1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরুতেই মাত করল অ্যাকশন ছবি ‘দি এক্সপেন্ডেবেলস’

১৭ আগস্ট ২০১০

হলিউডের অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোনকে কে না চেনে? রাম্বো খ্যাত এই তারকার ছবি মানেই ধুমধাম মারপিট আর রোমাঞ্চকর অ্যাকশন৷ তাঁর নতুন ছবি ‘দি এক্সপেন্ডেবলস’ হলিউডের বক্স অফিসে জায়গা করে নিয়েছে সবার ওপরে৷

Actor Sylvester Stallone
অভিনেতা স্ট্যালোনছবি: AP

গত সপ্তাহে মুক্তি পাওয়ার পর বেশ সাড়া ফেলেছে অ্যাকশন মুভি ‘দি এক্সপেন্ডেবলস'৷ প্রথম সপ্তাহেই ছবিটি আয় করেছে প্রায় ৩৯ মিলিয়ন ডলার৷ ছবিটিতে সিলভেস্টার স্ট্যালোন ছাড়াও রয়েছে আরও দুই অ্যাকশন হিরো জ্যাসন স্ট্যাথাম এবং জেট লি৷ ছবিতে দেখা যায় দক্ষিণ আমেরিকার এক স্বৈরশাসককে উৎখাত করতে অভিযান চালাচ্ছে একদল দুর্ধর্ষ যোদ্ধা৷ বক্স অফিসে এই অ্যাকশন ছবির পরেই রয়েছে জুলিয়া রবার্টস অভিনীত ‘ইট প্রে লাভ'৷ এলিজাবেথ গিলবার্টের উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটিতে দেখা যায় তালাকপ্রাপ্তা এক নারীর বিভিন্ন দেশে প্রমোদবিহারের কাহিনী৷ গত সপ্তাহে ছবিটি ব্যবসা করেছে ২৩ মিলিয়ন ডলারেরও বেশি৷ তবে ‘দি এক্সপেন্ডেবলস' যে অনেক এগিয়ে আছে সেটা তো বোঝাই যাচ্ছে৷ এরপর রয়েছে কমেডি ছবি ‘দ্য বাডি গাইস'৷

ইন্সেপশন ছবিতে ডিক্যাপ্রিওছবি: Warner Bros. Ent.

অন্যদিকে লিওনার্ডো ডিক্যাপ্রিওর অভিনীত সায়েন্স ফিকশন ছবি ‘ইন্সেপশন' এখনও সিনেমা হলগুলো মাতাচ্ছে৷ গত সপ্তাহেও ছবিটির টিকিট বিক্রি হয়েছে ১১ মিলিয়ন ডলারেরও অনেক বেশী৷ এখন পর্যন্ত প্রায় আড়াইশ মিলিয়ন ডলার ব্যবসা করেছে ব্লকবাস্টার ছবি ইন্সেপশন৷ সম্পূর্ণ ভিন্নধর্মী এক সায়েন্স ফিকশন উপহার দেওয়ায় সমালোচকদেরও প্রচুর প্রশংসা কুড়িয়েছে ছবিটি৷ অন্যদিকে হলিউডের অ্যাকশন হিরোইন অ্যাঞ্জেলিনা জোলির ছবি ‘সল্ট' এখনও রয়েছে প্রথম দশটির মধ্যে৷ গত সপ্তাহে ছয় মিলিয়ন ডলারের বেশি টিকিট বিক্রি হয়েছে এই ছবির, যা সর্বমোট আয়কে একশ মিলিয়নের ওপরে নিয়ে গেছে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ