্যালজিয়া' নামের জটিল এক স্নায়ু রোগের কারণে এক মার্কিন হাসপাতালে তাঁর অপারেশন হয়েছে৷ ২০০৭ সাল থেকেই এই রোগে ভুগছেন তিনি৷ জানা গেছে, প্রায় ৫ ঘণ্টার অপারেশন সফল হয়েছে৷ কমপক্ষে ১৫ দিন পুরোপুরি বিশ্রাম নিতে হবে তাঁকে৷ কিন্তু বেশিদিন বিশ্রাম নেওয়ার উপায় নেই৷ তারপর সরাসরি ছুটতে হবে দক্ষিণ আফ্রিকায়৷ সেখানে ‘এক থা টাইগার' ছবির শুটিং রয়েছে৷ এদিকে সলমনের নতুন ছবি ‘বডিগার্ড' মুক্তি পাবার প্রথম দুই দিনেই বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে৷ অতএব হাসপাতালের বিছানায় শুয়েও নিজের সাফল্যে সন্তুষ্ট থাকতে পারবেন সলমন খান৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ