1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো মাইকেল জ্যাকসনের চিকিৎসকের বিচার

২৮ সেপ্টেম্বর ২০১১

প্রায় দুই বছরেরও বেশি সময় পর শুরু হলো মাইকেল জ্যাকসনের চিকিৎসক কনরাড মুরের বিচার৷ মঙ্গলবার লস এঞ্জেলেসে এই বিচার শুরু হয়েছে৷ চলতে পারে পাঁচ সপ্তাহ৷

FILE - In this Nov. 16, 2009 file photo, Dr. Conrad Murray, a physician for the late pop star Michael Jackson, appears at a child support hearing at Clark County Family Court in Las Vegas. Edward Chernoff, a lawyer for Murray, says the doctor is returning to work at his Houston clinic on Monday Nov. 23, 2009. (AP Photo/Isaac Brekken, Pool, File)
জ্যাকসনের চিকিৎসক কনরাড মুরেছবি: AP

মাইকেল জ্যাকসনের ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ, তাঁর ‘চরম অবহেলা'র কারণেই মারা গেছেন পপ সংগীতের গুরু মাইকেল৷ কিন্তু চিকিৎসকের আইনজীবী এড শেরনফ বলছেন, ডাক্তারের নির্দেশ না মেনেই মাইকেল নিজে থেকে ওষুধ খেয়েছেন৷ আর সেটাই তাঁর মৃত্যু ডেকে এনেছে৷

আদালতকে শেরনফ বলেন, ২০০৯ সালের ২৫ জুন যে সময়ে পপ সম্রাট মারা যান তখন চিকিৎসক মুর মাইকেলের রুমে ছিলেন না৷ সে অবস্থায় মাইকেল পরপর দুই ধরণের ওষুধ খান৷ ফলে সঙ্গে সঙ্গে মারা যান তিনি৷ প্রথমে খেয়েছিলেন আটটি পিল, যার প্রতিটি দুই মিলিগ্রাম করে৷ ডাক্তারের আইনজীবী বলছেন, এই পরিমাণ পিল ছয়জন মানুষকে ঘুম পাড়াতে সক্ষম৷ শুধু তাই নয় আটটি পিল খাওয়ার পর মাইকেল শক্তিশালী ‘প্রোপোফল'এর এক ডোজও খান৷ সাধারণত সার্জারির সময় অ্যানেস্থেশিয়ার কাজে লাগে এই প্রোপোফল৷

ফাইল ছবিছবি: AP

প্রথম দিনের বিচারে উপস্থিত ছিলেন মাইকেলের বাবা-মা, ভাইবোন৷ বেশ কিছু ভক্তও আদালতের সামনে হাজির হয়েছিলেন৷ এদের মধ্যে এক মহিলা ভক্ত আদালতে ঢোকার সময় ডাক্তার মুরকে আঘাত করতে চেয়েছিলেন৷ অবশ্য নিরাপত্তা কর্মীদের কারণে সেটা সম্ভব হয়নি৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ