1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতা-খুলনা বন্ধন

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১০ নভেম্বর ২০১৭

আনুষ্ঠানিক সূচনা হলো কলকাতা-খুলনা এক্সপ্রেসের৷ কার্যত পুনরুদ্ধার হলো ৫২ বছর আগে ছিঁড়ে যাওয়া সম্পর্কের৷ বৃহস্পতিবার, খুলনা এক্সপ্রেসের যাত্রাপথে উপচে পড়ে মানুষ৷ ট্রেন না থামলেও, মানুষের উচ্ছ্বাস, উদ্দীপনা কম ছিল না৷

Indien Einweihung der Bahn zwischen Kolkhata und Khulna
ছবি: DW/P. Mani

৫২ বছর আগে এই ট্রেন চলত৷ কলকাতা থেকে খুলনা৷ বাংলাদেশের শিল্প শহর এবং তৃতীয় বৃহত্তম শহর খুলনা৷ অনেকেরই শৈশবের স্মৃতিতে আছে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আসা সবুজ রঙের ট্রেন বনগাঁ সীমান্তে দাঁড়িয়ে আছে৷ সেই কারণেই ৫২ বছর পর এই রেল যোগাযোগের পুনরুদ্ধারে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা প্রচুর৷ বৃহস্পতিবার, খুলনা এক্সপ্রেসের যাত্রাপথের অনেক জায়গায়, অনেক স্টেশনে সাধারণ মানুষ এই ট্রেনের জন্যে অপেক্ষা করেছেন৷ নেহাতই আনুষ্ঠানিক উড়ান, তাই থামেনি ট্রেন৷ কিন্তু অনেকেই নিজেদের মোবাইল ক্যামেরায় তুলে রেখেছেন সেই ট্রেনের দুরন্ত চলে যাওয়া৷ তারপর সেই ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ বাংলা সংবাদমাধ্যমের মধ্যেই একই আবেগ চোখে পড়েছে৷ শুক্রবার সকালে একাধিক বাংলা খবরের কাগজের প্রথম পাতায় এই রেলযাত্রার ছবি, খবর৷


যদিও গোটা ব্যাপারটাই ছিল আনুষ্ঠানিক৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সূচনা করলেন কলকাতা স্টেশন থেকে এই যাত্রার৷ প্রোটোকল মেনে ছিলেন দুই দেশের বিদেশমন্ত্রীরাও৷ কিন্তু ফুলে, মালায় সাজানো কার্যত খালি একটি ট্রেন, যার পোশাকি নাম ‘‌বন্ধন এক্সপ্রেস'‌ রওনা হলো পেট্রাপোল-বেনাপোল রুটে খুলনার উদ্দেশে৷ তবে চমকে দিলেন প্রধানমন্ত্রী মোদী৷ পাঠ করলেন বাংলায় লেখা শুভেচ্ছা বার্তা — ‘‌‘‌আজ এই শুভ উপলক্ষ্যে দুই দেশ বাসীদের আমার অভিনন্দন জানাই৷ আজ আমাদের মৈত্রীর বন্ধন আরও সুদৃঢ় হলো৷'‌'‌

এই ট্রেন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতোছবি: DW/P. Mani

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় ছিল স্বাভাবিক অন্তরঙ্গতার সুর৷ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘‌‘‌দিদি, ইলিশ মাছ আছে৷ তাড়াতাড়ি আসেন, ইলিশ খাওয়াব৷'‌'‌ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ছিলেন আবেগে আক্রান্ত৷ তিনি বলেন, ‘‌‘‌আজ এক ঐতিহাসিক দিন৷ বন্ধন এক্সপ্রেস চালুর মধ্যে দিয়ে দু'‌দেশের মানুষের মধ্যে বন্ধন আরও সুদৃঢ় হবে৷ দু'‌দেশের মৈত্রী, সংহতি, ভাষার বন্ধন আরও দৃঢ় হবে৷'‌'‌ তিনি রেলমন্ত্রী থাকার সময় পেট্রাপোল সীমান্ত দিয়ে পণ্যবাহী ট্রেন, যাত্রী-বাস চালানো শুরু হওয়ার কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ আর কলকাতা স্টেশনে রেলযাত্রার সূচনা অনুষ্ঠানে ভারতীয় সংসদের রেল বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ ব্যানার্জি বলেন, ‘‌‘‌ভারত-বাংলাদেশ মৈত্রী সম্পর্কিত সব ব্যাপারে মমতা ব্যানার্জি সব সময় ভারত সরকারের সঙ্গে সহযোগিতা করে এসেছেন৷'‌'‌

পেট্রাপোল-বেনাপোল রুটে চলবে এই ‘‌বন্ধন এক্সপ্রেস'‌ছবি: DW/P. Mani

১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত নিয়মিত চলত ‘‌বরিশাল এক্সপ্রেস'‌৷ সেই ট্রেন ছাড়ত কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে৷ আদতে বরিশালের মানুষ, এখন সোদপুরের বাসিন্দা, ৮৪ বছরের প্রবীণ নন্দদুলাল দাশ এখনও মনে করতে পারেন সেই বরিশাল এক্সপ্রেসে যাতায়াতের অভিজ্ঞতা৷ ডয়চে ভেলেকে তিনি জানালেন, আট বছর বয়সে প্রথম সেই ট্রেনে চড়ে বরিশাল থেকে কলকাতা এসেছিলেন তিনি৷ ১৯৫৪ সালে যখন দু'দেশের মধ্যে পাসপোর্ট চালু হলো, তখন বেনাপোল এবং পেট্রাপোল সীমান্ত স্টেশনে যে দু'দফায় পাসপোর্ট পরীক্ষা হতো, তাও দিব্যি মনে আছে তাঁর৷ ১৯৬৫ সালে ইয়াহিয়া খান পূর্ব পাকিস্তানের প্রশাসক হওয়ার পর যে বরিশাল এক্সপ্রেস বন্ধ করে দেওয়া হলো, সেই স্মৃতি এখনও দুঃসহ তাঁর মনে৷

একই রুটে, কিন্তু এবার শিয়ালদহ স্টেশন নয়, কলকাতা স্টেশন থেকে খুলনা যাতায়াত করবে বন্ধন এক্সপ্রেস৷ এটি হবে সাপ্তাহিক ট্রেন৷ ১৬ নভেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার সকাল ৭.‌১০-এ কলকাতা থেকে ছাড়বে৷ ১৭২ কিমি পথ ৪ ঘণ্টা ৫০ মিনিটে পেরিয়ে খুলনা পৌঁছবে বেলা ১২টায়৷ ওই দিনই খুলনা থেকে দুপুর ১.‌২০ মিনিটে ট্রেনটি ছেড়ে কলকাতা পৌঁছবে সন্ধে ৬টায়৷ ৪৫৬ জন যাত্রী নিতে পারবে ৮ বগির এসি চেয়ারকার আসন সম্বলিত ট্রেনটি৷ ভাড়া হবে জনপ্রতি ৫০০ থেকে ৬০০ ভারতীয় টাকা৷ বাংলাদেশগামী যাত্রীদের পাসপোর্ট-ভিসা পরীক্ষা হবে কলকাতা স্টেশনেই, ট্রেনে ওঠার আগে, সীমান্তে নয়৷ যাত্রীদের সুরক্ষার জন্য প্রতিবারের যাত্রায়বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ২২ জন সশস্ত্র জওয়ান সঙ্গে থাকবেন৷ তাঁরা আবার ফিরতি ট্রেনে সওয়ার হবেন সীমান্ত থেকে৷

আপনিও কি এই ‘‌বন্ধন এক্সপ্রেস'‌ চড়তে চান? লিখুন মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ