1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুভ জন্মদিন #হ্যাশট্যাগ

২৩ আগস্ট ২০১৭

সংবাদ প্রচার, অধিকার আদায়, প্রতিবাদ - অনলাইনে নানা কাজেই ব্যবহার হয়েছে হ্যাশট্যাগ৷ অনেকেই এখনো মন থেকে মেনে নিতে পারেননি ইন্টারনেটের এমন অদ্ভুত এক চরিত্রকে৷ অতি এবং অপব্যবহার মাঝে মাঝে অনেকের বিরক্তির কারণও হয়ে ওঠে৷

10 Jahre Hashtag
ছবি: picture-alliance/dpa/C. Charisius

আজ ১০ বছরে পা দিলো হ্যাশট্যাগ৷

শুরুতে অনেকেই # চিহ্নটি সংখ্যা বা পাউন্ড চিহ্নের বিকল্প হিসেবে ব্যবহার করতেন৷ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল ব্যবহারের ফলে এখন হ্যাশ আর শুধু চিহ্ন হিসেবে নেই৷ এটি পরিণত হয়েছে হ্যাশট্যাগে

১০ বছর আগে ২০০৭ সালের ২৩ আগস্ট৷ মার্কিন প্রযুক্তি বিশেষজ্ঞ ক্রিস মেসিনা টুইটারে গ্রুপ তৈরির মাধ্যম হিসেবে হ্যাশট্যাগের ব্যবহারের প্রস্তাব করেন৷

তবে এই প্রস্তাবে সাড়া পেতে অপেক্ষা করতে হয় আরো প্রায় দুই বছর৷ ২০০৯ সালের ২ জুলাই টুইটার আনুষ্ঠানিকভাবে হ্যাশট্যাগে স্বয়ংক্রিয় হাইপারলিংকের ব্যবহারের ঘোষণা দেয়৷

আগের সব জনপ্রিয় গ্রুপ, যেমন Follow Fridays পরিবর্তন করে এক শব্দে হ্যাশট্যাগ দিয়ে #FollowFridays নামে ব্যবহার শুরু হয়৷ অন্য সব জনপ্রিয় আলোচনাও ধীরে ধীরে হ্যাশট্যাগের মাধ্যমে এক জায়গায় জড়ো হতে থাকে৷

২০১০ সালে ‘টুইটার ট্রেন্ডিং টপিকস' নামে একটি বিষয় প্রথম পাতায় যোগ করে৷ এর ফলে সবচেয়ে জনপ্রিয় আলোচনার বিষয়গুলি ব্যবহারকারীরা সহজেই হ্যাশট্যাগের মাধ্যমে দেখে নিতে পারেন৷

ফটো শেয়ারিং প্ল্যাটফরম ইনস্টাগ্রাম, যোগাযোগ মাধ্যম ফেসবুক, স্ন্যাপচ্যাট এবং গুগল প্লাসও লুফে নেয় হ্যাশট্যাগকে৷ ধীরে ধীরে ইংরেজির পাশাপাশি অন্য ভাষার ব্যবহারকারীরাও আগ্রহী হয়ে ওঠে হ্যাশট্যাগ ব্যবহারে৷

এখন অনেকেই হ্যাশট্যাগ ছাড়া কোনোকিছু শেয়ার করার কথা ভাবতেই পারেন না৷

ডয়চে ভেলে বাংলা বিভাগের বিশেষ আয়োজন সম্পর্কে জানতে খুঁজে দেখতে পারেন #dwAlaap এই হ্যাশট্যাগটি৷

আপনার প্রিয় হ্যাশট্যাগ কী কী? আমাদের জানান নীচের ঘরে৷

এডিকে/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ