1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হলো মুম্বই চলচ্চিত্র উৎসব

১৪ অক্টোবর ২০১১

বলিউডের প্রাণকেন্দ্রে চলচ্চিত্র উৎসব, অথচ উদ্বোধনী ছবি হলিউডের৷ তাও আবার বেসবলের মতো ভারতে অপরিচিত খেলা নিয়ে ছবি দিয়ে৷ ‘মানিবল’ নামের এই ছবির তারকা ব্র্যাড পিট৷

ব্র্যাড পিটছবি: picture alliance/dpa

আসলে খেলাধুলার জগতে এমন অনেক বিষয় আছে, যা বোধহয় সব খেলার জগতেই একরকম৷ বিশেষ করে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে জটিল রসায়ন, প্রথাগত ভাবনা-চিন্তা ভুলে নতুন কোনো পরীক্ষা-নিরীক্ষা করার পথে বাধা – এমন অনেক উদাহরণের কথা সবারই জানা আছে৷ ‘মানিবল' ছবির বিষয়বস্তুও সেরকম৷ বেসবল খেলোয়াড় হিসেবে চূড়ান্ত অসফল ছবির নায়ক ব্র্যাড পিট৷ কিন্তু হাল ছাড়তে প্রস্তুত নন তিনি৷ কোনোরকমে একটি টিমের জেনারেল ম্যানেজার হতে পেরেছিলেন৷ তারপর শুরু হলো নতুন লড়াই৷ টিমকে সফল করার লড়াই৷ তার জন্য প্রয়োজন ভালো খেলোয়াড়৷ শুধু খেলা দেখে নয়, খেলোয়াড়দের নানা দিকের বৈজ্ঞানিক বিশ্লেষণ করে টিম বাছাই করার প্রবণতা চালু করতে চেয়েছিলেন নায়ক৷ কিন্তু তার পদে পদে এল নানা বাধা৷ সেই বাধা তিনি কীভাবে অতিক্রম করেছিলেন, সেটাই দেখা যাচ্ছে এই ছবিতে৷ শুধু বেসবল কেন, ক্রিকেট, ফুটবল, হকি – প্রায় যে কোনো খেলার জগতেই কোচ বা ম্যানেজারের এমন প্রতিষ্ঠান-বিরোধী সংগ্রামের দৃষ্টান্ত কম নেই৷ ফলে এই ছবিটি বাণিজ্যিকভাবে এর মধ্যেই বেশ সফল হয়ে উঠেছে৷ পরিচালক হিসেবে জর্জ ক্লুনি'র প্রথম ছবি ‘আইডেস অফ মার্চ'ও উৎসবে দেখানো হচ্ছে৷ থাকছে বিটলস গোষ্ঠীর অন্যতম গায়ক জর্জ হ্যারিসন'কে নিয়ে তৈরি তথ্যচিত্র, যার পরিচালক মার্টিন স্করসেজি৷ ছবিতে বিটলস'এর সঙ্গে ভারত ও ভারতীয় আধ্যাত্মিকতার বিষয়টিও বেশ ভালভাবে উঠে এসেছে৷

ছবি: picture-alliance/dpa

যাই হোক, মুম্বই চলচ্চিত্র উৎসব তো শুধু হলিউড নিয়ে মেতে থাকতে পারে না৷ বলিউডের কুশিলবদেরও বিশাল সমাগম দেখা গেল উদ্বোধনী অনুষ্ঠানে৷ প্রবীণ পরিচালক যশ চোপড়া উৎসবের উদ্বোধন করলেন৷ তাঁর সঙ্গে ছিলেন রমেশ সিপ্পি ও অভিনেত্রী দিয়া মির্জা৷ সদ্য প্রয়াত বেশ কয়েকজন শিল্পীর প্রতিও সম্মান জানানো হচ্ছে এই উৎসবে, যাদের মধ্যে অভিনেতা শাম্মি কাপুর, পরিচালক মণি কল ও বলিউডের সঙ্গে যুক্ত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন বিশেষ ভাবে উল্লেখযোগ্য৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ