1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চিরতরুণ’ মিক জ্যাগার

২৬ জুলাই ২০১৩

এক পত্রিকা তাচ্ছিল্যভরে নাম লিখেছিল ‘স্ট্রোলিং বোন’৷ নাম আসলে ‘রোলিং স্টোন’৷ রক অ্যান্ড রোল জগতে ৫১ বছর ধরে উন্মাদনার অন্য নাম৷ এ উন্মাদনার কেন্দ্রীয় চরিত্র মিক জ্যাগার৷ বয়স ৭০ হয়ে গেল চিরতরুণ এই সুপারস্টারের৷

English singer Mick Jagger performs with the Rolling Stones during the British Summertime Hyde Park concert in central London on July 13, 2013. AFP PHOTO / CARL COURT (Photo credit should read CARL COURT/AFP/Getty Images)
Mick Jaggerছবি: CARL COURT/AFP/Getty Images

দক্ষিণ লন্ডনের ডার্টফোর্ডের ছেলেটি নাকি ছেলেবেলায় খুব লাজুক ছিল৷ জীবনীকার ফিলিপ নরম্যান না লিখলে ব্রিটিশ রক অ্যান্ড রোল ব্যান্ড রোলিং স্টোনের ‘লিড ভোকাল' মিক জ্যাগারের সবচেয়ে অন্ধ ভক্তটিও বোধহয় এ কথা বিশ্বাস করতেন না৷ নরম্যান এ-ও লিখেছেন, বিটলস-এর জবাব হিসেবে রোলিং স্টোনকে দাঁড় করাতে গিয়ে লাজুক মিককেও ধীরে ধীরে বদলে দিয়েছিলেন ম্যানেজার অ্যান্ড্রু ওল্ডহ্যাম৷

জার্মানিতে আয়োজিত একটি কনসার্টে মিক জ্যাগারছবি: picture-alliance/dpa/dpaweb/W. Hänscheid

সে অনেক আগের কথা৷ লন্ডনের মার্কে ক্লাবে রোলিং স্টোন প্রথমবারের মতো পারফর্ম করেছিল ১৯৬২ সালে৷ তারপর থেকে মিক জ্যাগার আর কিথ রিচার্ডসের কন্ঠের জাদু ভক্তসংখ্যা যে এক, দুই করে কত কোটিতে নিয়ে গেছেন বলা মুশকিল৷ তবে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, গত ৫১ বছরে রোলিং স্টোনের গানের ভেলা ব্রিটেন হয়ে ঘুরে ফেলেছে সারা বিশ্ব৷ ‘আই কান্ট গেট নো', ‘স্যাটিসফেকশন', ‘সিমপ্যাথি ফর দ্য ডেভিল', ‘হঙ্কি টঙ্ক উয়োম্যান', কিংবা মিক জ্যাগারের সিঙ্গেল অ্যালবামের কোনো গানের সময় কোনো কনসার্টে উন্মাদনার ঢেউ লাগবেনা তা প্রায় অকল্পনীয়৷

গত বছরই যুক্তরাষ্ট্র ঘুরে এসেছে রোলিং স্টোন৷ সেই ট্যুরে যুক্তরাষ্ট্রের মানুষ সরাসরি দেখেছে ঊনসত্তরেও তরুণ মিক জ্যাগারকে৷ সেই কণ্ঠ, স্কিন টাইট জিন্স পরে সেই পাগলপারা নাচ – দেখে কে বলবে এতগুলো বসন্ত পার করে ফেলেছেন মিক জ্যাগার?

রোলিং স্টোন, ১৯৬৪ছবি: AP

এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল, জ্যাগার কত বছর বয়স থেকে নারীদের পেছনে ছুটতে শুরু করেছিলেন৷ জীবনে অনেক নারীর আগমন দেখেই এমন প্রশ্ন৷ নারীদের পেছনে ছুটে বেড়ানোর ‘সুখ্যাতি' স্বীকার করে বলেছিলেন, ‘১৮৷' সাত সন্তানের জনক জ্যাগার বিয়ে করেছেন দুবার৷ প্রথম স্ত্রী বিয়াঙ্কার ঘরে আছে একটি সন্তান আর মডেল জেরি হলের ঘরে চারটি৷ বাকি দুই সন্তানের মা দুজন৷ জ্যাগার তাঁদের বিয়ে করেননি৷ সত্তরেও তরুণ মিক জ্যাগারের বান্ধবী এখন যুক্তরাষ্ট্রের ফ্যাশন ডিজাইনার লরেন স্কট৷

এসিবি / এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ