1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুভ জন্মদিন বেবী নাজনীন

২৩ আগস্ট ২০১১

বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী বেবী নাজনীনের আজ জন্মদিন৷ এমন শুভ দিনে ডয়চে ভেলের সাথে টেলিফোন আলাপচারিতায় ভক্তদের কাছে আশীর্বাদ চাইলেন বেবী নাজনীন৷ জানালেন নতুন অ্যালবাম এবং কাব্যগ্রন্থের কথা৷

Titel 3: Berühmte Sängerin Baby Naznin, Dhaka, Bangladesch Bildunterschrift: Berühmte Sängerin Baby Naznin, Dhaka, Bangladesch Text: Berühmte Sängerin Baby Naznin, Dhaka, Bangladesch Datum: 21.11.2010 Eigentumsrecht: Enam Sarker, Dhaka, Bangladesch Mr Enam Sarker has sent his photo and authorised DW to use it for website. Stichwort: Berühmte, Sängerin, Baby, Naznin, Dhaka, Bangladesch, Singer, Bangladesh, Singer,
বেবী নাজনীনছবি: Enam Sarker

জন্মদিন কীভাবে কাটাচ্ছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘মূলত এ দিনটি আমি ঘরেই থাকি৷ এ দিন বিভিন্ন স্থান থেকে অনেক ভক্ত আমাকে শুভেচ্ছা জানাতে আসেন৷ তবে জন্মদিনকে ঘিরে ব্যস্ততা শুরু হয়েছে গত রাত থেকেই৷ অনেকেই ফুল নিয়ে আসছেন৷ অনেকে দূর দূরান্ত থেকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন৷ আবার দেশে এবং দেশের বাইরে অনেকে আমার জন্মদিন উপলক্ষ্যে কেক কেটেছে৷ অনেকের সাথে আমাকে ফোনেই যোগ দিতে হয়েছে কেক কাটার পর্বে৷''

ছবি: Enam Sarker

ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘আসলে ভক্তদের জন্যই আমি৷ আমি একা কিছু নই৷ আমি আমারও নই৷ আমার ভক্তরা যতদিন থাকবে আমিও ততদিন বেঁচে থাকবো৷ আমার ভক্তরা না থাকলে আমি থাকবো না৷ এই বাঁচা আমার একার নয়, আমার ভক্তদের নিয়ে৷ আমার ভক্তদের জন্য আমার কামনা থাকবে তাদের সুন্দর, সুস্থ এবং আনন্দময় জীবন৷ তাদের স্বপ্নগুলো পূর্ণ হোক এবং তারা আমাকে বেশি করে আশীর্বাদ করুক এবং দোয়া করুক - এটাই আমি চাই৷ আমার ভক্তদের নিয়েই আমি বেঁচে থাকতে চাই৷''

সাফল্য এবং প্রাপ্তির দীর্ঘ সিঁড়ি পেরিয়ে এসেছেন বেবী নাজনীন৷ তাঁর গাওয়া গান নিয়ে এ পর্যন্ত প্রায় ৪৯টি একক এবং দুই শতাধিক মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে৷ এছাড়া কবিতার জগতেও রয়েছে তাঁর সাফল্যের স্বাক্ষর৷ ‘সে', ‘ঠোঁটে ভালোবাসা' এবং ‘প্রিয়মুখ' নামে বাজারে তাঁর তিনটি কাব্যগ্রন্থ আছে৷ আগামী বছরের ফেব্রুয়ারিতে তাঁর নতুন আরেকটি কবিতার বই বের হতে যাচ্ছে৷ জীবনের এই পর্যায়ে জীবন সম্পর্কে এই শিল্পীর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘‘জীবনকে বিশ্লেষণ করেই চলতে হয়৷ জীবনকে বিশ্লেষণ করলে জীবন অনেক সুন্দর৷ পৃথিবী যেমন একটি, জীবনও মাত্র একটি৷ এই এক জীবনেই অনেক প্রাপ্তি, অনেক অভিজ্ঞতা, অনেক দুঃখ, কষ্ট, আনন্দ এসব কিছু মিলিয়েই জীবন অনেক সুন্দর৷'' 

ছবি: Enam Sarker

নিজের অসংখ্য গানের মধ্যে বিশেষ কোন গানের কথা যদি বলতে বলি তাহলে কোন গানটির কথা বলবেন? এই প্রশ্নের উত্তরে বেবী নাজনীন বলেন, ‘‘প্রতিটি গানই আমার নিজের সন্তানের মতো৷ একেকটা গান আমার কাছে আমার সৃষ্টি৷ যখন যে গানটিই করি সেটিই আমার কাছে অত্যন্ত মূল্যবান বলে মনে হয়৷ তাই যতোটা সম্ভব যত্ন নিয়ে সাজিয়ে তুলি৷ গানের বিষয়টাই এরকম৷ যেই গান করে, বোঝে এবং ভালোবাসে সেই বুঝবে এই অনুভূতি৷''

বর্তমানে সংগীত কর্মের ব্যস্ততার কথা টেনে তিনি বলেন, ‘‘চলতি বছরের শুরুর দিকেই নতুন এককের কাজে হাত দিয়েছিলাম৷ এই ঈদে সেটি প্রকাশের কথা ছিল৷ তবে এটির কাজ এখনও শেষ করতে পারিনি৷ তবে এরই মধ্যে অ্যালবামটির কাজ প্রায় গুছিয়ে এনেছি৷ আগামী ঈদে এটি বাজারে আসবে বলে মনে করছি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ