২০২১ সালে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে ভেবে যাঁরা অতি উৎসাহী, তাঁদেরই একাংশ ভাবছেন শুভেন্দু অধিকারী হবেন রাজ্যে বিজেপির নতুন মুখ।
বিজ্ঞাপন
অমিত শাহ–র বাংলা সফর উপলক্ষ্যে কলকাতার রাস্তায় বিজেপির যত হোর্ডিং লেগেছিল, সেগুলোর পাশে আরও একটা হোর্ডিং সবার নজর কেড়েছিল। সদ্য দল বদল করে তৃণমূল থেকে বিজেপি–তে আসা, পশ্চিম মেদিনীপুরের নেতা, প্রাক্তন সাংসদ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরাট মাপের ছবি–সহ সেই হোর্ডিংয়ের মূল বক্তব্য ছিল— বাংলা এবার নতুন নেতার হাতে। অমিত শাহ ফিরে যাওয়ার পরই অবশ্য বেছে বেছে শুভেন্দুর হোর্ডিংগুলো খুলে নেওয়া হয়েছে। ব্যানার টেনে ছিঁড়ে নিয়ে ফেলে দেওয়া হয়েছে কোথাও, রাস্তার ধারে পড়ে আছে ভাঙাচোরা ফ্রেম। তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির খাস তালুক দক্ষিণ কলকাতায় এই ছবি নির্ভুল বুঝিয়ে দিচ্ছে, দলত্যাগী শুভেন্দুর রাজনৈতিক লড়াইটা ঠিক কী রকম হতে চলেছে।
ভারতের কোন রাজনৈতিক দল কতটা ধনী?
২০১৬-১৭ সালে ভারতের সাতটি জাতীয় দলের আয় ছিল মোট ১,৫৯৯ কোটি টাকা৷ এদের মধ্যে বিজেপির অঙ্কটা ছিল সবচেয়ে ওপরে– ১, ০৩৪.২৭ কোটি টাকা৷ এবারে দেখা যাক কোন দল কতটা ধনী...
ছবি: DW
ভারতীয় জনতা পার্টি
দিল্লির এক সংস্থা এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, এক বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টির এক হাজার কোটি টাকার বেশি আয় হয়েছে৷ অবশ্য এর জন্য ৭১০ কোটি টাকা দলের খরচ হয়েছে৷ ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে বিজেপির আয় ৮১ দশমিক ১ শতাংশ বেড়েছে৷
ছবি: Getty Images/AFP/M. Kiran
কংগ্রেস
রাজনীতির প্রভাবের মতোই তহবিলের ক্ষেত্রেও কংগ্রেস বিজেপির থেকে অনেক পিছিয়ে৷ ২০১৬-১৭ সালে কংগ্রেস দলের আয় হয়েছে ২২৫ কোটি টাকা, যেখানে এর জন্য খরচ হয়েছে ৩২১ কোটি টাকা৷ মানে খরচ আয়ের চেয়ে ৯৬ কোটি টাকা বেশি৷ এক বছর আগের তুলনায় দলের আয় ১৪ শতাংশ কমেছে৷
ছবি: Reuters/A. Dave
বহুজন সমাজ পার্টি
মায়াবতীর বহুজন সমাজ পার্টি এক বছরের মধ্যে ১৭৩ দশমিক ৫৮ কোটি টাকা আয় করেছে৷ এর জন্য ৫১ দশমিক ৮৩ কোটি টাকা খরচ হয়েছে৷ ২০১৬-১৭-তে এই দলের আয় ১৭৩ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে৷ দলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ লোকসান হয়েছে বটে, কিন্তু আমদানি বাড়ছে৷
ছবি: DW/S. Waheed
ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি
শরদ পাওয়ারের এ দলের আয় ২০১৬-১৭ তে ৮৮ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে৷ ২০১৫-১৬ তে যেখানে এই দলে ৯ দশমিক ১৩ কোটি টাকা আয় হয়েছে, ২০১৬-১৭ তে এই আয় বেড়ে ১৭ দশমিক ২৩ কোটি টাকা হয়েছে৷ এনসিপি মূলত মহারাষ্ট্র্রের রাজনৈতিক দল, কিন্তু অন্য রাজ্যে এর উপস্থিতি রয়েছে এবং এটি একটি জাতীয় দল৷
ছবি: AP
তৃণমূল কংগ্রেস
তথ্য বলছে, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের আয় ৮১ দশমিক ৫২ শতাংশ পড়তির দিকে ছিল৷ জাতীয় দলের যোগ্যতা সম্পন্ন এই দলের আয় ৬ দশমিক ৩৯কোটি টাকা এবং খরচ ছিল ২৪ দশমিক ২৬ কোটি টাকা৷ লোকসভাতে ৩৪ সদস্য বিশিষ্ট এই তৃণমূল কংগ্রেস ২০১১ থেকে পশ্চিমবঙ্গে রাজত্ব করছে৷
ছবি: DW
সিপিএম
২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে সীতারাম ইয়েচুরির নেতৃত্বে সিপিএম দলের আয় ৬ দশমিক ৭২ শতাংশ কম হয়েছে৷ ২০১৬-১৭ সালে দলে ১০০ কোটি টাকা আয় হয়েছে, যেখানে খরচ হয়েছে ৯৪ কোটি টাকা৷ সাম্প্রতিক সময়ে অবশ্য সিপিএমের রাজনৈতিক প্রভাব বেশ স্তিমিত৷
ছবি: Getty Images/AFP/D. Dutta
সিপিআই
জাতীয় দলগুলির মধ্যে সবচেয়ে কম আয় সিপিআইয়ের৷ ২০১৬-১৭ সালে দলে ২ দশমিক ০৭৯ কোটি টাকা আয় হয়েছে, যেখানে খরচ হয়েছে ১ দশমিক ৪ কোটি টাকা৷ লোক সভা এবং রাজ্যসভাতে সিপিআইয়ের একজন করে সাসংদ আছে৷ কেরালাতে এই দলের ১৯ বিধায়ক এবং পশ্চিমবঙ্গে ১ বিধায়ক রয়েছে৷
ছবি: DW/S.Waheed
সমাজবাদী পার্টি
অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ২০১৬-১৭ সালের ৮২.৭৬ কোটি টাকা আয় করে সবচেয়ে ধনী জাতীয় দল৷ কীভাবে? এর জন্য দলের ১৪৭ দশমিক ১ কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে৷ মানে দল আয় থেকে বেশি ব্যয় করেছে! কাজেই ধনী তো বটেই!
ছবি: DW
তেলেগু দেশম পার্টি
অন্ধ্রপ্রদেশের শাসনের দায়িত্বে থাকা তেলেগু দেশম পার্টি ২০১৬-১৭ সালে ৭২ দশমিক ৯২ কোটি টাকা আমদানি করেছে৷ এর জন্য খরচ হয়েছে ২৪ দশমিক ৩৪ কোটি টাকা৷ দলের দায়িত্ব চন্দ্রবাবুর হাতে, তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে!
ছবি: picture-alliance/dpa/Str
এআইডিএমকে এবং ডিএমকে
তামিলনাড়ুর শাসক দলের আসনে থাকা এআইডিএমকে ২০১৬-১৭ সালে ৪৮ দশমিক ৮৮ কোটি টাকা আয় করেছে যেখানে খরচ ছিল ৮৬ দশমিক ৭৭ কোটি টাকা৷ এর প্রতিদ্বন্দ্বী ডিএমকে ২০১৬-১৭ সালের ভেতর আয় করেছে ৩ দশমিক ৭৮ কোটি টাকা৷ যেখানে এদের খরচ ছিল ৮৫ দশমিক ৬৬ কোটি টাকা৷
ছবি: picture-alliance/dpa
এআইএমআইএম
সঞ্চয়ের কথা যদি বলেন, তাহলে আসাদউদ্দীনের এআইএমআইএম দলের নাম সবার আগে৷ ২০১৬-১৭ তে ৭ দশমিক ৪২ কোটি টাকা আয় এবং এর জন্য খরচ মাত্র ৫০ লাখ৷ মানে দল ৯৩ শতাংশ লাভ করেছে!
ছবি: Imago/Hindustan Times/S. Mehta
11 ছবি1 | 11
অবশ্য এর পরেও আলোচনা বন্ধ হচ্ছে না, যে জননেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা শুভেন্দুই কি আগামীতে পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বের নতুন মুখ? স্থানীয় সংবাদ মাধ্যমের একাংশ এই প্রশ্ন তুলছে। এবং বিভিন্ন সামাজিক সংগঠন বা ক্লাবের নামে যারা শুভেন্দুকে বাংলার নতুন নেতা হিসেবে তুলে ধরছে, তারা তো এটাই ভাবছে যে ভবিষ্যতের কাণ্ডারী শুভেন্দুই। মুখ্যমন্ত্রী পদে মমতা ব্যানার্জির ‘চ্যালেঞ্জার' তিনিই হবেন। বিজেপি ভোটে জিতে এই রাজ্যে ক্ষমতায় এলে শুভেন্দুই সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব পাবেন। এই আশা–আকাঙ্খা এতই প্রবল যে খোদ অমিত শাহ–কে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন শুনতে হয়েছে— কে হবে আপনাদেরমুখ্যমন্ত্রী পদপ্রার্থী? স্বাভাবিক প্রত্যাশা ছিল, শাহ শুভেন্দুর নাম বলবেন। কিন্তু শাহ বলেছেন, সেটা উনি বলতে পারবেন না। মুখ্যমন্ত্রী কে হবেন, সেটা বিজেপির সংসদীয় পর্ষদ ঠিক করে। সেটা ঠিক হলেই সবাইকে জানিয়ে দেওয়া হবে। শাহর সাংবাদিক সম্মেলন থেকে ফেরার পথে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে ফোনে ধরা হলে, তিনি এটুকুই জানাতে পেরেছেন। আর পোস্টার–হোর্ডিংয়ে শুভেন্দুকে আগামী দিনের বাংলার নেতৃত্ব দিয়ে দেওয়া প্রসঙ্গে শমীকবাবুর বক্তব্য, ‘‘এটা অতি উৎসাহী কিছু লোক লাগাচ্ছে। কিছু লোক বিভ্রান্তি তৈরি করার জন্যও লাগাচ্ছে। কিন্তু এ নিয়ে আমাদের দলীয় স্তরে কোনও চর্চা নেই। পার্টি এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এই সিদ্ধান্ত নেয় সংসদীয় বোর্ড। প্রতিপক্ষের কিছু লোকজন বিভ্রান্তি তৈরির জন্য এগুলো লাগাচ্ছে।''
আর বিজেপির রীতিনীতি এবং গঠনতন্ত্র সম্বন্ধে ওয়াকিবহাল রাজনৈতিক পর্যবেক্ষকদের বক্তব্য, সাংগঠনিক পর্যায়ে চূড়ান্ত শৃঙ্খলা মেনে চলা বিজেপি সঙ্ঘ পরিবারের উপদেশের বাইরে এক পাও যাবে না। পশ্চিমবঙ্গে বিজেপি শিবিরে মুখ্যমন্ত্রী হওয়ার মতো কোনও মুখ নেই, এটা তাদের পক্ষে আদৌ কোনও সমস্যা না। উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার আগে অনেকে তাঁর নামও শোনেনি। কাজেই পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা ভোটে যদি বিজেপি শেষ পর্যন্ত জিতেও যায়, মুখ্যমন্ত্রী হওয়ার লোক নিশ্চিতভাবে তৈরি আছেন। শুভেন্দু অধিকারী, বা মুকুল রায়ের মতো তৃণমূল ছেড়ে আসা নেতারা সেই বিজেপি সরকারে নিজস্ব গুরুত্ব অনুযায়ী হয়ত জায়গাও পাবেন। কিন্তু ওইটুকুই। জোট সরকারের বাধ্যতা না থাকলে বিজেপি এমন কাউকে মুখ্যমন্ত্রী করবে, যিনি সঙ্ঘ পরিবারের পতাকা বয়ে নিয়ে যাবেন।