1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুভেন্দুকে বিজেপির উপহার গাড়ি, নিরাপত্তা

১৫ ডিসেম্বর ২০২০

অমিত শাহের কাছ থেকেই কি বিজেপির পতাকা নেবেন শুভেন্দু অধিকারী? জোর আলোচনা রাজনৈতিক মহলে।

নন্দীগ্রামে শুভেন্দু-মমতা
ছবি: DW

সপ্তাহান্তেই কি বিজেপিতে যোগ দেবেন শুভেন্দু অধিকারী? জোর আলোচনা রাজনৈতিক মহলে। যার কেন্দ্রে রয়েছে স্পেশাল ইন্টেলিজেন্স ব্যুরোর (এসআইবি) থেকে পাওয়া একটি তথ্য। এসআইবি-র সূত্র জানাচ্ছে, শুভেন্দু অধিকারীর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুলেটপ্রুফ গাড়ি এবং বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করে ফেলেছে। যদিও শুভেন্দুরঅনুগতেরা ডয়চে ভেলেকে জানিয়েছেন, অন্য দলে যোগ দেওয়ার আগে শুভেন্দু কোনোভাবেই তা গ্রহণ করবেন না। শুভেন্দুর ঘনিষ্ঠ মহল অবশ্য ইঙ্গিত দিয়েছে দ্রুত বিজেপিতে যোগ দিতে পারেন মেদিনীপুরের এই গুরুত্বপূর্ণ নেতা।

আগামী শনিবার পশ্চিমবঙ্গে সভা করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুদিন আগে পর্যন্ত তিনিই ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এখন সভাপতি জেপি নাড্ডা। কিন্তু অমিত শাহকেই এখনো দলের মূল কান্ডারি হিসেবে ধরা হয়। বিজেপির এক সূত্র জানাচ্ছে শনিবার পশ্চিমবঙ্গে শাহের হাত থেকেই দলের পতাকা তুলে নিতে পারেন শুভেন্দু। সে ক্ষেত্রে তারপরেই কেন্দ্রীয় সরকারের গাড়ি এবং নিরাপত্তা গ্রহণ করতে পারেন তিনি।

পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন শুভেন্দু। কিছুদিন আগে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। তখন থেকেই শুভেন্দু দলবদল নিয়ে আলোচনা শুরু হয়। মাঝে মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর এবং দলের দুই প্রবীণ নেতার সঙ্গে শুভেন্দুর বৈঠক হয়। সূত্র জানিয়েছে, সেই বৈঠকে অভিষেকের ফোন থেকে মমতাও শুভেন্দুর সঙ্গে কথা বলেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। শুভেন্দু স্পষ্টই জানিয়ে দেন, তৃণমূলে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। এরপরেই প্রশ্ন ওঠে শুভেন্দু কি বিজেপিতে যোগ দেবেন, নাকি নিজের দল তৈরি করবেন!

বিজেপির শীর্ষ সূত্র জানাচ্ছে, শুভেন্দু বিজেপিতেই যোগ দেবেন। অমিত শাহের উপস্থিতিতেই দলে যোগ দিতে চেয়েছেন তিনি। ফলে সব ঠিক থাকলে এই সপ্তাহান্তেই তিনি দলে যোগ দিতে পারেন। তারই উপর এসআইবি-র তথ্য বিজেপি সূত্রের তথ্যের সঙ্গে মিলে যাচ্ছে।

মন্ত্রিত্ব ছাড়ার পরেই শুভেন্দু রাজ্য সরকারের দেওয়া গাড়ি এবং জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা ছেড়ে দিয়েছিলেন। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে পশ্চিমবঙ্গ পুলিশ তাঁকে আলাদা করে নিরাপত্তা দিয়েছিল। এ বার কেন্দ্রীয় সরকার সেই নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেওয়ার কথা জানিয়েছে। বিশেষ বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হচ্ছে শুভেন্দুকে। সঙ্গে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা। তবে প্রয়োজনে তা জেড প্লাসও করা হতে পারে বলে সূত্র জানাচ্ছে।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ