1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘চিরতরুণ’ মিক জ্যাগার

২৬ জুলাই ২০১৩

এক পত্রিকা তাচ্ছিল্যভরে নাম লিখেছিল ‘স্ট্রোলিং বোন’৷ নাম আসলে ‘রোলিং স্টোন’৷ রক অ্যান্ড রোল জগতে ৫১ বছর ধরে উন্মাদনার অন্য নাম৷ এ উন্মাদনার কেন্দ্রীয় চরিত্র মিক জ্যাগার৷ বয়স ৭০ হয়ে গেল চিরতরুণ এই সুপারস্টারের৷

English singer Mick Jagger performs with the Rolling Stones during the British Summertime Hyde Park concert in central London on July 13, 2013. AFP PHOTO / CARL COURT (Photo credit should read CARL COURT/AFP/Getty Images)
Mick Jaggerছবি: CARL COURT/AFP/Getty Images

দক্ষিণ লন্ডনের ডার্টফোর্ডের ছেলেটি নাকি ছেলেবেলায় খুব লাজুক ছিল৷ জীবনীকার ফিলিপ নরম্যান না লিখলে ব্রিটিশ রক অ্যান্ড রোল ব্যান্ড রোলিং স্টোনের ‘লিড ভোকাল' মিক জ্যাগারের সবচেয়ে অন্ধ ভক্তটিও বোধহয় এ কথা বিশ্বাস করতেন না৷ নরম্যান এ-ও লিখেছেন, বিটলস-এর জবাব হিসেবে রোলিং স্টোনকে দাঁড় করাতে গিয়ে লাজুক মিককেও ধীরে ধীরে বদলে দিয়েছিলেন ম্যানেজার অ্যান্ড্রু ওল্ডহ্যাম৷

জার্মানিতে আয়োজিত একটি কনসার্টে মিক জ্যাগারছবি: picture-alliance/dpa/dpaweb/W. Hänscheid

সে অনেক আগের কথা৷ লন্ডনের মার্কে ক্লাবে রোলিং স্টোন প্রথমবারের মতো পারফর্ম করেছিল ১৯৬২ সালে৷ তারপর থেকে মিক জ্যাগার আর কিথ রিচার্ডসের কন্ঠের জাদু ভক্তসংখ্যা যে এক, দুই করে কত কোটিতে নিয়ে গেছেন বলা মুশকিল৷ তবে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে, গত ৫১ বছরে রোলিং স্টোনের গানের ভেলা ব্রিটেন হয়ে ঘুরে ফেলেছে সারা বিশ্ব৷ ‘আই কান্ট গেট নো', ‘স্যাটিসফেকশন', ‘সিমপ্যাথি ফর দ্য ডেভিল', ‘হঙ্কি টঙ্ক উয়োম্যান', কিংবা মিক জ্যাগারের সিঙ্গেল অ্যালবামের কোনো গানের সময় কোনো কনসার্টে উন্মাদনার ঢেউ লাগবেনা তা প্রায় অকল্পনীয়৷

গত বছরই যুক্তরাষ্ট্র ঘুরে এসেছে রোলিং স্টোন৷ সেই ট্যুরে যুক্তরাষ্ট্রের মানুষ সরাসরি দেখেছে ঊনসত্তরেও তরুণ মিক জ্যাগারকে৷ সেই কণ্ঠ, স্কিন টাইট জিন্স পরে সেই পাগলপারা নাচ – দেখে কে বলবে এতগুলো বসন্ত পার করে ফেলেছেন মিক জ্যাগার?

রোলিং স্টোন, ১৯৬৪ছবি: AP

এক সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল, জ্যাগার কত বছর বয়স থেকে নারীদের পেছনে ছুটতে শুরু করেছিলেন৷ জীবনে অনেক নারীর আগমন দেখেই এমন প্রশ্ন৷ নারীদের পেছনে ছুটে বেড়ানোর ‘সুখ্যাতি' স্বীকার করে বলেছিলেন, ‘১৮৷' সাত সন্তানের জনক জ্যাগার বিয়ে করেছেন দুবার৷ প্রথম স্ত্রী বিয়াঙ্কার ঘরে আছে একটি সন্তান আর মডেল জেরি হলের ঘরে চারটি৷ বাকি দুই সন্তানের মা দুজন৷ জ্যাগার তাঁদের বিয়ে করেননি৷ সত্তরেও তরুণ মিক জ্যাগারের বান্ধবী এখন যুক্তরাষ্ট্রের ফ্যাশন ডিজাইনার লরেন স্কট৷

এসিবি / এসবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ