1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আন্দোলন কর্মসূচি

১ সেপ্টেম্বর ২০১২

সরকার বিরোধী আন্দোলন কর্মসূচির মধ্য দিয়েই আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যাবে বলে মনে করে বিএনপি৷ তারা হরতালের মতো কোন কঠোর কর্মসূচি না দিলেও সরকারের আচরণের ওপরই নির্ভর করবে তাদের শেষ পর্যন্ত সে ধরনের কর্মসূচি দিতে হয় কিনা৷

ছবি: DW

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে এই মাস থেকেই শুরু হল বিএনপির দেড় মাস ব্যাপী সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি৷ এই কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ, গণমিছিল, গণসংযোগ ও জনসভা৷ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এই সময়ের মধ্যে মহানগর, বিভাগ ও জেলা পর্যায়ে বেশ কিছু জনসভায় বক্তব্য রাখবেন এবং জনসংযোগ করবেন৷ তবে হরতালের মত কোন কঠোর কর্মসূচি দেয়নি বিএনপি৷ বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, তাদের এই কর্মসূচিকে কেউ দুর্বল ভাবতে পারেন, সেটা তাদের ব্যাপার ৷ তবে এটি বিএনপির আন্দোলনের একটি কৌশল৷ এর মধ্য দিয়েই আন্দোলন তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছবে৷ দেশের সাধারণ মানুষ সরকার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হবে৷

তিনি বলেন, আন্দোলনের কর্মসূচি দেয়া হয় একটি পরিস্থিতিকে ধারণা করে৷ তবে শেষ পর্যন্ত আন্দোলন কোন দিকে যাবে, তা নির্ভর করবে সরকারের আচরণের ওপর৷

অন্যদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী মনে করেন, বিএনপির আন্দোলনকে আপাতত নিরীহ মনে হলেও এর আড়ালে অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে৷ তিনি বলেন অতীতে তারা নিরীহ কর্মসূচির আড়ালে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে৷

তিনি বলেন, সরকার বিএনপির এই আন্দোলন পর্যবেক্ষণ করবে৷ তবে তা যদি দেশের মানুষের শান্তি ভঙ্গের কোন কারণ হয় তাহলে মানুষের জান মাল রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে৷

মতিয়া চৌধুরী বলেন, বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করতে পারে৷ কিন্তু অনির্বাচিত সরকারের অধীনে কোন নির্বাচন হবে না৷ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারে যে প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে ভাবতে পারে বিরোধী দল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ