শুরু হলো ফ্রাঙ্কফুর্ট বইমেলা
১০ অক্টোবর ২০১৮জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বুধবার এই বইমেলার উদ্বোধন করেন৷ বক্তব্যে বিশ্ব রাজনীতিতে টালমাটাল সময়ের মধ্যেও স্বাধীনতা রক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি৷ অন্যান্য বক্তারাও জোর দেন মানবাধিকারের ওপর৷
বুধবার শুরু হওয়া পাঁচ দিনের এ মেলা চলবে অক্টোবরের ১৪ তারিখ পর্যন্ত৷ ৭০তম ফ্রাঙ্কফুর্ট বইমেলায় এবারও কয়েক লাখ দর্শণার্থী ও বইপ্রেমী আসবেন বলে ধারণা করা হচ্ছে৷
নারীর অংশগ্রহণ
জার্মানির প্রকাশক ও বইবিক্রেতা সংস্থার প্রধান হাইনরিখ রাইঠম্যুলার হারিয়ে যাওয়া পাঠকদের বই পড়ার দিকে আবার আগ্রহী করে তোলার দিকে মনোযোগ দেয়ার আহ্বান জানান৷
উদ্বোধনী সংবাদ সম্মেলনে জনপ্রিয় নাইজেরিয়ান লেখক চিমামানদা এনগোজি আদিচি বই প্রকাশে নারীদের এগিয়েআসার আহ্বান জানান৷ একই সাথে বইয়ে নারীদের আরো শক্তিশালী চরিত্রে ফুটিয়ে তুলতে লেখকদেরও আহ্বান জানান আদিচি৷
তিনি বলেন, ‘‘বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নারীরা পুরুষ এবং নারী উভয় লেখকের লেখা পড়লেও, পুরুষরা শুধু পুরুষ লেখকের লেখা পড়তেই আগ্রহী বেশি৷''
মধ্যপ্রাচ্য, এশিয়া, এমনকি পাশ্চাত্যেও নারীদের শারীরিক দিক দিয়েই উপস্থাপন করা হয়৷ কিছু কিছু ক্ষেত্রে শুধু পাঠকদের পছন্দের মতো করে চরিত্র করা হয় বলেও আক্ষেপ করেন আদিচি৷
‘আমেরিকানাহ' বইয়ের জন্য বিশ্বজুড়ে নাম কামিয়েছেন আদিচি৷ পাশাপাশি ইউটিউবে টেড-টকের ‘উই শুড বি অল ফেমিনিস্ট' নামে তাঁর সাক্ষাৎকার দেখেছেন ৫ কোটিরও বেশি মানুষ৷
চরম ডানপন্থার উত্থান
বিশ্বজুড়ে চরম ডানপন্থি পপুলিজমের উত্থানের মধ্যেই পালিত হচ্ছে ২০১৮ সালের বইমেলা৷ এর ফলে মতপ্রকাশের স্বাধীনতা পড়ছে হুমকির মুখে, যা ক্ষতিগ্রস্ত করছে পুস্তক বাণিজ্য৷
গত বছরের মেলায় ডানপন্থি লেখক ও প্রকাশকরা অভিযোগ করেছিলেন, তাঁদের ইচ্ছেকৃতভাবে চুপ করিয়ে রাখার চেষ্টা চলছে৷ এবারের মেলায় সবচেয়ে দামি প্রদর্শনী কক্ষে তিন ডানপন্থি প্রকাশনা সংস্থাকে স্থান দেয়ায় শুরু হয়েছে পালটা বিতর্ক৷
উগ্র ডানপন্থি অলটারনেটিভ ফর জার্মানি-এএফডির বিতর্কিত জার্মান রাজনীতিবিদ বিয়োর্ন হ্যোকে বইমেলায় অংশ নেয়ার কথা রয়েছে৷ গতবারের মেলায় তাঁর অংশ নেয়ার কথা থাকলেও সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তা বাতিল করা হয়৷
উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী ফেডেরিকা মোঘেরিনি ইউরোপের বাসিন্দা ও তাঁদের বৈচিত্র্যের ওপর জোর দেন৷
এবারের বইমেলায় ‘ফোকাস কান্ট্রি' জর্জিয়া৷ পাঁচদিনের এই আয়োজনে দেশটির সংস্কৃতি, লেখক ও সাহিত্য তুলে ধরা হবে৷ দেশটির প্রধানমন্ত্রী মামুকা বাখটাডসে এশিয়ার পাশে অবস্থান সত্ত্বেও তাঁর দেশের ওপর ইউরোপের প্রভাবের কথা তুলে ধরেন৷
গত বছরের ‘ফোকাস কান্ট্রি' ছিল ফ্রান্স৷
এবারের মেলায় ৭,৩০০ প্রকাশনা সংস্থা, লেখক ও এজেন্টের অংশ নেয়ার কথা রয়েছে৷ চার হাজারের বেশি ইভেন্টে নানা বিষয়ে গঠনমূলক সংলাপ এবং সামাজিক-রাজনৈতিক আলোচনার আয়োজন থাকবে৷
অক্টোবরের ১৩ ও ১৪ তারিখ সাধারণ দর্শণার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে৷ প্রথম দুই দিন কেবল লেখক ও প্রকাশকদের জন্য৷
এডিকে/এসিবি (ডিপিএ, এএফপি, ইপিডি)