1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‌শুরু হচ্ছে কলকাতা বইমেলা

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৫ জানুয়ারি ২০১৭

মহাসমারোহে শুরু হচ্ছে কলকাতা বইমেলা৷ আন্তর্জাতিক সূচি মেনে ২৫ জানুয়ারি মেলা শুরু, চলবে ১০ দিন, ৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷

কলকাতা বইমেলা (ফাইল ফটো)
কলকাতা বইমেলা (ফাইল ফটো)ছবি: DW/P. Mani Tewari

কলকাতা আন্তর্জাতিক বইমেলার এবারের থিম দেশ কোস্টারিকা৷ মধ্য অ্যামেরিকায়, পানামা আর নিকারগুয়ার মাঝে এই ছোট দেশটি সম্প্রতি ‘‌হ্যাপিনেস ইনডেক্স'‌-এ সবার ওপরে জায়গা করে নিয়েছে৷ অর্থাৎ কোস্টারিকা বিশ্বের সবথেকে সুখি দেশ৷ সরকারিভাবে কোস্টা রিকার কোনো সেনাবাহিনী নেই৷ শিক্ষিতের হার ৯৭.‌৮ শতাংশ৷ একসময় স্পেনের উপনিবেশ হওয়ার কারণে কোস্টারিকার সাহিত্যে স্পেনীয় প্রভাব যথেষ্ট, কিন্তু শেষ ১০০ বছরে কোস্টা রিকার এক নিজস্ব সাহিত্যভাষাও গড়ে উঠেছে৷ সেই দেশের বিশিষ্ট লেখিকা রোক্সানা পিন্টো লোপেজ এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে৷ প্রথামাফিক কাঠের হাতুড়ি ঠুকে মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷

মহাশ্বেতা দেবী, সৈয়দ শামসুল হক, ফাদার দঁতিয়েন এবং উমবের্তো একো, এই চার প্রয়াত সাহিত্যিক এবং বিশিষ্ট শিক্ষাবিদ নীল ও ব্রায়েন-এর স্মরণে এবারের কলকাতা বইমেলায় পাঁচটি হলের নামকরণ হবে৷ এছাড়া তিনটি হল থাকবে ভগিনী নিবেদিতা, কবি-প্রাবন্ধিক সমর সেন এবং সাহিত্যিক-সম্পাদক দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায়ের নামে৷ ২৭ জানুয়ারি দিনটি বইমেলায় পালিত হবে ‘‌কোস্টারিকা দিবস'‌ হিসেবে৷ ৫ ফেব্রুয়ারি দিনটি চিহ্নিত ‘‌বাংলাদেশ দিবস'‌ হিসেবে৷ বাংলাদেশের একগুচ্ছ প্রকাশক এবারও থাকবেন মেলায়, নির্দিষ্ট বাংলাদেশ প্যাভেলিয়নে, যথারীতি৷ প্রায় এক ডজন বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিত্ব থাকবে এবারের মেলায়৷

অ্যামেরিকা, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, স্পেন, চীন, জাপান ছাড়াও আছে লাটিন অ্যামেরিকার বেশ কিছু দেশ৷ আটটি দেশের লেখকরা থাকবেন বইমেলায়, অংশ নেবেন বিভিন্ন আলোচনা ও অনুষ্ঠানে৷ জানিয়েছেন কলকাতা বইমেলার আয়োজক ‘‌পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড'‌-এর সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়৷ এবারের ‘‌অশোককুমার সরকার স্মারক বক্তৃতা'‌ দেবেন কোস্টারিকার ঔপন্যাসিক হোসে লিয়ন স্যাঞ্চেজ৷ ত্রিদিব চট্টোপাধ্যায় জানালেন, এবার মেলায় একটি অভিনব ‘‌বুক লাভার্স কাফে'‌ থাকবে, যেখানে ছাত্র-ছাত্রীরা বক্তৃতা দিতে পারবেন, স্বাধীন, সৃজনশীল লেখালেখি করতে পারবেন৷ কুইজ চলবে তাঁদের জন্য৷

কলকাতা বইমেলায় এবার প্রকাশকদের সবথেকে বড় দুশ্চিন্তা ছিল কেন্দ্র সরকারের পুরনো বড় অঙ্কের নোট বাতিল এবং নতুন নোটের আকাল, ব্যাংক থেকে টাকা তোলার সীমাবদ্ধতার কারণে বইয়ের বিক্রি মার খাবে৷ কিন্তু সেই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে ভারতীয় স্টেট ব্যাংক৷ সংস্থার চিফ জেনারেল ম্যানেজার পার্থপ্রতিম সেনগুপ্ত আশ্বাস দিয়েছেন, বইমেলায় স্টেট ব্যাংকের একটি সাময়িক শাখা খোলা হবে, যেখানে যথেষ্ট পরিমাণে খুচরো নোট ও কয়েন থাকবে৷

এছাড়াও মেলাপ্রাঙ্গনে থাকবে এস বি আইয়ের ছ'‌টি ‘‌ক্যাশ ভ্যান'‌, যা থেকে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতিদিন ২০০০ টাকা পর্যন্ত তোলা যাবে৷ এর সঙ্গে প্রকাশকরা ব্যবস্থা রাখছেন সরাসরি ক্রেডিট, বা ডেবিট কার্ড দিয়ে বই কেনার৷ অনেকেই মোবাইল অ্যাপ মারফৎ টাকা লেনদেনের ব্যবস্থা রাখছেন৷ এই ব্যবস্থা যাতে মসৃণ হয়, তার জন্য বইমেলাতে চালু হচ্ছে ফ্রি ওয়াই ফাই পরিষেবা৷ কাজেই খুচরোর অভাবে বইমেলায় কেনাকাটা ব্যহত হওয়ার কোনো আশঙ্কা নেই৷

আরও কিছু সংযোজন হচ্ছে এবারের কলকাতা বইমেলায়৷ থাকবে অস্থায়ী হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স পরিষেবা৷ কলকাতার এএমআরআই হাসপাতাল এগিয়ে এসেছে এই পরিকাঠামো সহযোগিতায়৷ এছাড়া ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, বা সিইএসসি-র মতো কিছু কর্পোরেট সংস্থা এবারও বইমেলার আয়োজনে অংশ নিয়েছে৷ সিইএসসি এবার একটি সাহিত্য পুরস্কার দিচ্ছে বর্ষীয়াণ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে, যার আর্থিক মূল্য এক লক্ষ টাকা৷ মোট ৬০০টি বইয়ের স্টল থাকবে এবারের মেলায়৷ সেই সঙ্গে আরও ২০০টি লিটল ম্যাগাজিন৷ মেলায় যাতায়াতের জন্য থাকবে বিশেষ বাসের ব্যবস্থা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ