ফর্মুলা ওয়ানের জীবন্ত কিংবদন্তি মিশায়েল শুমাখারকে কোমা থেকে জাগিয়ে তোলার প্রক্রিয়া শুরু করেছেন চিকিৎসকরা৷ ফ্রেঞ্চ আল্পসে স্কি করতে গিয়ে মাথায় আঘাত পাওয়ার পর থেকে গত এক মাস ধরে কোমায় আছেন তিনি৷
বিজ্ঞাপন
পরিবারের সঙ্গে বড় দিনের ছুটি কাটানোর সময় ২৯ ডিসেম্বর নিজের ছেলের সঙ্গে ফ্রেঞ্চ আল্পসে স্কি করতে গিয়েছিলেন ফর্মুলা ওয়ান ইতিহাসের সফলতম ড্রাইভার মিশায়েল শুমাখার৷ মাথায় হেলমেট থাকা সত্ত্বেও পা হড়কে পড়ে যাওয়ায় মাথায় ভয়ংকর চোট পান এই জার্মান সুপারস্টার৷ প্রথমে কাছের রিসোর্ট এবং তারপর সেখান থেকে হাসপাতালে নেয়ার পর অবস্থার দ্রুত অবনতি হয়৷ ঐ অবস্থায় মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়৷ এরপর তাঁর ব্রেনের ‘প্রেসার' কমানোর জন্য ওষুধ দিয়ে কোমায় রাখা হয়েছিল৷ ফ্রান্সের গ্রেনবেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তখন থেকে চিকিৎসাধীন আছেন তিনি৷
মিশায়েল শুমাখারকে নিয়ে উদ্বেগ
ফ্রেঞ্চ আল্পসে স্কি করার সময় দুর্ঘটনায় আহত মিশায়েল শুমাখার হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ সাতবার ফর্মুলা ওয়ান জয়ী এই কিংবদন্তি গ্রেনবেল হাসপাতালে রয়েছেন৷
ছবি: Tobias Heyer/Bongarts/Getty Images
ফ্রেঞ্চ আল্পসে দুর্ঘটনা
মিশায়েল শুমাখার মাথায় আঘাত পেয়েছেন৷ ফ্রান্সের গ্রেনবেল হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালে পৌঁছানোর পর তাঁর মাথায় অস্ত্রপচার করা হয়৷ জার্মানির এই কিংবদন্তী ছেলেকে নিয়ে স্কি করার সময় আহত হন৷ উপরের ছবিটি আর্কাইভ থেকে নেয়া৷
ছবি: Reuters
গ্রেনবেলে চিকিৎসা
৪৪ বছর বয়সি শুমাখার বিখ্যাত নিউরোসার্জন ড. জেরাঁ সাইয়োঁর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন৷ এই চিকিৎসক এফআইএ প্রেসিডেন্ট জ্যঁ ট্যট-এর ঘনিষ্ট সহযোগী হিসেবে পরিচিত৷ ফেরারিতে শুমাখারের বস ছিলেন ট্যট৷ শুমাখার এখন কোমায় রয়েছেন বলেই খবর৷
ছবি: Jeff Pachoud/AFP/Getty Images
‘সংকটজনক অবস্থা’
প্রাথমিকভাবে মেরিবেল রিসর্টের পরিচালক জানিয়য়েছিলেন, শুমাখারের ‘চেতনা আছে কিন্তু তিনি খানিকটা বিচলিত৷’ দুর্ঘটনার সময় শুমাখারের মাথায় হেলমেটও ছিল৷ কিন্তু তাঁকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা বুঝতে পারেন, শুমাখারের মাথায় আঘাতের গভীরতা প্রাথমিক ধারণার চেয়ে অনেক বেশি৷
ছবি: Reuters
সকলের প্রিয় বিজয়ী
২০১২ সালে চূড়ান্ত অবসর নেওয়া শুমাখার জার্মানদের কাছে অত্যন্ত প্রিয় একজন ক্রীড়াবিদ৷ খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বেশি এফওয়ান শিরোপা (সাত বার) এবং রেস (৯১টি) জিতেছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa
পরিবার এবং বন্ধুদের সমর্থন
শুমাখার তাঁর স্ত্রী এবং দুই সন্তানের নিয়ে ছুটিতে ছিলেন৷ পরিবারের সদস্যরা ছাড়াও তাঁর সাবেক সহকর্মীরাও এখন গ্রেনবেলে হাজির হয়েছেন বলে জানা গেছে৷ শুমাখারের সময়ে ফিরারি দলের প্রিন্সিপাল জ্যঁ ট্যট, এবং বেনেটন, ফেরারি এবং পরবর্তীতে মার্সেডিজে শুমাখারের সঙ্গে কর্মরত রস ব্রাউন রাতে হাসপাতালে ছিলেন, জানিয়েছে স্কাই স্পোর্ট নিউজ৷
ছবি: AP
ঝুঁকিপূর্ণ ক্যারিয়ার
শুমাখারের ফর্মুলা ওয়ান ক্যারিয়ার দুর্ঘটনামুক্ত ছিল না৷ ১৯৯৪ সালে তাঁর গাড়ির সঙ্গে ড্যামেন হিলের গাড়ির টক্কর লাগে৷ সেবারই ফর্মুলা ওয়ান প্রথম শিরোপা জয় করেন তিনি৷ ফলে সেই দুর্ঘটনাও বিখ্যাত হয়ে যায়৷ এছাড়া ১৯৯৯ সালে সিলভারস্টোন গ্রঁ প্রি-তে এক দুর্ঘটনায় আহত হন শুমাখার৷ এই দুর্ঘটনা তাঁকে বেশ কিছুদিন ভোগায়৷
ছবি: AP
উচ্চ গতি
গতির রোমাঞ্চ-অন্বেষী শুমাখার ২০০৬ সালে প্রথম অবসরে যাওয়ার ঘোষণা দেন৷ ফেরারি ত্যাগ করার উপ তিনি স্কি ডাইভিং এবং মোটরবাইক রেসিং এর দিকে মনোযোগী হন৷ কিন্তু ২০০৯ সালে স্পেন সফররত এক দুর্ঘটনায় তিনি ঘাড়, পাঁজর এবং খুলিতে আঘাত পান৷
ছবি: Getty Images
আইডলের জন্য উদ্বেগ
শুমাখারের রয়েছে কয়েক কোটি ভক্ত৷ সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলোতে অনেকেই এই তারকার দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ সম্ভবত এখন অবধি জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনায় পতিত হয়েছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa
8 ছবি1 | 8
এক মাস পার হওয়ায় চিকিৎসকরা এখন তাঁকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন৷ শুমাখারকে যে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, সেটি বন্ধ করা হয়েছে যাতে ধীরে ধীরে তিনি জেগে ওঠেন৷ তবে এতে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন শুমাখারের ম্যানেজার সাবিনে কেম৷ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি৷ কেননা শুমাখারের পরিবার চান এসব ব্যক্তিগত বিষয় গণমাধ্যমের কাছে না জানাতে৷ কেননা তাঁরা মনে করেন, গণমাধ্যমের উপস্থিতিতে চিকিৎসকরা বিরক্ত হবেন এবং তা শুমাখারের চিকিৎসায় প্রভাব ফেলবে৷ সাবিনে কেম শুমাখারের সুচিকিৎসা এবং নিরাপত্তার জন্য গণমাধ্যমকে হাসপাতালে ঢোকার চেষ্টা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন৷
২০০৬ সালে অবসর নিয়েছিলেন শুমাখার৷ তার আগেই অবশ্য ফর্মুলা ওয়ানে বলতে গেলে সবই পাওয়া হয়ে যায় ৪৫ বছর বয়সি ‘শুমি'-র৷ সাতটি ড্রাইভার শিরোপার পাশাপাশি জিতেছেন ৯১টি গ্রঁ প্রি শিরোপা৷ ২০১০ সালে আবার ফিরে আসেন ফর্মুলা ওয়ানে৷