1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো পঞ্চম গোয়া রৌদ্রস্নান উৎসব ২০১১

২৭ ডিসেম্বর ২০১১

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজ্য গোয়ায় শুরু হলো গোয়া সানবার্ন ফেস্টিভ্যাল ২০১১৷ এশিয়ার বৃহত্তম নৃত্য ও সংগীতের আসর বলে ধরা হয় এই উৎসবটিকে৷ পঞ্চমবারের মতো ক্যান্ডোলিম সমুদ্র সৈকতে এই আসর চলবে বৃহস্পতিবার পর্যন্ত৷

ফাইল ফটোছবি: Fotolia/siart

তিন দিনের এই উৎসবে প্রতিদিন অন্তত বিশ হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা৷ মারকুস শুলজ, নিক ফ্যানসিউলি, মোগুয়াই এবং মাইকেল উডস'সহ বলিউডের তারকাদের পরিবেশনা রয়েছে এবারের আসরে৷ এছাড়া সংগীত প্রযোজনা জগতের বিখ্যাত ইলেক্ট্রনিক প্রতিষ্ঠান অ্যাক্সওয়েল, অ্যাবভ অ্যান্ড বিয়ন্ড, গাব্রিয়েল অ্যান্ড ড্রেসডেন, ইনফেক্টেড মাশরুমের উপস্থিতি বিশেষ আকর্ষণ এবারের আসরের৷

গোয়াছবি: picture-alliance/dpa

সমুদ্র সৈকতের কোলে এমন আনন্দঘন আয়োজনে তাই নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা৷ আয়োজক সংস্থা পারসেপ্ট লিমিটেড জানিয়েছে, উৎসব স্থলে একশ'টি ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে৷ এছাড়া জরুরি সেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে ১৬২ জন চিকিৎসকের একটি দল৷

তবে এবারের উৎসব আয়োজনের শুরু থেকেই বেশ কিছু বিতর্কের মুখে পড়েছে৷ গোয়ার প্রাদেশিক সরকার অভিযোগ তোলে পূর্ব অনুমতি ছাড়াই উৎসবের টিকেট বিক্রির৷ এমনকি প্রাদেশিক কৌঁসুলি এটিকে ‘জালিয়াতি' বলে উল্লেখ করেছিলেন৷ উৎসবে বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে স্থানীয় জেলা প্রশাসক মিহির বর্ধনকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে৷ তবে শেষ পর্যন্ত উৎসবের মাত্র একদিন আগে সব জটিলতা কাটিয়ে সরকারি অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন পারসেপ্ট লিমিটেডের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক শৈলেন্দ্র সিং৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ