1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হবে অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরানোর উদ্যোগ

২৩ অক্টোবর ২০১৫

নতুন অভিবাসন আইন শিগগিরই কার্যকর হবে৷ অভিবাসনের আবেদন প্রত্যাখ্যানের পরও জার্মানিতে থেকে যাওয়া বিদেশিদের সামরিক বিমানে তুলে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে৷

Symbolbild Flüchtlinge Polizei Kontrolle Abschiebung
ছবি: picture-alliance/dpa/M. Becker

অভিবাসন সংকট জার্মানিতে এখন প্রতিদিনের আলোচনার বিষয়৷ ইউরোপকে প্রায় গ্রাস করে ফেলা এ সংকট নিরসনের জন্য নতুন অভিবাসন আইন প্রণয়ন করেছে জার্মানি৷ এবং আগের ঘোষণার চেয়ে আগেই শুরু হবে এ আইন কার্যকর করা৷ জার্মান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর করা শুরু করবে সরকার৷

প্রথমেই দেখা হবে এ আইন অনুযায়ী কারা অভিবাসী হওয়ার যোগ্য এবং কারা যোগ্য নন৷ আবেদন যাচাই-বাছাই করে যাদের অযোগ্য মনে হবে তাদের দেশে ফেরানোর উদ্যোগও নেয়া হবে খুব তাড়াতাড়ি৷

আবেদনপত্র বাছাই করে অভিবাসনের অনুপযুক্ত প্রার্থীদের দেশে ফেরানোর উদ্যোগ অবশ্য আগে থেকেই চলছে৷ অনেক প্রার্থী নিজের উদ্যোগেই ফিরে যাচ্ছেন৷ জার্মানির ডি ভেল্টপত্রিকার খবর অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে ২২ হাজার ৪০০ অভিবাসনপ্রত্যাশী সরকার ব্যবস্থা নেয়ার আগেই দেশে ফিরে গেছেন৷ তবে ১১ হাজার ৫০০ জনকে জোর করে ফেরত পাঠাতে হয়েছে৷

আবেদন প্রত্যাখ্যাত হবার পরও নানান কায়দায় জার্মানিতে থেকে যেতে তৎপর লোকদের বিরুদ্ধে তাই নতুন উদ্যোগ নিতে পারে সরকার৷ আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পরই অভিবাসনপ্রত্যাশীদের প্রয়োজন হলে সেনাবাহিনীর বিমানে করে পাঠানোর কথাও বিবেচনা করা হচ্ছে৷ জার্মানির প্রতিরক্ষামন্ত্রী উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, ‘‘হ্যাঁ, এ কাজে সামরিক বাহিনীর বিমান ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না৷ তবে জনসাধারণের ব্যবহারযোগ্য বাহনের ওপর বেশি চাপ পড়লে, সেনাবাহিনীর ওপর যাতে কোনো প্রভাব না পড়ে সেদিকে লক্ষ্য রেখেই এসব বিমান ব্যবহার করা হবে৷’’

Quadriga - Germany's refugee crisis - Has the mood turned ugly?

26:03

This browser does not support the video element.

এসিবি/জেডএইচ (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ