1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরুতেই মাতালো ট্রান্সফরমারস, গাগার ভক্তের শুকরের মাথা

৪ জুলাই ২০১১

মুক্তির মাত্র চারদিনের মধ্যেই হলিউড বক্স অফিসে তোলপাড় তুললো ট্রান্সফরমারস সিরিজের নতুন ছবি৷ সপ্তাহান্তের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে ছবিটি৷ এদিকে তাইওয়ানের শহরে পালিত হল লেডি গাগা ডে৷

ট্রান্সফরমারস ছবির একটি দৃশ্যছবি: picture alliance/dpa

গত বুধবার মুক্তি পেয়েছে ‘ট্রান্সফরমারস: ডার্ক অব দ্য মুন'৷ প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, রোববারের মধ্যেই ছবিটি আয় করেছে ৩৭২ মিলিয়ন ডলার৷ এর মধ্যে যুক্তরাষ্ট্র আর ক্যানাডাতেই বিক্রি হয়েছে প্রায় একশ মিলিয়ন ডলারের টিকিট৷ বিগত ২০০৪ সালে ‘স্পাইডারম্যান টু' ছবির রেকর্ড ভেঙে ফেলেছে ট্রান্সফরমারস সিরিজের তৃতীয় ছবিটি৷ ওই সময় স্পাইডারম্যান টু মুক্তির প্রথম কয়েকদিনেই যুক্তরাষ্ট্র আর ক্যানাডাতে আয় করেছিলো প্রায় ৯০ মিলিয়ন ডলার৷ এদিকে কেবল সিনেমা হলগুলোতেই নয়, থ্রিডি ডিভিডির বাজারেও বেশ সাড়া ফেলেছে ট্রান্সফরমারস: ডার্ক অব দ্য মুন৷ এখন পর্যন্ত যত ডিভিডি বিক্রি হয়েছে তার শতকরা ৭০ শতাংশই থ্রিডি ডিভিডি৷

এদিকে গত সপ্তাহে বক্স অফিসের শীর্ষে থাকা অ্যানিমেশন ছবি ‘কার্স টু' এই সপ্তাহে দ্বিতীয় অবস্থানে রয়েছে৷ হলিউড তারকা ক্যামেরন ডিয়াজের নতুন ছবি ‘ব্যাড টিচার' রয়েছে তিন নম্বরে৷ বিদায়ী সপ্তাহে ছবিটি আয় করেছে ১৪ মিলিয়ন ডলার৷ তারপরেই রয়েছে অস্কার বিজয়ী দুই তারকা টম হ্যাংকস এবং জুলিয়া রবার্টস এর নতুন ছবি ‘ল্যারি ক্রোন'৷

গান গাইছেন গাগা, গায়ে কাচা মাংসছবি: AP

তাইওয়ানে লেডি গাগা দিবস

এদিকে তাইওয়ানের তাইচুং শহরে রোববারটি ছিল লেডি গাগা ডে৷ দ্বীপ দেশটিতে প্রথমবারের মত আগমন লেডি গাগার৷ তাঁর সম্মানে দিনটি তাঁর নামেই উৎসর্গ করলো তাইচুং শহরের মানুষেরা৷ শহরের মেয়র জ্যাসন হু লেডি গাগার হাতে তুলে দেন শহরের চাবি৷ বরাবরের মতই ব্যতিক্রমী পোশাক পরনে ছিল লেডি গাগার৷ এদিকে গাগার এই অদ্ভুত পোশাক আশাক এখন তাঁর ভক্তদের মধ্যেও দেখা যাচ্ছে৷ গত বছর গাগা একটি অনুষ্ঠানে গায়ে কাচা মাংস পরে উপস্থিত হন৷ রোববার তাইয়ানের কনসার্টেও তাঁর এক ভক্ত আস্ত এক শুকরের কাটা মাথা নিয়ে হাজির হয়৷ ভক্ত বলে কথা!

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ